নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

রেভারেন্ড ফ্রেডরিক হলার্টজ, আপনাকে সালাম!

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৭



শ্রদ্ধেয় রেভারেন্ড ফ্রেডরিক হলার্টজ,
আসসালাম। আমার এই লেখা হয়তো আপনার কাছে পৌঁছাবে না। তবু, নাৎসি পার্টির নতুন সমর্থকেরা যখন সুইডেনে কোরআন পূড়ানোর তোরজোড় করছে, তখন, আপনি যে অসীম বিক্রমের পরিচয় দিয়েছেন, সেজন্যে মনের অন্তঃস্থল থেকে আমার শুভেচ্ছা গ্রহণ করুন।

সেই মুখপোড়া দলটির ডেনিশ নেতা যখন এক হাতে কোরআনকে চেপে ধরে ২য় বার পুড়িয়ে দিবে বলে হুমকি দিচ্ছিল, যখন তাদের সমর্থকদের দলটিকে একটি মসজিদের কাছ থেকে সরিয়ে এনে আপনার চার্চের কাছে নিয়ে আসা হয়েছিলো, তখন কি বিক্রমেই না আপনি চার্চের ঘণ্টা ধ্বনি বাজিয়ে কোরআন পোড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

আমি জানতে পেরেছি, ২য় বিশ্বযুদ্ধের পরে একমাত্র ২০১৪ সালে নাৎসিদের বিরুদ্ধে আপনি এরকম প্রতিবাদ জানাতে গিয়ে অনবরতঃ ঘণ্টা বাজিয়েছিলেন। তখন কি ভাবতে পেরেছিলেন, আপনাকে এতো তাড়াতাড়ি আবারো ঘণ্টা বাজাতে হবে? ২০২২ সালের এপ্রিল মাসে ঘণ্টার দড়িতে আবারো আপনাকে হাত লাগাতে হলো। এই কাজের জন্যে আপনাকে পুলিশের হাতে এমনকি নিগৃহীত হতে হয়েছে!

এমন একটি কাজ করতে সাহসের প্রয়োজন। প্রয়োজন হযরত ঈসা (আ)-এর সত্য ধর্ম প্রচারের বিবেক। আল্লাহ আপনার মঙ্গল করুন।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



সরকার ও গীর্জার কাছ থেকে চরমপন্হীরা সাপোর্ট পাবে না; তবে, দল বড় হবে ক্রমেই।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এইসব চরমপন্হীদের বেইল নাই।

ধন্যবাদ।

২| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: মহান লোকদের শ্রদ্ধা জানাতে কার্পন্য করতে হয় না।

৩| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৫

সোবুজ বলেছেন: এই পোড়া পুড়ির ঘটনা নতুন না।বাইতুল মোকাররমে বহু কোরান পোড়ানো হয় ২০১৩ সালে।হুকুমের আসামি ছিল খালেদা।মামলায় কিছুই হয় নাই।অথবা মামলা ধামাচাপা পড়ে আছে।এই কোরান আর ঐ কোরান একই কোরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.