নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একটি আর্ট স্কুল খুলবো বলে ঠিক করেছি। খুব সাধারণ একটি আইডিয়া। দেশের যত শহীদ মিনার আছে, সেগুলোতে প্রতি শুক্রবার ছিন্নমূল, পথশিশুরা আসবে। আমি তাদেরকে আর্ট করা শিখাবো। কিন্তু, সমস্যা হচ্ছে- আমি আর্ট করা পারি না। ছোটবেলায় এই বিষয়টায় ক্লাসের সবচেয়ে কম নাম্বার আমার ভাগ্যে জুটতো।
যাই হোক, আর্ট শিখানোর অনেক উপায় আছে। আমি শিক্ষক না হলেও চলবে। কিন্তু, শিক্ষার্থী পাবো কই! পথশিশুরা তো 'কামাই' করতে ব্যস্ত। তাই, চলে গেলাম পাশের এলাকার মাঠে। খুঁজে বের করলাম দুটি পথশিশুকে। একটি ১০/১২ বছরের মেয়ে, আরেকজন ৬/৭ বছরের ছেলে।
ঐ মাঠের শহীদ মিনারটি ময়লা। মানুষ সেন্ডেল-জুতা পড়েই সেটার উপর উঠছে। আমার সাথে বাচ্চাগুলোও সেখানে প্রথমে তাদের পায়ের স্যান্ডেল পড়েই শহীদ মিনারে উঠেছিলো। আমাকে মিনারের নিচে জুতা খুলে সেই ময়লায় বসতে দেখে, তারাও জুতাগুলো বাইরে রাখলো। এবারে, শুরু হলো গল্প। কার কি নাম, বয়স কত, কে কি করে।
কথায় কথায় হঠাৎ মেয়েটিকে জিজ্ঞাসা করলাম- আচ্ছা বলো তো, বড় হয়ে তুমি কি হবে? তার সংক্ষিপ্ত উত্তর- 'ডাক্তার'। আমি একটু অবাক হলাম। একটু আগেই মেয়েটিকে দেওয়া কেইকের প্যাকেটে কি লেখা পড়তে বলেছিলাম, মেয়েটি বলতে পারেনি। জিজ্ঞাসা করলাম- ''তুমি কেন ডাক্তার হতে চাও?'' মেয়েটি উত্তর দিলো- ''মানুষের সেবা করতে চাই। মা-রে ফ্রিতে চিকিৎসা করাতে চাই।''
আমি মেয়েটিকে বললাম- তুমি একজন ডাক্তারের ছবি আঁকতে পারবে? সে এবারে বেশ উজ্জ্বল হেসে বললো- পারবো। আমি তার হাতে রং পেন্সিল আর অঙ্কনের একটি বড় সাদা ক্যানভাস তুলে দিয়ে বললাম- নিজের ইচ্ছা মতো যা মন চায় আঁকো, মা। আমি শুধু একজন ডাক্তারের ছবি দেখতে চাই।
মেয়েটি সাথে সাথে আঁকতে বসে গেলো। ঐ ময়লা শহীদ মিনারেই। তার চোখেমুখে এখন আলোর ঘন-ঘটা। সে তার আঁকা শেষ করতে পেরেছিল কি না জানি না, আমি তাকে ঐ মগ্ন অবস্থাতেই রেখে চুপে চুপে রাস্তায় নেমে গেলাম। গলায় তখন সেই চিরচেনা গান-
মাথায় পরেছি সাদা ক্যাপ,
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের মতো কিছু মানুষকে তৈরি হতে হবে এমন ফুলদের স্বপ্নকে সত্য করতে।
ভালো থাকুন নিরন্তর।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১২
সাজিদ! বলেছেন: আর যাই হোক, ডাক্তার যেন না হয়। বাংলাদেশে এখন ডাক্তারি পেশা ৮০% ডাক্তারের কাছে অভিশাপ।
মেয়েটি শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ডাক্তারী একটি মহত পেশা।
ধন্যবাদ নিরন্তর।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৪
ইন্দ্রনীলা বলেছেন: শিল্পী হোক মেয়েটা।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব ভালো হয় তাহলে!
প্লাসে কৃতজ্ঞতা।
ধন্যবাদ নিরন্তর।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
ভালো ভাবনা
০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উৎসাহের জন্যে ধন্যবাদ নিরন্তর।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১১
নীল-দর্পণ বলেছেন: ছিন্নমূল শিশুদের তো জীবনের সাথে যুদ্ধ করতে করতেই জীবন পাড় হয় আর্ট শিখে ওদের কী লাভ হবে?
০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী। আর্ট শিখে অনেক লাভ আছে।
ধন্যবাদ।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৪
অর্ক বলেছেন: ভালো লাগলো লেখাটি।
আরেকটা ব্যাপারে বলি। আমার জীবনে এরকম রোমাঞ্চিত হবার উপলক্ষ্য খুব একটা আসেনি। লেখায় যুক্ত ছবিটি আমার তোলা। খুব সম্ভবত ২০১৫ সালের একদিন, সেপ্টেম্বর বা অক্টোবর মাস। স্যামসাং গ্যালাক্সি জে৫ ফোন ক্যামেরায় তোলা। কিছুদিন পরই দুর্ভাগ্যজনকভাবে ওটা চুরি হয়ে যায়। দারুণ চমকে উঠেছিলাম পোস্টটি দেখে, এটা কোন পেজ! সাইটটির আর্কাইভ থেকে কোনও পোস্ট রিপিট? আমার ছবি ব্লগ/লেখা?
ছবিটি কীভাবে পেলেন, দুয়েক লাইনে জানালে খুশি হবো।
যাই হোক ব্যাপারটা যারপরনাই আনন্দ দিলো। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দারুণ! আপনার ছবি জেনে সুখী হলাম।
ছবি'র লিংক এখানে- view this link
রায়হান নামের কেউ একজন ছবিটি পিক্সাবে-তে ফ্রি করে দিয়েছেন!
শুভেচ্ছা নিরন্তর।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৭
কামাল১৮ বলেছেন: হুমায়ূন আহমেদের বইয়ে এমন অনেক কাজ কারবার আছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।
ধন্যবাদ নিরন্তর।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
চমৎকার লিখেছেন। শেষটুকু এঁকেছেন নিদারূন এক শৈল্পিক ছোঁয়ায়, যেন - শেষ হইয়াও হইলোনা শেষ !!!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: আপনাকে স্যলুট।
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনাকেও সালাম।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
হাবিব বলেছেন: এমন হাজারো ফুল ঢাকা শহরের ফুটপাতে ঘুমায়, এমন দারুণ সব স্বপ্ন নিয়ে।