নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর প্রাচীনতম গাছ \'প্রমিথিউস\' যেভাবে মারা যায়

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫১



১৯৬৪ সালের গ্রীষ্মে, ডোনাল্ড আর, কারি নামে একজন ভূগোলবিদ আমেরিকার হুইলার পিকের মোরাইনে বরফ যুগের হিমশৈলীর উপর একটি গবেষণা করছিলেন। হুইলার পিকের নীচে একটি ছোট বনে বেড়ে ওঠা অসংখ্য ব্রিস্টলকন পাইন গাছের রিং-গুলো থেকে নমুনা গ্রহণের জন্য তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বন পরিষেবা থেকে অনুমতি দেওয়া হয়েছিল যাতে এই প্রাচীন গাছগুলো থেকে হিমবাহের বৈশিষ্ট্য আবিষ্কার করা যায়। কারি যে গাছগুলোর উপর গবেষণা করছিলেন, সেগুলো ৪,০০০ বছরেরও বেশি বয়সী বলে বিশ্বাস করা হতো। সেই গাছগুলো বৃদ্ধ বয়সের কারণে 'জলবায়ু ভল্ট' হিসাবে কাজ করে। হাজার হাজার বছরের আবহাওয়ার তথ্য এই গাছগুলোর রিংগুলোর মধ্যে সংরক্ষণ থাকে। গবেষণার এই পদ্ধতি জলবায়ু পরিবর্তন অধ্যয়নের জন্য খুব মূল্যবান।

কারি এই গাছের মধ্যে একটি গাছ খুঁজে পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয় যা ৪,০০০ বছরেরও বেশি বয়সী। এই গাছটি স্থানীয় পর্বতারোহীদের কাছে প্রমিথিউস নামে পরিচিত ছিলো। প্রমিথিউস কিভাবে মারা গেলো তার বেশ কিছু বিবরণ আছে। কেউ কেউ বলেন কারির ইনক্রিমেন্ট বোরার, মূল নমুনা নিতে ব্যবহৃত যন্ত্রটি গাছের মধ্যে ভেঙে পড়ে যাতে গাছটি মারা যায়। অন্যরা বলছেন যে তিনি জানতেন না কিভাবে এত বড় গাছ থেকে নমুনা সংগ্রহ করতে হয়।

প্রমিথিউসের সাথে যা ঘটেছিল সেই সত্য ঘটনা আমরা হয়তো কখনোই জানতে পারবো না, কিন্তু আমরা একটি বিষয় নিশ্চিতভাবে জানি; কারি গাছ কেটে ফেলতে ফরেস্ট সার্ভিসের অনুমতি পেয়েছিলেন। অনুমান করা হয়েছিল, প্রমিথিউস ৪,৯০০ বছর বয়সী। এটি তার সময়ের প্রাচীনতম গাছ বলে পরিচিত ছিলো। প্রমিথিউসের মৃত্যুর পর, ২০১২ সালের আগ পর্যন্ত, ক্যালিফোর্নিয়ার হোয়াইট পর্বতমালায় পাওয়া ৪,৮৪৭ বছর বয়সী একটি ব্রিস্টলকোন পাইন ছিল প্রাচীনতম জীবন্ত গাছ। এরপরে, একই এলাকা থেকে আরেকটি ব্রিস্টলকোন ৫,০৬৫ বছর বয়সী বলে প্রমাণিত হয়েছিল। এই এলাকায় আরও পুরনো ব্রিস্টলকোন পাইন খুঁজে পাওয়ার একটি ভাল সুযোগ রয়েছে।

প্রাচীন গ্রীক পুরাণ অনুসারে, প্রমিথিউস ছিলেন অমর দেবতা যিনি মানুষের কাছে আগুন (জ্ঞানের প্রতীক) নিয়ে এসেছিলেন। প্রমিথিউস ব্রিস্টলকোন পাইনও মানুষকে অনেক জ্ঞান প্রদান করেছিল। এই উল্লেখযোগ্য গাছটির উপর গবেষণা করে প্রাপ্ত তথ্য কার্বন ডেটিং (যা প্রত্নতাত্ত্বিক এবং জীবাশ্মবিদদের কাছে মূল্যবান) এবং জলবায়ুর তথ্য সংরক্ষণ করা গিয়েছে। । ব্রিস্টলেকন পাইনগুলি এখন ফেডারেল ভূমিতে সুরক্ষিত।

আপনি যদি প্রমিথিউসের রিংগুলো গণনা করে ইতিহাসের মধ্য দিয়ে ভ্রমণ করতে চান, তাহলে আপনি গ্রেট বেসিন ন্যাশনাল পার্ক ভিজিটর সেন্টারে এটি করতে পারেন।


সূত্রঃ ন্যশনাল পার্ক সার্ভিস, যুক্তরাষ্ট্র

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৪

ফাহমিদা বারী বলেছেন: সাহাবীগাছ সম্পর্কে জানতাম। আজ প্রমিথিউস গাছ সম্পর্কেও জানা গেল।
কত কী জানার আছে পৃথিবীতে!

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার মন্তব্যে সাহাবী গাছ সম্পর্কে জেনে আরও বিস্তারিত খোঁজ নিলাম। গাছটি এখনো আছে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: চার হাজার বছর। কতকিছুর সাক্ষী এই গাছগুলো!!

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমিও অবাক হয়েছি! পৃথিবীতে জানার আছে অনেক কিছু!

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

শেরজা তপন বলেছেন: বেশ ভাল কিছু তথ্যের জন্য ধন্যবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকেও শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



আজকের মানুষ অনেক জ্ঞানের অধিকারী


১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একুশ শতকের মানুষ অনেক স্মার্ট, জ্ঞান প্রয়োগের দিক থেকে।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: জানলাম। ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পড়ার জন্যে অশেষ ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রাচীন গাছের কথা জেনে ভালো লাগলো।
বাংলাদেশে সবচেয়ে বৃদ্ধ গাছ কোনটি কে জানে!!

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশের সবচেয়ে বৃদ্ধ গাছ নিয়ে কেউ হয়তো গবেষণা করেছেন।

তবে, সংরক্ষণের অভাবে প্রমিথিউসের মতো তথ্য যোগার করা যায়নি।

ধন্যবাদ নিরন্তর।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫২

সাফকাত আজিজ বলেছেন: সেই ক্যালিফোরনিয়ার পুরোতন গাছের বনজ অঞ্চলটি এখন জ্বলছে...

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাই! তাহলে, কয়েক হাজার বছরের জলবায়ুর তথ্য হারিয়ে যাবে! :(

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৩

রাকু হাসান বলেছেন:

জানতাম না। জানালেন, অনেক ধন্যবাদ।ভাল আছেন?

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পড়ার জন্যে অশেষ ধন্যবাদ, রাকু হাসান ভাই।

জী, ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন। আপনার ফিচার মিস করি ব্লগে।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০৩

নেওয়াজ আলি বলেছেন: ইতিহাসটা জানলাম

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জানাতে পারে ভালো লাগছে। আমি আগে জানতাম না।

ধন্যবাদ নিরন্তর।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৩৭

কামাল১৮ বলেছেন: বেনাপোল বন্দরে এক মন্দির প্রাঙ্গনে একটি অর্জুন গাছ আছে,
তাদের দাবি গাছটি অনেক পুরনো।অনেক আগে দেখা বিস্তারিত মনে নেই।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অর্জুন গাছ অনেক বড় হয়। প্রায় ২০-২৫ মিটার লম্বা। অর্জুন গাছের ছাল, পাতা ও ফল ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় বলে পড়েছি।

তথ্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫

কালো যাদুকর বলেছেন: চিন্তা করে দেখেন এই গাছটা কত কিছুর সাক্ষ্যি। একটি রেকর্ডিং এই গাছে লাগান থাকলে আমরা কত অজানা কাহিনীও জানতে পারতাম। :)
এগাছটি সমন্ধে াগে পড়েছিলাম। আপনার লিখার মধ্যমে আরো জানলাম।
অনেক ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মানুষের ভুলে অনেক কিছু ঘটে যায়। যেমন- প্রমিথিউসের মৃত্যু।

ধন্যবাদ নিরন্তর।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ব্লগার বিশুদ্ধানন্দের কমেন্টে আমার প্রতিউত্তর দিতে গিয়ে মুছে ফেলেছি।

সত্যিই দুঃখিত।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কোনো অসুবিধা নাই। আপনার মন থেকে আমাকে ডিলিট না করলেই হলো। =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আবারও কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: প্রাচীন গাছের কথা জেনে ভালো লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সময় করে এসে পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.