নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
'স্যার, আমি পাগল। আমার একটা ইন্টারভু নিবাইন?' লোকটির দিকে তাকালাম। উস্কো-খুস্কো চুল, গায়ে সাদা গেঞ্জি। লুঙ্গি পড়া লোকটার সরল হাঁসি চোখে পড়ার মতো। পাগলকে যে পাগল বলে, সে নিজেই একজন পাগল। আমি তাই সাবধানে বললাম- 'আপনি পাগল এটা কে বললো?' আমার কথায় তাঁর সেই সুন্দর হাসিটি দিয়ে মানুষটা বললেন- 'মানুষ আমারে এই নামেই ডাকে। মাজারে থাকি। এইহানেই গত পঞ্চাশ বছর ধইরা আছি। পাগল না তো কি!' তাঁকে বললাম- 'চলেন কথা বলি।'
হযরত শাহজালাল (রহ)-এর অন্যতম সহযোগী সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ)-এর জীবনী'র উপর একটি ডকুমেন্টারী বানাতে গিয়ে হবিগঞ্জ জেলার মুড়ারবন্দ এলাকায় গিয়েছিলাম। এই সময়ে মাজারে থাকা পাগলদের সাথে কথা হয়। তাঁদের জীবন কিভাবে চলে, কোথা থেকেই বা তাঁরা এসেছেন, মাজারে কেন থাকেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে তাঁদের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় ছিলো না। কিন্তু, এই তথাকথিত পাগলেরা যখন নিজে থেকেই আমাদের ক্যামেরায় ধরা দিলেন, তখন আমাদের সৌভাগ্যবানই বলতে হয়। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টির দেখা মেলা!
মাজারে থাকা এই মানুষগুলোর সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি তাঁদের জীবনাচারণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই লোকগুলোর জীবন অবহেলিত ভাবেই চলে। দর্শণার্থীদের দেওয়া টাকাতেই তাঁদের জীবন চলে। কিসের কারণে তাঁরা এই মাজারে মাজারে ঘুরে বেড়ান, এমন প্রশ্নে আমাদের জানান- আল্লাহর ওলীদের টানেই তাঁদের এই থেকে যাওয়া।
এই তথাকথিত পাগলদের সাথে সাথে আমরা মাজারে অবস্থিত দর্শণীয় জিনিসগুলো আমাদের ক্যামেরা-বন্দী করেছি। আর, বাড়তি পাওনা হিসেবে ছিলো মাজার কর্তৃপক্ষের আতিথেয়তা। দারুণ কেটেছে সেই পাঁচ দিন।
০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ডকুমেন্টারীটি দেখতে চাওয়ার জন্যে ধন্যবাদ। আমরা এখন এডিটিং এর কাজ করছি।
গানগুলো আগে আসবে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকার, প্রশাসন ও সমাজ এসব মানুষদের স্বাভাবিক জীবন দিতে পারেনি; তাই, এরা মরা মানুষের নামে, মানুষের দয়ায় প্রানে বেঁচে আছে, এরা জীবনকে অনুভব করার সুযোগ পায়নি।
০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটাই হয়তো এই মানুষদের আনন্দ!
যারা এভাবে আনন্দ পেয়ে জীবন কাটাতে চায়, থাকতে দিন না তাঁদের মতো!
ধন্যবাদ নিরন্তর।
৩| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "এটাই হয়তো এই মানুষদের আনন্দ! যারা এভাবে আনন্দ পেয়ে জীবন কাটাতে চায়, থাকতে দিন না তাঁদের মতো! ধন্যবাদ নিরন্তর "
-৩য় বিশ্বের দুষ্ট প্রশাসনগুলো এসন মানুষই চান দেশে।
০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অল্পতেই সন্তুষ্ট যেসব মানুষ, তাঁরা দেশের সম্পদ।
দেশকে অন্তত এই ধরণের মানুষ বিপদে ফেলে না।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:২৫
অপ্সরা বলেছেন: এরা কি আর সত্যি পাগল?
এরা তো ভাবের পাগল।
০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমারও মনে হয়- তাঁরা ভাবের পাগল।
এনাদের জীবনটা বড়ই আজিব!
শুভেচ্ছা নিরন্তর।
৫| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: মাজার খুব অদ্ভুত জায়গা। মাজার মানুষকে পাগল করে দেয়। আমার নানী ব্যবসায়ী মানুষ ছিলেন। ইন্ডিয়াতে তার ব্যবসা ছিলো। শেষ বয়সের দিকে নানী মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। যেখানেই মাজারের সন্ধান পেতেন, যেতেন। নানী মাথার চুল আচড়াতে ভুলে গেলেন। চুলে জট ধরলো। মিরপুর মাজারে খিচুরী রান্না করে নিয়ে যেতেন দুই ডেক। ধীরে ধীরে নানী কেমন পাগল পাগল হয়ে গেলেন।
০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার নানীর প্রতি শ্রদ্ধা থাকলো।
মাজারের আকর্ষণ ক্ষমতা সত্যিই অদ্ভুত!!!
শুভেচ্ছা নিরন্তর।
৬| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
"এরা ভাবের মানুষ; মাজারের আকর্ষণ ক্ষমতা সত্যই অদ্ভুত", এসব কথা বলা সত্যই সঠিক নয়; আপনি লাখ লাখ টাকা আয় করে, বউ ও পরিবার নিয়ে ভালো আছেন, আর এদেরকে ভাবের মানুষ বলছেন, আপনারা সত্যই জাতির জন্য বোঝা ছাড়া আর কিছু নন।
০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একদম মিথ্যে বলেননি!!!
এই মানুষগুলোর সাথে আমার কথা হয়েছে। তাঁরা যদিও কোন অভিযোগ করেননি।
তবে, এই লোকগুলোর ভাত-কাপড়ের অভাব যে রয়েছে, সেটা বুঝতে পেরেছি।
আপনি কোন সাহায্য পাঠাতে পারবেন এই লোকগুলোর জন্যে? পাঠালে আমি পৌঁছে দিবো তাঁদের কাছে।
ধন্যবাদ নিরন্তর।
৭| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১:২২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ যখন সঠিক ভাবে ভাবতে পারে না তখন তারা অদ্ভুত কিছু ভাবে।লজিক্যাল চিন্তা কয়জন করতে পারে
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তা সত্যি বলেছেন। লজিক্যাল মানুষের সংখ্যা বেশি নয়।
ধন্যবাদ।
৮| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার নানীর প্রতি শ্রদ্ধা থাকলো।
মাজারের আকর্ষণ ক্ষমতা সত্যিই অদ্ভুত!!!
শুভেচ্ছা নিরন্তর।
এই পর থেকে আমি মাজার পছন্দ করি না।
বর্তমানে মাজার মানেই ব্যবসা আর ভন্ডামি।
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মাজারে ভালো-মন্দ সব কিছুই হয়।
ধন্যবাদ নিরন্তর।
৯| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনার সবই আছে, ঐ লোকগুলোর কিছুই নেই; আপনি বলছেন যে, ওরা ভাবের মাঝে আছে; এগুলো ভালো কথা নয়।
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনারও তো সব আছে।
দিন না কিছু তাঁদের জন্যে বিলিয়ে। আমি তো বলেছিই- তাঁদের কাছে পৌঁছে দিবো।
ধন্যবাদ নিরন্তর।
১০| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭
গফুর মিয়া১৯১ বলেছেন: ডকুমেন্টারি দেখার আশায় আছি...........
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব শীঘ্রই মুক্তি পাবে। আমরা এখন গানগুলো নিয়ে কাজ করছি।
ধন্যবাদ নিরন্তর।
১১| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:২১
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ডকুমেন্টারি দেখার ইচ্ছে রইল।
শুভ কামনা।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখন গানের এডিটিঙের কাজ চলছে। জানুয়ারিতে ডকুমেন্টারী মুক্তি পাবে।
ধন্যবাদ নিরন্তর।
১২| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
ডকুমেন্টারী কি নিজ পয়সায় করছেন?
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী। আমার নিজের টাকায়।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৫০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: জানলাম, বাকিটুকু ডকুমেন্টারিতে দেখার ইচ্ছে রইল।
শুভেচ্ছা।