নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একবার কোন এক রাজপুত্রের সাথে এক দরবেশের দেখা হলো। রাজপুত্র দরবেশের কাছে উপদেশ চাইলে, তিনি বললেন- 'সর্বদা চুপ করে থাকবে।' প্রাসাদে ফিরে রাজপুত্র সবার সাথে কথা বন্ধ করে দিলেন। সবাই ভাবলো রাজপুত্র বুঝি পাগল হয়ে গেছে। তাঁর এই অবস্থা দেখে বাবা, সেই রাজ্যের রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র পুত্রের এমন অবস্থা হলে তো বড় চিন্তার কথা।
রাজার উজির-নাজিররা পরামর্শ দিলেন যে রাজপুত্রকে যদি পাখী শিকারে নিয়ে যাওয়া হয়, তাহলে তিনি হয়তো কথা বলতে বাধ্য হবেন। রাজা শিকারের আয়োজন করতে বললেন। যথা দিনে সবাই শিকারে রওনা হলেন।
গাছের নিচে ঘাপটি মেরে পাখী খুঁজতে খুঁজতে চলছে রাজার বাহিনী। তাঁদের পায়ের আওয়াজে পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখীগুলো হঠাৎ কিচির-মিচির শব্দ করে উড়ে যেতেই রাজার সৈন্যরা ধনুকে তীর লাগিয়ে ছুড়তে থাকে। তীর খেয়ে অনেক পাখী ধরাশায়ী হয়।
তা দেখে এতক্ষণ সবকিছু পর্যবেক্ষণ করতে থাকা রাজপুত্র বলে উঠলেন- 'যতক্ষণ পাখীগুলো চুপটি করে ছিলো, তারা নিরাপদে ছিলো। মুখ খুলতেই দেখো তারা কেমন নিজের বিপদ ডেকে এনেছে।'
এবারে সবাই বুঝলো যে আসলে রাজপুত্র পাগল হয়ে যায়নি, তাঁকে কেউ বুঝিয়েছে চুপ করে থাকাই শ্রেয়। কথাটা রাজার কানে যেতেই তিনি বললেন যে করেই হোক পুত্রকে কথা বলাতে হবে।
সবাই মিলে এবারে রাজপুত্রকে পিটাতে লাগলো। অনেকক্ষণ ধরে মার খেয়ে রাজপুত্র নিজেকে নিজেই বললেন- 'হে মন, বনে মাত্র একবার কথা বলেছিলে বলে আজ তোমার এই অবস্থা। তুমি যদি বেশি কথা বলতে না জানি তোমার অবস্থা কি হতো!'
=========
কোথায় যেন গল্পটি শুনেছিলাম, আজ চালিয়ে দিলাম
================================
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৭
নাহল তরকারি বলেছেন: এই চুপ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: গল্পটা যেমনই হোক, গল্পের শিরোনামটা সত্য ও যথার্থ।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আগে শিখে ছিলাম
বোবাদের শত্রু নাই।
যে দিন দেখলাম রাস্তার
পাশের বোবা মেয়েটি মা
হয়েছে সেই দিন ভুল ভাঙলো!
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৫
ফারহানা শারমিন বলেছেন: শিরোনামের সাথে একমত।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৮
সোনাগাজী বলেছেন:
পুলিশের জেরার সময় আপনি চুপ করে থাকবেন!
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:০৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি মাঝে মধ্যেই চুপ হয়ে যাই। ব্লগে ক্যাচাল বাড়লে চুপ করে থাকি। এইতো, কিছুদিন আগেই লিখেছিলাম, ডরে কমেন্ট করতেছি না!
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৩৩
গরল বলেছেন: বাংলায় একটা প্রবাদ আছে না, বোবার কোন শত্রু নাই।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: চুপ থাকি। বহু দিন ধরে চুপ করেই আছি।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০০
সাসুম বলেছেন: আপনার লাস্ট পোস্টের কমেন্ট খোলেন , কমেন্ট করতে দেন। কমেন্ট বন্ধ করবেন কেন যেহেতু এটা কন্টিনিউ আলোচনার পোস্ট? তার মানে তো আপনি চান না আপনার মতের বাইরে কেউ কথা বলুক। তাদের গলা টীপে ধরতে চান
তাইলে আপনার আর সূন্নি চাপাতি হাতের হুজুর দের তফাত কই?? তারাও ভিন্ন মত সইতে পারেনা, আপ্নেও পারেন না! আলোচনার পোস্টে কমেন্ট বন্ধ করবেন না।
ব্লগে কোন রেফারেন্স দিলে সেটা লিংক দিয়ে দিতে হয়। আপনার সব রেফারেন্স এর লিংক যোগ করেন পোস্টে। নাইলে উলটা পালটা কি মনের মত হাদিস বানাইছেন আমরা কেম্নে বুঝুম?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কমেন্ট অংশ খুলে দিয়েছি।
তবে, বইগুলো ধরে ধরে ফোটো তুলে পাঠাতে পারবো না।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: চুপ থাকতে পারা একটা যোগ্যতা। সবাই পারেনা।