নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাদা ইহুদি ছিলেন। সোভিয়েত রাশিয়ার হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। জেলেনস্কির দাদার ভাইয়েরা সেই ২য় বিশ্বযুদ্ধে মারা যান। জেলেনস্কি তার দাদার ফ্যান। হতে পারে, দাদার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতেই ইউক্রেনকে বলি দিচ্ছেন তিনি!
ইউক্রেন ন্যাটোতে গেলে রাশিয়া ক্ষেপবে, জানা কথা। তারপরও এতো আগ্রহী কেন ছিলেন জেলেনস্কি! ইউরোপীয়দের ইহুদি বিতারন আর নিধনের প্রতিশোধ নেওয়ার নীল নক্সা ইসরায়েলের সাথে মিলে একেছিলেন কি তিনি? হতে পারে!
ন্যাটো যুদ্ধে জড়ালে ইউরোপের দেশগুলোর অবস্থা টাইট। না জড়ালেও অর্থনৈতিক অবস্থা ভেঙে চৌচির হয়ে যাবে। ফলাফল, আরবের কোন একটা দেশে হামলা, অথবা আফগানিস্তানে নতুন করে শুরু করা।
মাঝখানে, ইসরায়েলের বগল বাজানো। বড়ই ধূর্ত এই জেলেনস্কি নামের মানুষটি! এমনে কি তার নামে ইসরায়েলে মিছিল হয়!
১৩ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখনকার জার্মানী আর আগের জার্মানী এক নয়।
ধন্যবাদ নিরন্তর।
২| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৪
হাবিব বলেছেন: জটিল সমীকরণ, এভাবেও ভাবা যায়! বেশ অবাক হচ্ছি
৩| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ৯:০৫
নূর আলম হিরণ বলেছেন: কাল্পনিক অনুমান! রাশিয়ার আশেপাশের প্রায় সব দেশই ন্যাটোতে চলে গিয়েছে। রাশিয়া রাগও করেছে কিন্তু হামলা করেনি সেভাবে। জেলেনস্কিও ভাবছে পুতিন একটু রাগ টাগ করবে দুই চারটা ধমক দিবে কিন্তু পুতিন চলে গিয়েছে ডাইরেক্ট একশনে। এখানে দাদার ফ্যান ম্যানের কোনো কাহিনী থাকার কথা না।
৪| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৩
আমি ব্লগার হইছি! বলেছেন: মানুষের কল্পনাশক্তি অসাধারণ!
৫| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবস্থা দেখে মনে হচ্ছে জেলেনস্কি ইজরাইলের হয়ে কাজ করছে তাতে ইউক্রেনের ১২টা বাজলেও কোন আপত্তি নাই।
৬| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫১
শাহ আজিজ বলেছেন: গোলা আর রকেটের মুখেও দেশ ছাড়েননি জেলেনেস্কি । আপনার কল্পনা প্রসুত গল্প আমরা গিলছি না ।
৭| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩১
বংগল কক বলেছেন: জোকার জেলিনেস্কি
ইজরাইলের কথা শুইনা গাছে উঠছে আর আমেরিকা মই নিয়া গেছে, রাশিয়া গাছ সহ জেলি-নেস্কিরে উপড়ায়া নদীর পানিতে চুবানি দিতেছে।
৮| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: পুতিন সৈন্য পাঠিয়ে ইউক্রেরনের প্রসিডেন্ট কে গ্রেফতার করুক। যুদ্ধের অবসান হোক।
৯| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৫০
ঋণাত্মক শূণ্য বলেছেন: পূর্ব পুরুষের হত্যার প্রতিশোধ নেওয়ার ইতিহাস বহুত পুরাতন। আগেও ঘটেছে এমন; ভবিষ্যতেও ঘটবে হয়ত।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ৭:০০
সোনাগাজী বলেছেন:
জেলেনস্কির পক্ষে সবচেয়ে বড় মিছিল হয়েছে জার্মানীতে, ইহা কিভাবে ব্যাখ্যা করবেন?