নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ঢাকার রাস্তায় অসম্ভব ট্র্যাফিক জ্যাম। এই জ্যাম থেকে নিস্তার পাওয়ার একটা উপায় হচ্ছে রাস্তার উপর চাপ কমিয়ে ফেলা। স্কুল-কলেজ-ইউনিভার্সিটিগুলোকে যদি সকাল ৬টায় ক্লাস শুরু করতে বলা হোয়, তাতে জ্যামের সমাধান যেমন হবে, তেমনি, অনেক শিক্ষার্থীদের দেরীতে উঠার অভ্যাসটাও যাবে চলে। এটা কি সম্ভব? কেন নয়! আমাদের গ্রামের মক্তবগুলো তো সেই সময়ই শুরু হোয়! এক শিক্ষা ব্যাবস্থা নিয়ে যারা সোচ্চার, তাঁরা এই সময়ের ব্যাপারটা ভেবে দেখেন না কেন!
ছোটবেলায় গ্রামে বেড়াতে গেলে মক্তবে এক-দুইবার গিয়েছি। তখন, খুব অবাক হতাম! এতো তাড়াতাড়ি সবার স্কুল শুরু হোয়! পালা করে সব্বাই যখন একসাথে সুর করে আরবি পড়তাম, খুব মজা লাগতো। এখনো সেই সাত সকালে শেখা সূরাগুলো ভুলিনি!
ঢাকার জ্যাম দেখতে দেখতেই মনে হলো- এই সময়ে শিক্ষালয়গুলো শুরু হলে মন্দ হোয় না! কিছু দিন হয়তো সরকারকে 'তালেবান, তালেবান' বলে কুটচক্রীরা ক্ষেপাবে, কিন্তু, যখন এই সময়ের প্রভাব সমাজের সর্বক্ষেত্রে প্রতিফলিত হবে, তখন নিন্দুকদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে।
সরকার বাহাদুর একটু ভেবে দেখবেন কি, প্লিজ!
০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার ছোট ছেলেকে আরও স্বাবলম্বী হতে হবে। টঙ্গিতে একটা ফ্ল্যাট খুঁজে সেখানে থাকা শুরু করা উচিৎ।
ধন্যবাদ নিরন্তর।
২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১১
জটিল ভাই বলেছেন:
মক্তবের ছাত্র-ছাত্রীরা তোমরা তারাতারি মক্তবে চলে আসো।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মক্তবের ছাত্র-ছাত্রীরা সব সময় তাড়াতাড়িই চলে আসে। শীতের সকালও তাদের কাছে হার মানে।
ধন্যবাদ।
৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
অন্য কোনো ওয়ে নাই? ঢাকায় মক্তবের আবহ চালু করা সহজ হবে না।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা একটা ভালো উপায়।
ধন্যবাদ নিরন্তর।
৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: এমন হলে তো ভালোই মনে হয়। তবে গ্রামের সাথে শহরের পার্থক্য আছে। গ্রামে তাড়াতাড়িই সবাই ঘুমিয়ে যায়। শহরে এমনটা হয় না।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই পরিবর্তনটা আসতে একটু সময় নিবে। কিন্তু, প্রয়োগ করতে পারলে বেশ হবে! সমাজ অনেক উপকৃত হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: স্কুল খোলারই বা কি দরকার
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাই, স্কুলের উপর রাগ করে লাভ নাই! ঐখানে যেতেই হবে!
শুভেচ্ছা নিরন্তর।
৬| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: সকালে উঠতে গেলে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং গ্রামের মতো রাত নয়টার মধ্যেই শুয়ে পড়তে হবে। শহরের ছেলেরা তো টিভি দেখার কারণে বারোটার আগে ঘুমাতেই যায় না সকালে উঠবে কি করে?
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সকাল ৫টায় উঠতে হলে, সারা দিন কষ্ট করার পরে, এমনিতেই রাত নয়টায় ঘুমিয়ে যাবে পোলাপান। জীবনটা বেশ ভালো হবে তখন।
আশা করি ভালো আছেন, গুরু।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫১
সোবুজ বলেছেন: সকাল ছয়টায় একটু সমস্যা।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ডে-লাইটকে কাজে লাগানোর ব্যাবস্থা করতে হবে।
ধন্যবাদ।
৮| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৩
সোনাগাজী বলেছেন:
ঢাকার মায়েরা এত সকালে ঘুম থেকে উঠেন না।
৯| ০৯ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৪০
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের বাড়িতে যখন কম্পিউটার কেনা হয়, তখন আমি চরম আনন্দিত। কিন্তু দিনের বেলায় তেমন একটা সুযোগ পেতাম না কম্পিউটার ধরতে। বড় ভাই কাজ করতেন। এদিকে আমি রাতে ঘুমাতাম মানে বেঘোরে ঘুম। রাত ৯টার দিকে ঘুমিয়ে সকাল ৯টাতেও আমাকে ডেকে তোলা কষ্টকর হতো।
বড় ভাই হঠাৎ ঘোষণা দিলেন আমি চাইলেই কম্পিউটার রাত ৩টা থেকে ভোর ৬ট পর্যন্ত ৩ ঘন্টা চালাতে পারি। প্রথম দু একদিন একটু দেরীতে উঠেছি; কিন্তু এর পর থেকে রাত ৩টায় উঠতে খুব একটা কষ্ট হয় নি। বরং মাঝে মধ্যে বড় ভাই নিজেই বিপাকে পড়ে যেতন আমার সময় নিয়ে।
স্কুলের সময় পরিবর্তন করে যদি ৬টা করা হয়, আমাদের মায়েরা ঐ সময় ঘুম থেকে উঠবেন, বাবারা সন্তানকে স্কুলে ড্রপ করে অফিসে যাবেন, বাচ্চারাও কম্পিউটার-টিভি-মোবাইল ছেড়ে আগে আগে ঘুমিয়ে পড়বে এমনটা আশাকরাই যুক্তিসঙ্গত মনে করি।
কিন্তু মশায়, বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?
১০| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঢাকাতে হয়তো সম্ভবনা কিন্তু অসম্ভব বলে কিছু নেই চেষ্টা করলে তো সবই হয়।
১১| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৯
রানার ব্লগ বলেছেন: ছয়টায় ক্লাশ হলে ভোড় ৪ টায় ওঠা জরুরী এটা প্রাই অসম্ভব ব্যাপার ।
১২| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: এত ভোরে বাচ্চা ছেলেমেয়েরা উঠবে কি করে?
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
জুল ভার্ন বলেছেন: ছয়টায় স্কুল শুরু মানে- স্টুডেন্টদের দিন শুরু করতে হবে আরও এক থেকে দেড় ঘন্টা আগে! অনেক কিছু বিবেচনায় তাও কি সম্ভব
আমার ছোট ছেলের অফিস টংগী। ৯টা ৫টা অফিস। বাসা থেকে বের হয় ভোর ছয়টায়, অফিসে পৌঁছাতে ৯টা। বাসায় ফিরতে কখনো রাত নয়টা পেরিয়ে যায়। অফিস সময়ের চাইতে অফিসে আসা যাওয়ার বেশি সময় পথেই কেটে যায়!