নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'অজ্ঞেয়বাদী\' শব্দটির অর্থ কি?

১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:০৮



আমার শালীর বিয়ের প্রস্তাব এসেছে। পাত্র বিরাট পড়ালেখা জানা মানুষ। একটি সংবাদপত্রের সাংবাদিক। বেশ রসিক। ছেলেটির সাথে কথা বলার পরে আমারও বেশ ভালো লেগেছে। আমার আম্মুরও ভালো লাগলো। কিন্তু, বিধি বাম। ছেলেটি বেশ মোটা। এর আগে, আমার মামাতো বোন আর ফুফুতো বোন বিয়ের প্রস্তাব চট করে নট করে দিলো। যদিও, আমার বোনদের কোনক্রমেই ঐশ্বরিয়া বলা যাবে না। তবুও তাদের এমন সিদ্ধান্ত! কি আর করা!

আমার আম্মু আর ছোট ভাইয়ের বৌ এই দুটি প্রস্তাবে মুখ্য ভূমিকা পালন করেন। এবারে, তাঁদের সিদ্ধান্ত, আমার শালীর জন্যে ছেলেটার ভাগ্যকে একবার ট্রাই করবেন।

কথা-বার্তা ভালোই এগুচ্ছে। কিন্তু, গোল বেঁধেছে, ছেলেটা ফেসবুকে নিজের পরিচয় হিসেবে- 'অজ্ঞেয়বাদী' লিখেছে। আমার শালা বাবুরা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও, এই 'অজ্ঞেয়বাদী' শব্দটিকে 'নাস্তিকতা'-এর বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

আমার একমাত্র বৌ আমাকে আজ জিজ্ঞাসা করেছেন, অজ্ঞেয়বাদী কথাটার অর্থ কি। আমি বলতে পারিনি। আপনারা কেউ একটু সাহায্য করলে, শালীর ভাইদের কাছে আমার মুখ রক্ষা হতো। একটু সাহায্য করবেন কি, প্লিজ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৭

সোবুজ বলেছেন: সৃষ্টিকর্তা আছে আমি মানি কিন্তু আমার কাছে কোন প্রমান নাই।এই মতে যে বিশ্বাসী সেই অজ্ঞেয়বাদী।
সৃষ্টিকর্তা আছে আমি বিশ্বাস করি এবং আমার কাছে প্রমান আছে সে জ্ঞেয়বাদী।

১৪ ই মার্চ, ২০২২ রাত ১১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি ঠিক বুঝতে পারছি না। এটা কি 'নাস্তিকতা' শব্দের সমার্থক কোন শব্দ?

ধ্ন্যব্দা নিরন্তর।

২| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১১:২০

সোবুজ বলেছেন: না,নাস্তিকতা অন্য বিষয়।যে প্রমানের অভাবে সৃষ্টকর্তায় বিশ্বাস করে না।অজ্ঞেয়বাদী সৃষ্টকর্তায় বিশ্বাস করে কিন্তু নাস্তিক প্রমানের অভাবে সৃষ্টি কর্তায় বিশ্বাস করে না।অজ্ঞেয়বাদী সৃষ্টিকর্তায় বিশ্বাসী কিন্তু সে স্বীকার করে তার কাছে সৃষ্টিকর্তার কোন প্রমান নাই।একই কথা বার বার বলছি।

১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পুরাই বেড়া-ছেড়া লেগে যাচ্ছে।

আবারো ধন্যবাদ।

৩| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: অজ্ঞেয়বাদী শন্দটির অর্থ মাঝামাঝি। আস্তিকও না নাস্তিকও না।

Focus on signal over noise.
Follow your heart.

১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নতুন শব্দ। তাই, একটু ধান্ধায় আছি।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:০৫

বিটপি বলেছেন: মোট কথা সে মুসলিম নয় - ঈমানদার নয়। সে একজন কাফির। তাই আপনার শালী মুসলিম হলে তার সাথে বিয়ে ইসলামী রীতি অনুযায়ী দেয়া যাবেনা। আপনার শালীকে আগে অজ্ঞেয়বাদী হতে হবে, তারপর কোর্টে গিয়ে বিয়ে দিতে পারেন। এছাড়া লিভ টুগেদার কনসেপ্টে স্বামী স্ত্রীর মত বসবাস করাতে পারেন।

১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কাফিত বলা যাবে কি!!!

ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০২২ ভোর ৬:২২

অগ্নিবেশ বলেছেন: শালীর জন্য হুজুর টুজুর খোজেন গিয়ে। পুরো ফ্যামিলির জন্য বেহস্তের টিকিট কনফার্ম করেন। কি সব লবা লছা খোজেন?

১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কমেন্টে অট্টহাসির ইমো কিভাবে দেয় ভুলে গিয়েছি!!!

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.