নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কোট্টাক্কু চার্চ: ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো চার্চ

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২১



হযরত ঈসা (আ) বা যিশু খ্রিস্টের ১২-জন সাহাবী'র মাঝে একজন ছিলেন থোমাস। ভারতের মালাবার উপকূল জুরে তাঁর বানানো সাড়ে ৭টি চার্চের মাঝে সবচেয়ে পুরনো হচ্ছে কোট্টাক্কু চার্চ। ইতিহাসে আছে- থোমাস খ্রিস্টাব্দ ৫২ সালে কেরালার ত্রিশুর জেলার কোডুঙ্গাল্লুর শহরে পৌঁছান। এরপরে তিনি এলাকা জুড়ে এজারপল্লিকাল বা সাড়ে ৭টি চার্চ বানিয়ে হযরত ঈসা (আ)-এর বাণী প্রচার করতে থাকেন।

বলা হয়ে থাকে, হযরত থোমাসকে ৩ জুলাই ৭২ খ্রিস্টাব্দে চেন্নাইয়ের সেন্ট থমাস মাউন্টে হত্যা করা হয়েছিল এবং তার লাশ ময়লাপুরে দাফন করা হয়। ঐতিহাসিক হান্টার তাঁর The Indian empire : its peoples, history, and products বইতে উল্লেখ করেছেন যে- এরপরে অনেক দিন পর্যন্ত একজন মুসলমান তাঁর মাযারে আলো প্রজ্বলিত করে রেখেছিলেন।



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

জুন বলেছেন: এই টুকুই লিখলেন !! ওনার ব্যাপারে জানার আগ্রহ রইলো সত্যপথিক

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জুন আপু, তাঁর সম্পর্কে আরও লেখার ইচ্ছা ছিলো। কিন্তু, সাবজেক্টের বাইরে চলে যায়, তাই, লিখতে পারলাম না।

থোমাস-কে 'ডাউটিং থোমাস' হিসেবে ডাকা হয়। কারণ, তিনি হযরত ঈসা (আ)-এর পুনরায় জীবিত হবার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে, যখন নবী ঈসা আবারো উপস্থিত হোন, তখন তাঁর ভুল ভাঙ্গে এবং থোমাস নিজের ভুল স্বীকার করেন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৭

জুন বলেছেন: সাবজেক্টটি তো অনেক ইন্টারেস্টিং । আপনিতো বিস্তারিত লিখতেই পারতেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক আছে, জুন আপু। আমি অন্য কোন পোস্টে তাঁর সম্পর্কে বিস্তারিত লিখবো।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৩

কামাল১৮ বলেছেন: ঈসা ভারতে এসেছেন দুই বার।প্রথমে ছোট বেলায় পরে মৃত্যু পর্যন্ত।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তথ্যের জন্যে ধন্যবাদ।

শুভেচ্ছা।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর একটি তথ্য জানলাম। ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।

৫| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ভাইজান, আসসালামু আলাইকুম।
গত এক সপ্তাহ ধরে আপনাকে খুজছি। পাচ্ছি না। আমাকে ফেসবুকে নক করুন। প্লীজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.