নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আশাই জীবন। মা-বাবা আশা রাখেন সন্তান একদিন মানুষ হবে, শিক্ষক আশা রাখেন একদিন প্রচন্ড ভিড়ের মধ্যেও তাঁকে অনেকদিন পর কাছে পেয়ে কোন ছাত্র-ছাত্রী তাঁর পা জড়িয়ে ধরে কদমবুসি করবে, পারার নেতা আশা রাখেন একদিন তিনি সংসদ সদস্য হবেন, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি আরেকবার দেশকে নেতৃত্ব দিবেন।
ঠিক এভাবে, একজন ভিক্ষুক বা টোকাই-এরও আশা আছে। কেউ তাদের সাহায্যে এগিয়ে আসবে অথবা ডাস্টবিনে কোন একদিন গুপ্তধন পেয়ে যাবে, এই হয়তো তাদের আশা। এই আশা কি আরো একটু বাড়িয়ে নেওয়া যায়? শুধুই জীবিকার অন্বেষণে তাদের রত না রেখে, তাদের আশার পরিধি আরো বিস্তৃত করা যায় কি? গেলে, সেটা কিভাবে?
হয়তো এখন থেকে মা-বাবা আশা রাখবেন তাঁদের ছেলে এস্ট্রোনট হবে, শিক্ষক অবাক হয়ে দেখবেন তাঁর কোন ছাত্র মহাকাশের কোন যান থেকে তাঁকে চিঠি লিখেছে, পাড়ার নেতা এলিয়েনদের সাথে কিভাবে কথোপকথন করে জ্ঞান বাড়ানো যায় তা নিয়ে ভাবিত হবেন, প্রধানমন্ত্রী আরেকটি গ্রহে বসতি করে সেখানকার প্রধানমন্ত্রী হবার স্বপন দেখবেন।
এভাবে, ভিক্ষুক বা টোকাই রাস্তায় ঘুমাবার আগে আকাশের তারা গুনতে গুনতে ভাবতে থাকবে, ঐ আকাশ থেকে ঠিকই একদিন কেউ নেমে এসে তাদের সকল সমস্যা মিটিয়ে দিবে। তাদের হয়তো তখন আর ভিক্ষা করতে হবে না। আকাশে চাঁদ নামক বস্তুটিকে তখন শুধু রুটি বলে মনে হবে না, ভাবিষ্যতের একটু মাথা গোঁজার ঠাই হিসেবেও গন্য হতে থাকবে।
পথশিশুদের জন্যে একটি ভ্রাম্যমান স্কুল স্থাপনের কাজ করতে করতে আবারও আনমনা হয়ে গেলাম!
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি স্কুল করছেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী। স্কুলে ফান্ডিং করছি।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২
কামাল১৮ বলেছেন: যে সকল শিশুর দায়িত্ব নেয়ার কেউ নেই তাদের দায়িত্ব সরকার নিবে।আপনি বিষয়টা প্রচার না কর ফলাফলটা প্রচার করুন।এই যে আমার স্কুল আমি এই ভাবে তাদের লেখা পড়া করাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি দায়িত্ব নেওয়ার কথা বলিনি।
বলেছি, পথশিশুদের স্বপ্ন দেখার পথকে প্রশস্ত করে দেওয়ার চেষ্টা করতে হবে।
ধন্যবাদ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পথশিশুদের জন্য একদিন শিক্ষা সহ অন্ন, বস্ত্র বাসস্থানের ব্যবস্থা থাকবে সেই বাংলাদেশ দেখার অপেক্ষায় রইলাম !
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের অপেক্ষা করতে হবে।
দেশে স্থিতিশীল গণতন্ত্রের বয়স বেশি নয়।
ধন্যবাদ নিরন্তর।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কেউ তাদের সাহায্যে এগিয়ে আসবে অথবা ডাস্টবিনে কোন একদিন গুপ্তধন পেয়ে যাবে, এই হয়তো তাদের আশা।
এইসব আশা নিয়েই মানুষ বেঁচে থাকে।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আশাই আমাদের জীবনের শক্তি।
ধন্যবাদ নিরন্তর।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার মতোন মানুষ যদি প্রতিটা এলাকায় একজন করে থাকতো আমাদের পুরো দেশ বদলে যেতো।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমিক চেষ্টা করছি। কতটুকু পারছি জানি না।
ধন্যবাদ নিরন্তর।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৫
ফুয়াদের বাপ বলেছেন: আমাদের দেশে এতিম/অসহায়/পথশিশু অসংখ্য। এদের জন্য প্রথম এবং প্রধান দ্বায়িত্ব সরকারের। পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কাজটা সহজ হয়ে যেতো।
প্রত্যাশা যেনো একটি শিশুও ক্ষুধার্ত/শিক্ষাহীন না থাকে।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি আপনার সাথে সহমত প্রদর্শন করছি।
ধন্যবাদ।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০২
নতুন বলেছেন: শেখ হাসিনা কাছে পথ শিশুর জন্য কাজ গুলি বাংলাদেশ সরকার করা উচিত সেইগুলি আলোচনা করা দরকার।
উনি যেই পথে চলাচল করেন সেই পথে পথশিশু দেখে না। উনি দেখেনা মুজিববর্ষের আয়জনের বোর্ডের সামনে তারা রাস্তায় ফুল বিক্রি করছে। কোন পথশিশু তার গাড়ীর গ্লাসে নক করে ফুল কিনতে বলেনাই।
অনেক সময় দায়ীত্বে থাকা মানুষ গুলি তাদের গন্ডির মাঝে এতোটাই আবধ্য হয়ে যায় তখন বাইরের অনেক কিছুই তাদের নজরে আসেনা।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রধানমন্ত্রী হয়তো জানেন না, দেশের এতো পথশিশু আছে। তাঁর চলার পথের সব্বাইকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেন।
তিনি হয়তো ফাস্ট ফুড খেতে কোন দোকানে যান না। তাই, দোকানের বাইরের পথশিশুদের চোখে পড়ে না।
তিনি আড়ং থেকে হয়তো ঈদ শপিং করেন না। তাই, বাইরে দাঁড়ানো দুঃস্থ পথশিশুদের পান না।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১১
নতুন বলেছেন: এটাই ঘটে উনারে জগতে।
আমাদের কর্ম ক্ষেত্রও আমরাও তাই করি। যেদিন উপরের বসেরা আমাদের এলাকাতে পরিদর্শনে আসেন তখন সব কিছু যেন ঠিক থাকে সেই ব্যাপারে সবাই কাজ করে।
তেমনি এই মানুষগুও তাদের পরিচত মানুষের বাবলেই আবদ্ধ থাকে।
এই জন্যই এদের উচিত নিজে থেকে বাইরে ঘুরতে যাওয়া প্রটকল ছাড়া , দরকার হলে ছদ্দবেশে। ঢাকাতে ৩ জন মানুষ নিয়ে একটা বোরকা পড়ে শেখ হাসিনাকে কয়েকটা দিন ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া উচিত।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রধানমন্ত্রী হয়তো ছদ্মবেশে বাইরে যান।
আমরা তা হয়তো জানি না।
শুভেচ্ছা নিরন্তর।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাধুবাদ জানাচ্ছি। উদ্যোগ সফল হোক।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পাশে থাকার জন্যে ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩
নতুন বলেছেন: লেখক বলেছেন:
প্রধানমন্ত্রী হয়তো ছদ্মবেশে বাইরে যান।
আমরা তা হয়তো জানি না।
শুভেচ্ছা নিরন্তর।
মনে হয় না।
গেলে রাস্তায় এইসব শিশুদের থাকতে দিতেন না। এর জন্য খুব বেশি খরচের দরকার নাই। এবং সেই সক্ষমতা বাংলাদেশের আছে কিন্তু কোন উদ্দোগ নাই।
হাসপাতালের চিকিতসা ব্যবস্থার এমন হাল থাকতো না। তিনি মানুষের কাছে কিছু শুনতে পান তখন কিছু উদ্দোগ নেন।
একটা জিনিস করতে পারেন পথ শিশুদের নিয়ে একটা ভিডিও বানান যাতে তারা শেখ হাসিনাকে উল্লেখ করে তাদের বক্তব্য প্রকাশ করে। এই ভিডিও ভাইরাল হবে এবং তার নজরে পড়বে।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নতুন বলেছেন- পথ শিশুদের নিয়ে একটা ভিডিও বানান যাতে তারা শেখ হাসিনাকে উল্লেখ করে তাদের বক্তব্য প্রকাশ করে।
খুবই ভালো একটি আইডিয়া! আমি এটা নিয়ে কাজ করবো, ইনশা আল্লাহ্। ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।