নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আপনি হয়তো এমন একজন মানুষ যিনি চাকরী খুঁজতে খুঁজতে হয়রান। বি,বি,এ বা এম,বি,এ করার পরেও চাকরী খুঁজে পাচ্ছেন না। আপনি হয়তো ইমেইলের বডিতে কোন কিছু না লিখে শুধু সিভি রিজুমে পাঠিয়েছেন, ফলে, যাকে জব রেফার করার জন্যে ইমেইল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। আপনার হয়তো লিংকডইন একাউন্ট নেই, ফলে চাকরীর অনেক অফার পাওয়ার সম্ভাবনা আপনার কমে যাচ্ছে।
আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন, আর আপনার যদি ব্যবসা করার পুঁজি না থাকে, তাহলে, আপনার জন্যে আমি তিনটি চাকরী অফার করতে পারি। তবে, সে জন্যে আপনাকে তিনটি মাস আমার কাছে বিনা মূল্যে ট্রেনিং নিতে হবে। তবে, শর্ত হচ্ছে, চাকরী পেলে, আমাকে ১ বছর সময়ের মাঝে ট্রেনিং-এর ফিস পরিশোধ করতে হবে। আর, আপনাকে অবশ্যই একজন ব্লগার হতে হবে।
১) ম্যানুয়েল সফটওয়্যার টেস্টারঃ (৩-জন )
পৃথিবীতে যেসব সফটওয়্যার তৈরী হয়, সেগুলো ঠিক মতো কাজ করছে কি না, তা চেক করে দেখার জন্যে সফটওয়্যার টেস্টার নিয়োগ দেওয়া হয়। যারা এই কাজ ম্যানুয়েলি করেন, তাদের বেতন ৪০,০০০ - ১,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। কাজটা খুবই সোজা। যে কোন বিষয়ের উপর পড়া মানুষই এই কাজটি করতে পারেন।
২) ইউজার ইন্টারফেস ডিজাইনারঃ (৩-জন )
সফটওয়্যার ডিজাইনিং-এর কাজ শিখতে হবে আপনাকে। আপনাকে কাস্টমারের 'পেইন পয়েন্ট' খুঁজে বের করে তা সমাধান করতে হবে। একজন ভালো ইউজার ইন্টারফেস ডিজাইনার হতে আপনাকে ৩ মাস ধৈর্য ধরে কাজ শিখতে হবে। এরপরে, ভালো করলে আপনার বেতন মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত এয় করতে পারবেন।
৩) কন্টেন্ট রাইটারঃ (৩-জন )
এই জবটি আপনি এখনই করতে পারেন। আমার হাতে কাজ আছে। সপ্তাহে ১০-২০ ঘণ্টা কাজ করে ৩০,০০০ - ৪০,০০০ টাকা আয় করতে পারবেন। তবে, এর জন্যে আপনাকে ভালো ইংরেজী লিখতে জানতে হবে। ইংরেজি জানা না থাকলে অসুবিধা নেই। আমি আপনাকে ট্রেনিং দিয়ে ইংরেজি শিখাবো।
আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করুন নিচে কমেন্ট করে।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তিনি আগ্রহী কি?
ধন্যবাদ নিরন্তর।
২| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৭
নূর আলম হিরণ বলেছেন: আমাদের ব্যবসায়ীদের জন্য কোনো ট্রেনিং আছে?
২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক এই মূহুর্তে তেমন কোন উদ্যোগ নিচ্ছি না।
অনেক মানুষের চাকরী দরকার। তাই, সেটার জন্যে প্রস্তুত করার চেষ্টা করছি।
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
৩ নং কাজের জন্য হাত তুলেছি।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
'best elliptical bike'-এই সাবজেক্টের উপর ৫০০-৭০০ শব্দের একটি আর্টিকেল লিখে আমাকে পাঠাতে পারবেন? এটা একটি টেস্ট। আমার ইমেইল আইডি- [email protected]
কাজ বা ট্রেনিং পেতে হলে, আমাকে বিশ্বাস করে, নিজের আসল জিমেইল একাউন্ট থেকে পাঠাবেন, প্লিজ।
ধন্যবাদ নিরন্তর।
৪| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:১৯
অধীতি বলেছেন: ভবিষ্যতের জন্য মন্তব্য করলাম। কন্টেন্ট রাইটিং এ আগ্রহী আছি। একটু সময় দরকার। ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব ভালো। ধন্যবাদ।
৫| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৪
সোনাগাজী বলেছেন:
রূপকের খুব একটা চয়েস নেই, আপনি দেখায়ে দিলে পারতে পারে; ইংরেজী জানেন, মনে হয়।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাহলে তো খুব ভালো।
৩-নং কমেন্টের প্রতিউত্তরে আমি একটি টেস্ট দিয়েছি। সেটা করে পাঠালে আমি বুঝতে পারবো তাঁর কি রকম ট্রেনিং দরকার।
ধন্যবাদ নিরন্তর।
৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
জি পাঠাচ্ছি,দেখি টেস্টে কি করি।
অনেক ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বুকের সাহসটাই আসলে দরকার। বাকিটুকু এমনি থেকেই চলে আসবে।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: মেয়েরা কি করতে পারবে? যার কথা বলছি সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তিনি কি সামুর ব্লগার, মোহাম্মদ গোফরান ভাই?
হলে, পারবেন।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: না সামুর সাথে তার কোন সম্পর্ক নাই।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই জব বা ট্রেনিংগুলো সামুর ব্লগারদের জন্যে তৈরী করা। দুঃখিত, ভাই।
ভালো থাকুন নিরন্তর।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তবে, মেয়েটি যদি সামুতে লিখে প্রথম পাতায় চান্স পাওয়ার পরে আমার কাছে রিজুমে পাঠান, আমি অবশ্যই একটা ট্রেনিং বা জবের ব্যবস্থা করবো।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
১০| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
ম্যানুয়াল সফটওয়্যার টেস্টার "কাজটি খুব সোজা ;যে কেউ করতে পারবে
কীভাবে কাজ করে?
১১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:১০
রাজীব নুর বলেছেন: সামু ব্লগারদের জন্য এত টান দেখাচ্ছেন কেন? নাকি আপনি একজন হৃদয়বান মানুষ সাজতে চাচ্ছেন?
১২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:৪৯
জি এইস মেহেদী বলেছেন: সুন্দর পোস্ট মাশাল্লাহ,, যদি মনে হয় এই ছেলেটা পারবে -- ইমেইল -- [email protected]
৩ নাম্বার আর্টিকেল রাইটিং
১৩| ২৯ শে মার্চ, ২০২২ ভোর ৪:০৭
গরল বলেছেন: SEO এর জোব টাও কিন্তু মোটামুটি সহজ, যে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজনই করতে পারে। SEO রাও বেশ ভালোই বেতন পায়। সামু ব্লগের জন্যও একজন অবৈতনিক SEO দরকার।
১৪| ২৯ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩৪
নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো উদ্যোগ কিছু মানুষের উপকার হবে।
১৫| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৮
মোস্তফা সোহেল বলেছেন: রাজীন নুরের কি সব স্থানে ঘার ত্যাড়া মার্কা কমেন্ট না করলে হয়না!
আজব ক্যারেক্টার।ব্লগের পরিবেশ নষ্ট করা ছাড়া উনি আর কি করছেন সামুর জন্য?
১৬| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:০২
নয়ন বিন বাহার বলেছেন: ১ নং কাজটা পার্টটাইম করা যাবে? ভাই।
১৭| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৯
তারেক ফাহিম বলেছেন: অলসদের জন্য কোন কাজ আছে?
১৮| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১১
হাসান রাজু বলেছেন: কন্টেন্ট রাইটার হইবার চাই।
১৯| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ ভালো উদ্যেগ
২০| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১০
শামছুল ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ।
২১| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫
Subdeb ghosh বলেছেন: ৩ নং কাজটা শিখানো যাবে? ভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৯
সোনাগাজী বলেছেন:
৩ নং কাজটা রূপক হয়তো করতে পারবেন, উনার পোষ্টে একটা কেমন্ট করেন, ধন্যবাদ।