নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সবারই বাৎসরিক একটি টার্গেট থাকে। আমার জীবনেও ২০২২ সালটিকে সাফল্যমণ্ডিত করতে নতুন কিছু করার সংকল্প করেছি। গত বছরে অনেক কিছুই করতে পারিনি, যা করবো বলে ঠিক করেছিলাম। যা করতে পারিনি সেগুলো হচ্ছে-
১) প্রতিদিন ১-জন করে দরিদ্র মানুষকে দুপুরের খাওয়া দেওয়া।
------করোনা শুরুর পরে কিছু দিন এই কাজ করেছিলাম। এরপরে, আমাদের লালমাটিয়া এলাকায় ভিক্ষুকের আনাগোনা প্রায় নাই বলেই চলে। আমাদের এলাকার 'মেহমানখানা' নামক একটি ফাউন্ডেশন নিয়মিত রিকশাওয়ালা ও পথচারীদের এক বেলা খাওয়ার ব্যাবস্থা করেন। তাঁদের 'উপদ্রবেই' আমার বাড়িমুখো হয়নি সমাজের অবহেলিত মানুষেরা, মনে হয়। এখন মনে হচ্ছে, অনেক কিছু মিস করেছি।
২) ওমরা করা।
------২০২১ সালের নভেম্বরে করার কথা ছিলো। সব ঠিকঠাক। টাকাপয়সা রেডি। কিন্তু, হঠাৎ করেই কি যে বাই চাপলো! একটা ফাউন্ডেশনে বেকারদের সাহায্যার্থে আর ডকুমেন্টারি বানাতে গিয়ে টাকা খরচ করে ফেললাম। খুব ভুল কাজ করেছি কি? এখনো শিওর না।
৩) বৌকে সাথে নিয়ে বিদেশের কোন একটি দেশে বেড়াতে যাওয়া।
------এটা করতে পারতাম। করোনার জন্যে যেতে পারিনি।
৪) পথশিশুদের জন্যে ভ্রাম্যমাণ একটি স্কুল প্রতিষ্ঠা করা।
একটি ট্রাক কিনে তাতে ভ্রাম্যমাণ একটি স্কুল স্থাপন করতে চেয়েছিলাম। এতো টাকা জোগাড় করে উঠতে পারিনি। তাই, সংকল্পটি ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে।
২০২২ সালের ডিসেম্বরের মাঝে আমি যা করতে চাই-
১) ২০২১ সালে যা করতে পারিনি, তা সবার আগে করা।
২) একটি জমি কেনা যেখানে একটি দরিদ্র পরিবারকে আবাসনের ব্যবস্থা করে দিবো, অথবা সেই জমি থেকে যে এয় আসবে তা দিয়ে একটি পরিবারকে আবাসনের ব্যাবস্থা করে দেওয়া।
৩) চলমান প্রজেক্টগুলোকে সাফল্যমণ্ডিত করা।
৪) রিকশাওয়ালা এবং ফকিরদের জন্যে একটি ভ্রাম্যমাণ টয়লেট বানানো।
এই বছরে, আমার হাতে বাড়তি ৭-৮ লক্ষ টাকা থাকবে। এগুলো দিয়ে আমি কি এতোগুলো টার্গেটে পৌঁছাতে পারবো? একটু হিসেব করে নিতে চাচ্ছি এখানে রেকর্ডে রাখার জন্যে-
১) প্রতিদিন ১-জন কে খাওয়ালে--< ২০০ টাকা x ৩৬৫ দিন = ৭৩০০০ টাকা
২) ওমরা করা --------------------< ১৭০০০০ টাকা
৩) বিদেশ ভ্রমণ (ভারত/মালদ্বীপ)-> ১০০০০০ টাকা
৪) স্কুল প্রতিষ্ঠা করা----------------< ৫০০০০০ টাকা
৫) বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের প্রজেক্ট --< ৩৬০০০ টাকা
৬) দরিদ্র একজন ছাত্রকে ল্যাপটপ দেওয়া--< ৪০০০০ টাকা
৭) ভ্রাম্যমাণ টয়লেট প্রজেক্ট ----------------< ১০০০০০ টাকা
৮) ডকুমেন্টারিটি বানানো (১টি) -----------< ১০০০০০ টাকা
--------------------------------------------------------------------------
২০২২ সালে সর্বমোট যা লাগবে -----------------= ১০,৬৯,০০০ টাকা
আমার মনে হচ্ছে, ২০২২ সালের টার্গেটে পৌঁছাতে আমার ২ লক্ষ ৬৯ হাজার টাকা ডেফিসিট থাকবে। বিদেশ ভ্রমণটা কি বাদ চলে যাবে? বুঝতে পারছি না। ওমরা করাটাও? বছরের একদম শেষে এই টার্গেট দু'টো পূরণ করতে হবে। নতুন একটি ব্যাবসার খোঁজ করতে হবে। তাহলেই, সব টার্গেট পূরণ হবে।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ভাই।
হ্যাপি নিউ ইয়ার।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
আমার দুপুরের খাওয়ারের ব্যবস্হা হয়ে গেছে দেখছি, ধন্যবাদ।
০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা! ওটা লিস্টের বাইরে! শুভানুধ্যায়ীদের আপ্যায়ন খরচ লিস্টে রাখিনি।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৭
বিটপি বলেছেন: ওমরা করাটা বাদ দেন। শুধু অপব্যয় হবে, কোন লাভ হবেনা। দরিদ্র মানুষ খাওয়াতে চাইলে শ্রমজীবিদের খাওয়াবেন - ভিক্ষুকদের না। ভিক্ষুকদেরকে কেবল অর্থ ছাড়া আর কোন রকম কোন সাহায্য দেবেন না, যদি না কেউ কাজ করতে চায়।
০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো বলেছেন। তাহলে, একেবারে হজ্জ করে ফেলার চেষ্টা করবো। তবে, এই বছরে হবে না।
ইয়াতিম-মিসকিনদের খাওয়ানো ভালো একটি কাজ বলে মনে করি।
শুভেচ্ছা।
৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৩
ইসিয়াক বলেছেন:
শুভ কামনা রইলো ভাই।
শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
হ্যাপি নিউ ইয়ার।
৫| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২২
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
নতুন বছরে আপনার মনোষ্কামনা যেন পূর্ণতা পায়!
তবে সহব্লগার বিটপি র মন্তব্যটা মেনে চলতে চেষ্টা করবেন।
নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। সহব্লগার বিটপী কিছু কথা ভালো বলেছেন।
হ্যাপি নিউ ইয়ার, ভাই।
৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১
রাজীব নুর বলেছেন: আপনার ৪ নং আইডিয়াটা দারুন।
এরকম কিছু একটা আমারও করতে ইচ্ছা করে।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি এই বছরেই শুরু করে দিতে চাই। বেলজিয়ামের একটি এন,জি,ও-এর কথা হয়েছে ইতিমধ্যে। তারা কারিকুলাম দিয়ে সাহায্য করবে।
হ্যাপি নিউ ইয়ার। শুভেচ্ছা নিরন্তর।
৭| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৯
সোবুজ বলেছেন: আপনার আশা পূর্ণ হোক।
০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ভাই।