নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একবার এক মরুভূমিতে খাবারের আশায় একটি উট, ষাঁড় এবং ভেড়া ক্ষুধার্থ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলো। তারা সেই জায়গার প্রতিটি পাথর, ঝোপ খুঁজে দেখতে লাগলো যদিবা একটু খাবারের খোঁজ পাওয়া যায়। এক পর্যায়ে যখন কিছুই পাওয়া গেলো না, তারা হতাশ হয়ে বালিতে নেতিয়ে পড়তে যাবে, তখন তারা কিছু ঘাস দেখতে পেলো। তাদের মনে নতুন আশার সঞ্চার হলো।
ভেড়াটি তখন বললো- 'এটুকু ঘাস দিয়ে আমাদের তিনজনের পেট ভরবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের মাঝে যে সবচেয়ে বেশি বয়সী প্রাণী, সে-ই এই ঘাস খেতে পারবে।'
এই বলে সে বলে উঠলো- ' নবী ইবরাহিমের পুত্র ইসমাইলের জায়গায় যে ভেড়াকে জবেহ করা হয়েছিলো, আমি সেই ভেড়ার যমজ ভাই। আমিই মনে হোয় তোমাদের মাঝে সবচেয়ে বয়সী।'
ষাঁড়টি তখন বললো- 'তুমি আমার চেয়ে মোটেই বড় হতে পারো না। কারণ, আমি সেই ষাঁড় যাকে হযরত আদম (আঃ) পৃথিবীতে আসার পরে চাষবাসের জন্যে প্রথম ব্যবহার করেছিলেন।'
ভেড়া আর ষাঁড়ের এহেন মিথ্যে কথা শুনে উটটি একটানে ঘাসগুলো নিজের মুখে পুরে বলল- 'আমার মতো সক্ষম প্রাণী খাওয়ার জন্যে তোমাদের মতো মিথ্যা বলে নিজেকে প্রাচীন প্রমাণ করার দরকার পরে না।'
=====
মূলঃ জালালূদ্দিন রুমী
==============
২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সূত্র- আমার নানীর মুখ থেকে শোনা গল্প।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩১
সোনাগাজী বলেছেন:
এসব গল্প রাজতন্ত্রের সময়ের সামাজিক অবস্হার সাক্ষী
২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তা অবশ্য ঠিক। ধন্যবাদ নিরন্তর।
৩| ২৭ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
রুমী সুফিবাদে বড় মাত্রা যোগ করেছে।
২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
Thik বলেছেন। ধন্যবাদ।
৪| ২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই মিথ্যা সকল সময়েই মিথ্যা।
২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
৫| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: 'আমার মতো সক্ষম প্রাণী খাওয়ার জন্যে তোমাদের মতো মিথ্যা বলে নিজেকে প্রাচীন প্রমাণ করার দরকার পরে না।'
সহী বাত। খাঁটি কথা।
২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মিথ্যা চিরকালই মিথ্যা
শেষ পর্যন্ত উঠই জিতল
২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, উটই জিতলো।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন নীতি কথা কেউ শুনতে
চায়না। সবাই নীতি কথা বলতে
চায়।
ভালো লাগলো, সাবধান কেউ
আবার সূত্র চাইতে পারে!