নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যেভাবে চাকরী খুঁজলে, চাকরীদাতারাই আপনাকে খুঁজে বের করবে

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭



যারা চাকুরী খুঁজেন, তারা প্রায়ই অভিযোগ করেন যে, চাকরী পাই না। অথচ, তারা জানেন না চাকরীদাতারই তাদের খুঁজে বেড়াচ্ছেন! কিভাবে?......আসলে, এই ধরণের চাকরীপ্রার্থীরা যে ভুল করেন তা হচ্ছে, তারা দেশের বাজারকেই একমাত্র চাকরী খোঁজার ক্ষেত্র হিসেবে বেছে নেন। অথচ, বাইরের দেশগুলোতে চাকরীর অনেক সুযোগ রয়েছে! তাদের জন্যে আমার উপদেশ - 'বি ইন্টার্নেশনাল'।

আপনি যদি ইনডিড, রীড, বাইত ডট কম-এর মতো ওয়েবসাইটগুলোতে নিজের একটি প্রোফাইল খুলে সেখান থেকে চাকরীতে এপ্লাই করতে পারেন, তাহলে, অনেক ভালো ফল আসে! একবার চেষ্টা করে দেখুন না!

আরেকটি বড় চাকরীর সুযোগ তৈরী করে দেয় যদি আপনি এজেন্সীগুলোর সাথে যোগাযোগ রাখেন। তাদের কাছেও অনেক চাকরীর খবর থাকে। আপনি গুগল করলেই এমন অনেক চাকরী'র এজেন্সির খোজ পাবেন। আপনাকে শুধু তাঁদের সাথে কথা বলতে হবে। রিজুমেকে একটু আধুনিক ভাবে উপস্থাপন করতে হবে। তাহলেই, কেল্লা ফতে!

আশা করি, এইসব টিপস আপনাদের অনেক কাজে লাগবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:


সম্ভব, তবে ইংরেজীতে ইন্টারভিউ দিতে হতে পারে ১ থেকে ৪ ঘন্টা।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৭

নতুন বলেছেন: আমাদের দেশের মানুষ সব সময়ই বলে চাকুরী পান না।

আমি দুবাইতে ৫ তারা হোটেলের জন্য । নিজে প্রায় ১ বছর রেস্টুরেন্টের ওয়েটার খুজেছি, ১ জন বাংলাদেশী পেয়েছি যাকে আমি রিকোমান্ড করতে পারি কিন্তু সেও শেষ পযন্ত যেই প্রয়জনীয় কাগজ পত্র ঠিক করে জমা দেয় নি।

লাইভগার্ডের জন্য আমিরাতের বাংলাদেশী ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছি কিন্তু যোগ্য কোন বাংলাদেশী পাইনাই। বরং বাজে কথা শুনতে হয়েছে।

আমাদের দেশের মানুষ এখনো প্রফেসনাল হতে পারেনাই।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



@নতুন,

আপনি কি বাংলাদেশে অবস্হিত লোকদের থেকেও ইন্টারভিউ নিতে পারেন?

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৪

বিষন্ন পথিক বলেছেন: স্বপ্নে ভরা পোষ্ট
আগে নিজে 'ইন্টারন্যাশনাল' চাকুরী পান তারপর এইসব ধান চাল মানুষরে বোঝান
সব দেশের সোব কম্পানী লোকাল ওয়ার্কফোর্স প্রিফার করে

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০১

সাসুম বলেছেন: চাকুরি আছে অনেক, লোক নাই। দেশেও চাকুরির অভাব নাই। বিদেশে ও নাই ।

খালি লাগবে স্কিল আর কমিউনিকেশান দক্ষতা

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

নতুন বলেছেন: @সোনাগাজী বর্তমানে আরব আমিরাতে যারে আছে তাদের জন্য ভিসা দেয় সরকার। সরাসরি বাংলাদেশ থেকে এখনো ভিসা চালু হয় নাই। তাই খুবই কম কম্পানি বাংলাদেশে থেকে ক্রমী নেতে চেস্টা করে।

যদি আবর আমিরাতে ৫ তারা হোটেলে কাজের যোগ্যতা সম্র্পন কেউ থাকে তাকে সিভি দিতে বলুন।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: যাদের যোগ্যতা কম তাঁরা কি বেকার থাকবে?

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো পোস্ট। সবার সম্মানজনক কর্মসংস্থান এর ব্যাবস্থা হোক।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সহজ কথায় ভালো পথ বাতলে দিয়েছেন! কিন্তু আমি ভেবেছিলাম অনেক লম্বা একটি পোস্ট দেবেন, যেখানে থাকবে ভূমিকা, সারকথা, উপসংহার, টিপস ইত্যাদি। সহজে সহজ কথা বুঝতে আমরা অভ্যস্ত নই। বিষয়কে যত কম্লিকেটেড করবেন, বুঝি আর না বুঝি, আপনারটাই ভালো মনে হবে! কর্মসংস্থান বিষয়ে আমাদের মানসিকতা একদম গরিব। সহব্লগার নতুন-এর কথা একদম ঠিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.