নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন, ছড়ার রাজা শহিদুল ইসলাম প্রামানিক ভাই!

১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৪

আমার ছড়া লেখার জগতে আগমন প্রামানিক ভাইয়ের লেখা ছড়া পড়েই! তাই, তাঁর জন্মদিনে তাঁর লেখা 'আজব কানা' অবলম্বনে এই ছায়া-ছড়া- 'উড়ালপুরের রাজপুত্র'!


উড়ালপুরের রাজপুত্র,
দিনে স্বপন দেখে।
বলে না সে কোন কিছু,
মুখ বুজে যে শিখে!

সাপের চোখে পাতা দেখে,
হাতির দেখে পা।
ঘোড়ার ডিম দেখে বলে,
ওটা কিনতে ঝাপা।

ব্যাঙের ছাতাও হয় যে রঙ্গিন,
সেই পুত্রের চোখে।
কেঁচো'র আছে অনেক কিছু,
লুকিয়ে বলে মুখে।

মোবাইল ফোনের তারেও বুঝি
বহুত কিছু আছে!
ডুমুর গাছের ফুল দেখে সে,
লাফিয়ে উঠে গাছে।

উট পাখিকে তাড়িয়ে বেড়ায়,
দূর্বা ঘাসের ফুল।
কতো কিছু অজানা রে,
ফেলছে মাথার চুল।

কবি তাই ভাব দেখিয়ে,
ধ্যানে বসে ঘাসে।
মুনির সাথে পাঞ্জা লড়ে,
জ্ঞান সাগরে ভাসে।

অজানা যদি জানাই থাকে,
মজা তাতে কি সে!
জানার চেষ্টা বৃথা তাই,
বোধ সাগরে মিশে।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪০

ইসিয়াক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।

২| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের অফুরান শুভেচ্ছা প্রামাণিক ভাই।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

অব্যক্ত কাব্য বলেছেন: শুভ জন্মদির প্রিয় ছড়াকার।
নিরন্তর শুভ কামনা

৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ জন্মদিন প্রামাণিক ভাই।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমকে গেনু ঠিক,
ইচ্ছে ছিলো বুনবো ছড়া
গাঁথবো প্রামানিক!

তবুও খুশি
গাঁথলে তুমি খোদ;
ছড়ার যা ঋণ
কুচ তো হুয়া শোধ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন ও শুভেচ্ছা রলো ব্লগার প্রমানিকের জন্য।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

জ্যাকেল বলেছেন: ব্লগার প্রামানিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। উনাকে আজকাল কম দেখা যায়।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



@জ্যাকেল,
আপনি ৩ মাস ৪ দিন ব্লগিং করছেন, ব্লগার প্রামানিককেও চিনেন কিভাবে? ব্লগিং করতে হলে সৎ হতে হয়; আপনার সবগুলো মালটি নিক ব্যবহার করেন, সামু আপনি একাই চালাতে পারবেন।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০

ডঃ এম এ আলী বলেছেন:

ছড়াটি সুন্দর হয়েছে ।
প্রিয় কবি ও ছড়াকার প্রামানিক ভাই এর
জন্মদিনে শুভেচ্ছা রইল ।

আপনার প্রতিউ রইল শুভকামনা

১১| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা। আর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

১২| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা ।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০০

রানার ব্লগ বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা !!! তা কতো হলো !!!?? B-) ;)

১৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

জ্যাকেল বলেছেন: চাঁদগাজী বলেছেন:



@জ্যাকেল,
আপনি ৩ মাস ৪ দিন ব্লগিং করছেন, ব্লগার প্রামানিককেও চিনেন কিভাবে? ব্লগিং করতে হলে সৎ হতে হয়; আপনার সবগুলো মালটি নিক ব্যবহার করেন, সামু আপনি একাই চালাতে পারবেন।


আপনি যা বলেন তা পাগলে কি-না বলে আর ছাগলে কি-না খায় টাইপ হয়ে গেছে।

নিজেকে ঠিক করেন, আর কত?

শুনেন, আমার আগে যে কয়টি নিক আছে, প্র‍য়োজন ফুরিয়ে যাওয়াতে আর সেউগ্লা লগিন করি না। এইটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার স্যাপার। আপনি অন্যের পিছনে লাগেন কেন? স্ব চরকায় তেল দিতে ভাল্লাগেনানাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.