নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
'জয় বাংলা' একটি পবিত্র স্লোগান। এই স্লোগান লাখো-কোটি বাংলাদেশীর মনে বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিলো। আজও দেয়। আমি ৭১-এ ছিলাম না। তবু, জয় বাংলা স্লোগান আমাকে অনুপ্রাণিত করে। তাই, প্রশ্নটা রাখছি আপনাদের কাছে-
১) এখনকার সময়ে, জয় বাংলা একটি জাতীয় না দলীয় স্লোগান?
২) আপনি জামায়াত-বিএনপি'র সমর্থকদের মুখে এই স্লোগান শুনতে চান?
১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
আপনার কথা অনুযায়ী বলতে হয়- ব্যারিস্টার সুমন ভাই ভুল করেননি। বাংলাদেশের সব নাগরিকের মুখে জয় বাংলা স্লোগান মানায় না।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
১) এখনকার সময়ে, জয় বাংলা একটি জাতীয় না দলীয় স্লোগান?
এখনকার সময়েও দেশের একটি বৃহৎ জনগোষ্ঠি জয় বাংলাকে শুধু একটি দলের স্লোগান ভাবে।
৭৫ পরবর্তি জন্মনেয়া জেনারেশনের ২১ বছর জয়বাংলা বিহীন বিটিভি দেখে বড় হওয়া তরুণদের মানসপটেও এটা একদলিও স্লোগান।
১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভেবে দেখুন, বিএনপি'র মহাসচিব জয় বাংলা স্লোগান দিচ্ছেন।
ব্যাপারটা এখন অবাস্তব পর্যায়ের।
ধন্যবাদ।
৩| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: ''জয় বাংলা'' শব্দটা শুনতে এবং বলতে আমার খুব ভালো লাগে।
১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমারঅ ভালো লাগে।
আমাদের বাসায় 'জয় বাংলা, জিতবে আবার নৌকা' গানটি প্রায়ই বাজতে শোনা যায়।
ধন্যবাদ নিরন্তর।
৪| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
আজকের শ্লোগান, "শেখ হাসিনা টিকা কিনো"।
১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চীন থেকে অনেক টিকা আসছে।
ধন্যবাদ নিরন্তর।
৫| ১০ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৩
কামাল১৮ বলেছেন: জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ মুদ্রার এপিঠ ওপিঠ।
১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মূল্যবান মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭
সাসুম বলেছেন: জয় বাংলা - বাংগালির মুক্তির স্লোগান। একমাত্র পাকি প্রেতাত্মা বাদে বাকি সবাই এই স্লোগান এর মালিক। যদিও আওয়ামী মাফিয়া সন্ত্রাসী রা এটাকে তাদের একের রাজনৈতিক সত্তা বানিয়ে ফেলতে চাচ্ছে।
জয় বাংলা, মুক্তিযুদ্ধ, বংগবন্ধু, জাতির পিতা- এসবের দল হয় না, এর সাথে রাজনীতি মিলানো যায় না।
এদের কে কেউ আত্তীকরণ বা ঘৃণা মানে হল সে নিজের দেশের সাথে নিজের রক্তের সাথে বেঈমানি করা। নিজের বাপ কে অস্বীকার করা।
জামাত শিবির আর কিছু পাকি প্রেতাত্মা আর কিছু আওয়ামী সন্ত্রাসী এটা নিয়ে রাজনীতি করে।
এই শব্দ গুলো সব কিছুর উর্ধে