নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমাদের লোভের বেড়াজালে চাপা পড়েছে মুক্তিযুদ্ধের বিজয়

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩



আমার অনেক টাকা চাই। অনেক! এই 'এতো' টাকা দিয়ে আমি করবো? জানি না। তবু, কমিশনের ব্যবসা ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। দেশের সম্ভাবনাময় উন্নয়ন পিছিয়ে যাক, দরিদ্ররা রাস্তায় ঘুমাক, অনাথ শিশুরা রেস্তোরার দরজায় দরজায় বেলুন আর ফুল বিক্রি করুক। ক্ষতি কি তাতে! আমি তাদেরকে রাস্তায় রেখেই দিব্যি গাড়ি দৌড়িয়ে নিজের প্রাসাদপম বাসায় ঢুকে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমাবো।

আসলে, এই দরিদ্রদের ব্যাপারে আমি কি আর করতে পারি! স্বয়ং রাষ্ট্র যেখানে কিছু করছে না, সেখানে আমার দেশের ৪২ শতাংশ দরিদ্রকে কিছু করা সম্ভব নয়। আমি তো ঈদের সময় যাকাতের কাপড় দিইই! ১৮৬ টাকা কিউবিক মিটারের সরকারী ড্রেজিং কন্ট্রাক্টে আমি আর আমার সহযোগীদের পকেটে ৬ শতাংশ কমিশন ঢুকে যায়। বেচারা ড্রেজিং ব্যবসায়ী লাভের আশায় ১ কোটি কিউবিক মিটারের কন্ট্রাক্টকে ভুজুং-ভাজং দিয়ে ১.৫ কোটি্র বিল বানিয়ে রাষ্ট্রের পাছায় কষে লাথি মারে। তাতে আমার কি! বালুর ব্যবসায়ী ১০ টাকা কিউবিক ফিটের কন্ট্রাক্ট নিয়ে ৮ টাকায় সাব-কন্ট্রাক্টে দিয়ে দেয়। কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্যে আমার পকেটে প্রত্যেক কিউবিক ফিটে ঢুকে ৫০ পয়সা। সাব-কন্ট্রাক্টর যদি ৮ টাকায় বালু সাপ্লাই দিতে পারে, তাহলে, মূল কন্ট্রাক্টর ১০ টাকায় সরকারী টেন্ডার পায় কি করে! আমার সেটা জানার প্রয়োজন নেই।

আমি যা জানি তা হচ্ছে, এভাবেই দেশটা চলছে। পাকিস্তান-ফাকিস্তানকে টেক্কা দেওয়ার মাঝেই আমাদের উন্নতির গতিধারা সীমাবদ্ধ। উন্নত দেশের কাতারে চলে যাওয়া দেশগুলোর সাথে কিভাবে টক্কর দিতে হয়, তা আমাদের না জানলেও চলবে! বঙ্গবন্ধুর সমতাভিত্তিক, শোষণ-বঞ্চনাহীন ও ন্যায়ভিত্তিক জীবনব্যবস্থা গড়ার স্বপ্ন আমার মনে আর দাগ কাটে না। জীবন এভাবেই চলছে, চলবে!


===================================
আজ প্রথম আলোতে প্রকাশিত বিশিষ্ট অর্থনীতিবীদ রেহমান সোবহানে্র একটি সাক্ষাৎকার দ্বারা অনুপ্রাণিত হয়ে পোস্টটি লিখেছি।
==============================================================================

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



রেহমান সোবহান থেকে আপনি কতটুকু কম বুঝেন?

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উনি অনেক জ্ঞানী মানুষ। আমি তাঁর জ্ঞানের কাছে কিছুই না।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫২

নাহল তরকারি বলেছেন: আপনাকে প্রধানমন্ত্রী হলে কিভাবে গরী্বদের বড়লোক বানাবেন?

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি আমার দেশের মানুষদের বড়লোক 'বানিয়ে' দেওয়ার চেয়ে কিভাবে একজন 'ভালো মানুষ' হতে হয় তা বুঝানোর ব্যবস্থা করবো। তাঁদের যোগ্যতা বাড়ানোর জন্যে উপযুক্ত ট্রেনিং দিবো।

তাহলে, তাঁরা আপনা থেকেই এক সময়ে বড়লোক হয়ে যাবে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কমিশনের টাকা পয়সা দিয়ে অন্য দেশে সংসার পেতে নিজের বংশধরদের ভালো মানুষ বানাবেন ।
এভাবেই এগিয়ে যাচ্ছে ...

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: কিভাবে ভালো মানুষ হওয়া যায়?
আমি কিভাবে ভালো মানুষ হতে পারি?

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখার শেষ প্যারাগ্রাফ বিশেষভাবে প্রণিধানযোগ্য। আমরা উন্নত হওয়া বলতে বুঝি পাকিস্তান আর ভারতের সাথে তুলনা করা। কত মন্থরগতিতে বৈষম্যমূলক এবং বঞ্চনামূলক ( সমাজের একটা বড় অংশকে বঞ্চিত করে) উন্নতি আমরা করছি সেটা আমরা বুঝতে চাই না।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার শেষের প্যারায়ই অনেক সত্য এক সাথে তুলে ধরেছেন - বেশ ভালোভাবেই !
মিথ্যাচারিতা ও হিপোক্রেসি আমাদের রন্দ্রে রন্দ্রেই। আমাদের অধিকাংশই দেশের এই সমস্যা ওই সমস্যা সমাধান চাই - কিন্তু সমাজে বঞ্চনা ও বৈষম্য দূরের বিষয়টা বেশ চাতুরতার সাথেই এড়িয়ে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.