নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমার প্রযোজনায় \'সিপাহসালার\' ডকুমেন্টারী\'র প্রথম গানটি রিলিজ হয়েছে (সামাজিক গণমাধ্যমে এই প্রথম!)

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:১৩



অবশেষে, ডকুমেন্টারী প্রকাশের আগেই গান রিলিজ করার সিদ্ধান্তটি গতকাল রাতে কার্যকর করা হয়েছে। হযরত শাহজালাল (রহঃ )-এর অন্যতম সহযোগী সিপাহসালার সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ ) জীবনীর উপর যে প্রামাণ্য চিত্রটি আমরা করতে যাচ্ছি, সেটার অংশ হচ্ছে মাজারে অবস্থিত পাগলদের গান। গানটি প্রকাশ করা অনেক কঠিন ছিলো আমাদের জন্যে। কারণ, খালি গলায় গান আগে রেকর্ড করা হইয়ে গিয়েছিলো। তারপরে, বাদ্য-বাজনা পরে এড করা হয়। তাই, মিউজিক ডিরেক্টরকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। এ যেন গাড়ির আগে ঘোড়া জোরার মতো!

খালি গলায় যখন গানগুলো রেকর্ড করা হয়, তখন তাতে বাদ্য-বাজনা জুড়ে দেওয়ার কোন চিন্তা ছিলো না। হবিগঞ্জ থেকে ফিরে আসার পরে, একদিন হঠাৎ করেই মনে হলো- এক্সপেরিমেন্ট করি। আর, সেই সূত্রেই, সঙ্গীত পরিচালক কে,জি,এম, রাহাতের সাথে পরিচয়। তিনিও বেশ কঠিন একটি কাজকে সহজ করে দিলেন। সাথে রয়েছে এডিটর আমানাত আজিজ খানের অসাধারণ পরিশ্রম!

এবারে গানের কথায় আসি। গানটি ভক্তিমূলক। শাহজালাল (রহঃ)-এর সফর-সঙ্গীদের নিয়ে এমন গান ইউটিউবে এই প্রথম রিলিজ হয়েছে। গানের মাঝে হবিগঞ্জের মুড়ারবন্দ এলাকার গুণ-কীর্তন করা হয়েছে। কারণ, এই ভূমিটি আল্লাহ'র শত ওলী-আউলিয়ার ভূমি। আর, এই ব্যাপারটিই বারে বারে গানের কথার মাঝে উঠে এসেছে।

আশা করি, গানটি সবার ভালো লাগবে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




সিপাহসালার সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ ) যিনি হযরত শাহজালাল (রহঃ )-এর অন্যতম সহযোগী ছিলেন তাঁর জীবনীর উপর ডকুমেন্টারী করার প্রচেষ্টার জন্যে আপনার প্রশংসা করতেই হয়।

যন্ত্র সহযোগ করা সেখানের গানটি শুনলুম। জানিনে, ডকুমেন্টারীতে এই গানটি কেমন আবেদন সৃষ্টি করবে তবে মনে হয় ডকুমেন্টারীটি যে সময়কে ধারণ করবে তাতে খালি গলার গানটিই মানান সই হতো হয়তো বেশী।

আপনার ডকুমেন্টারীর সাফল্য কামনা করছি।

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই।

জী, এটা ঠিক, ডকুমেন্টারীতে রিয়েল টাইম আর মানুষ দেখাতে হয়। তাই, গানের সাথে কোn কিছু না সংযোজন করেই তা ডকুমেন্টারীতে দেখানো হবে। এখন মিউজিক ভিডিও আকারে ছেড়েছি।

কেমন লাগলো জানাবেন, প্লিজ।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



ডকুমেন্টারীর বাজেট কত?

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একটি ডকুমেন্টারি বানাতে ১০০০ টাকা থেকে ১ কোটি টাকাও লাগতে পারে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শাহজালাল নিজেও একজন যোদ্ধা ছিলেন এবং তার সাথে আরো যোদ্ধা ছিল।কামেল দরবেশ ফরবেশ এসব বোগাস। মাজার করেছে কিছু টাউট লোক তাদের সার্থে।

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


হযরত শাহজালাল (রহঃ)-এড় হাতের তলোয়ার দেখে বুঝা যায় যে তিনি যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন। তবে, তা তাঁর করা লাগেনি।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪১

অধীতি বলেছেন: ধন্যবাদ, প্রশংসনীয় উদ্যোগ

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

প্রাণ খুলে প্রশংসার জন্যে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



দেশ স্বাধীন করার সময় সিলেটের মানুষের ভুমিকা ছিলো?

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি তো প্রত্যক্ষ যোদ্ধা। আপনিই বলুন ছিলো কি না!

ধন্যবাদ নিরন্তর।

৬| ০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: গুড জব।

০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হচ্ছে, আপনি ভুল ও অপ্রয়োজনীয় কিছুতে সময় ও অর্থ ব্যয় করছেন!

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সব সময়ই সব কিছু ঠিক হবে, তা কীভাবে হয়!

আমরা তো মানুষ! আমাদের তো ভুল হবেই!

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক প্রশংসনীয় উদ্যোগ |
আমার কিছু আত্মীয়র আবাস সুতাং সাহেব বাড়ির - তাদের কাছে শুনেছি যে: তারা সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার বংশধর।

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সুরাবই সাহেব বাড়িতে বর্তমানে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রঃ)-এর তলোয়ারটি আছে। বেশ নামকরা সাহেব বাড়ি।

ধন্যবাদ নিরন্তর।

৯| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @চাঁদগাজী:
স্বাধীনতার সময় লন্ডন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল অপরিসীম। ব্রিটিশ সরকার স্বভাবতই তার গুরু মার্কিনিদের পলিসিই অনুসরণ করছিলো, সুতরাং গণহত্যার বিরুদ্ধে তাদের তেমন সোচ্চার হতে দেখা যায় নাই। এই অবস্থায় ব্রিটিশ জনগণের মধ্যে জনমত গড়ে তোলার জন্য প্রবাসী বাংলাদেশীদের দেখা গেছে, প্রতিবাদে মুখর হতে, মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহায়তা প্রদানে।

লন্ডন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা

গণহত্যার বিরুদ্ধে সোচ্চার

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ।

চাঁদগাজী ভাই হয়তো জানেন না, হবিগঞ্জ জেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাবিবুর রহমান ও তাঁর বাহিনীর কথা!!!!

আমি আর সে প্রসঙ্গে গেলাম না। :)

ধন্যবাদ নিরন্তর।

১০| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার ইউটিউব চ্যানেল দেখলাম। সাবস্ক্রাইবার বাড়াতে হবে। মাত্র ৭২ জন দেখলাম।

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জী। আমরা এখনও মার্কেটিং শুরু করিনি। আগে কন্টেন্ট বিল্ড আপ করছি।

ধন্যবাদ নিরন্তর।

১১| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৭

জ্যাকেল বলেছেন: ভাল।

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.