নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমাদের ডকুমেন্টারীর কাজে অনেক জায়গায় যেতে হয়েছে, অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। যেসব নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে তাঁদের মাঝে বাংলাদেশ ইতিহাস পরিষদের সদস্য, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ)-এর সন্তান জনাব সৈয়দ জয়নুল শামস সুইট-এর কথা বলতেই হয়।
.
সিলেটের হাউজিং এস্টেট এলাকায় সিপাহসালারের বংশধরদের একটি বাড়ি আছে। বোধকরি, সিলেট শহরের সবচেয়ে বড় এলাকা জুরে বাড়ি। সেখানেই আমাদের আপ্যায়ন করেন সৈয়দ সুইট ভাই।
.
আমি আর সুইট ভাই যখন আলোচনায় মশগুল, তখন আমাদের ডকুমেন্টারীর ডিরেক্টর মুজিবুর রহমান খান স্যার বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমাদের ডাক এলে, গিয়ে দেখি তিনি বাড়ি সংলগ্ন একটি পুকুরে পানির উপর ক্যামেরা বসিয়ে শুটিং করতে প্রস্তুত! আমাদের তাই পানিতে পা ডুবিয়ে বসে যেতে হলো পুকুর ঘাটে। শুরু হলো ইন্টার্ভিউ!
এরপরে সৈয়দ সুইট আমাদের কয়েক শত বছরের পুরোনো আকল কুয়া'র কাছে নিয়ে গেলেন। সিলেটিতে 'আকল' শব্দের অর্থ 'বুদ্ধি/জ্ঞান'। জনশ্রুতি আছে- এই কুয়ার পানি খেলে বুদ্ধি বাড়ে। আমরা সেখানে কিছু ছবি তুললাম। বুদ্ধি বাড়ানোর জন্যে পানি পান করলাম।
.
দারুণ চমকপ্রদ একটি দিন কেটেছে সেদিন।
২| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পানি পানের পর আকলের ভাটি উজান কিছু বুঝলেন?
৩| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
"আকেল কুয়ার" পানি ব্লগারদের দেয়ার দরকার আছে?
৪| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৬
কালো যাদুকর বলেছেন: প্রাচীন মানুষেরা মজার সব নাম রাখত ৷
৫| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন:
লোকটাকে বলবেন, পুকুরের কচুরীপানা পরিস্কার করতে।
৬| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: নতুন ভিডিও দেন চ্যানেলে। আমি দেখব।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আরেক জমজম।মনে হয় এই জন্যই মুসলমানদের জ্ঞান বুদ্ধি এতো বেশি।