নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

করোনাক্রান্ত গর্ভবতী নারীরা বিপদে, এখনই নেওয়া প্রয়োজন সঠিক ব্যবস্থা

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৪



করোনা পরিস্থিতিতে সবাই-ই ভয়ে আছেন। ডাক্তাররাও এর ব্যতিক্রম নন। বেশিরভাগ ডাক্তারই নিজেদের সুরক্ষা-জালে রেখে, সামাজিক দূরত্ব মেনে রোগীর সেবা করে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে। কিন্তু, গর্ভবতী নারীদের প্রসব ব্যাদনা উঠলে ডাক্তারদের কাছে আসতেই হয়। সেই পরিবেশে সামাজিক দূরত্ব মেনে চলাটা সম্ভব হয় না। তাহলে এখন ডাক্তাররা কি করবেন? আর, গর্ভবতী নারীদেরই বা কি হবে যদি ডাক্তার কাছে আসতে অপারগ হোন?

এমনই এক পরিস্থিতিতেই আমি এবং আমার স্ত্রী পড়েছিলাম গত সপ্তাহে। গর্ভবতী অবস্থায় আমার স্ত্রী করোনাক্রান্ত হোন। তা প্রায় এক মাস আগে তিনি করোনা থেকে মুক্তি লাভ করেন। গত সপ্তাহেরই একদিন, পেটের বাচ্চা নড়া-চড়া করছিলো না প্রায় ১৮ ঘণ্টা ধরে। ডাক্তারকে জানাতেই বললেন যে, অক্সিজেন দিয়ে বাচ্চার মুভমেন্ট ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। তা নাহলে, সিজার করতে হতে পারে। কিন্তু, যেহেতু, আমার স্ত্রীর একবার করোনা হয়েছে, সেহেতু টেস্ট ছাড়া হাসপাতালে ভর্তি করা যাবে না।



২৭শে জুলাই। রাত তখন ৮-৯টা বাজে। ডাক্তারের পরামর্শ মতো আমার স্ত্রীকে হাস্পাতালে ভর্তি করলাম। অক্সিজেন দেওয়ার পরেও বাচ্চার নড়লো না। ডাক্তারকে খবর দিতেই বললেন একটা ইনজেকশন দিয়ে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে চান, যদিও বিপদ হতে পারে। অথবা, নির্দিষ্ট ডেইটের এক মাস আগেই সিজার করাতে হবে। আমরা সিজারের পক্ষেই সায় দিলাম।

এবারে ডাক্তার জানালেন যে, করোনা টেস্ট করাতে। এরপরেই তিনি আসবেন! সাথে সাথে রেপিড টেস্ট করানোর ব্যবস্থা করা হলো। রিপোর্ট আসতে দেরী হচ্ছে, এর মাঝেই আমার স্ত্রীর প্রসব ব্যাদনা উঠলো। ডাক্তার আসছেন না। তাঁর করোনা টেস্টের রিপোর্টটা দরকার। এভাবে করেই রাত ৩টা বেজে গেলো। রিপোর্ট নেগেটিভ। ২৮শে জুলাই সুবেহ সাদেকের আগে ৩.০৫-এ জন্ম হলো আমার মেয়ের।

শহরাঞ্চল বা গ্রামগুলোতেও কি একই অবস্থা? গর্ভবতী মায়েদের এমন অবস্থায় কি ডাক্তাররা কাছে আসতে ভয় পাচ্ছেন? তাহলে তো বিপদ! এক্ষেত্রে কি করণীয় তা নিয়ে এখনই চিন্তা করতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ৩০ লক্ষ মহিলা আমাদের দেশে প্রতি বছর গর্ভধারণ করেন।

যারা গর্ভবতী, এইখানে দেওয়া নাম্বারে ফোন করে পরামর্শ নিতে হবে- https://corona.gov.bd/

অথবা, এই নাম্বারে মা টেলিহেলথে কল করে পরামর্শ নিতে হবে- ০৯৬৬৬৮৮৮৮৮৮ । ফোন করে একটু হয়তো অপেক্ষা করতে হবে। তবে, ফোনে পরামর্শ পাওয়া যায়। আমি কল করেছিলাম। হেলথ অফিসার জানালেন যে- ১২-৩৩ সপ্তাহের গর্ভবতীরা টিকা নিতে পারবেন। ৮-৯ মাসের কেউ নিতে পারবেন কি না সে বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৭

নতুন বলেছেন: খুবই কঠিন সময় পার করেছেন এই কয়েক দিন।

আশা করি ভাবি, রাজকন্যা দুজনই সুস্থ আছেন।

দেশের চিকিতসা ব্যবস্থার কথা সুনলে ভয় লাগে।

আমরা এর চেয়ে অনেক ভালো করতে পারতাম কিন্তু নিজেদের গাফলতির কারনে আজ মানুষ কস্ট করছে, মারা যাচ্ছে।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জী, তাঁরা ভালো আছেন। ধন্যবাদ।

বিপদ হতে পারতো।

গর্ভবতী নারীদের সত্য দ্রুত সম্ভব ভ্যাক্সিন দেওয়া প্রয়োজন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৬

মেহবুবা বলেছেন: তাছাড়া গর্ভবতী নারীদের নিয়ে একটু উদ্বিগ্ন হতে হচ্ছে এবং প্রসব পরবর্তী সময়েও।
এই দুই সময়ে করোনা আক্রান্ত হলে সমস্যা একটু বেশী হয়! আল্লাহ্ সবাইকে হেফাজত করুক ।
আপনার স্ত্রী এবং কন্যা র জন্য শুভকামনা, স্বাভাবিক সময়ের চেয়ে যত্ন এবং সতর্কতা বেশী প্রয়োজন এই অতিমারি তে ।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জী, সমস্যাটা বেশ ভালো ভাবে উপলব্ধি করেছি।

ডেলিভারী'র সময়ে ডাক্তারদের সচেতনতা জরুরী। আসলে, তাঁরাই বা কি করতে পারেন! আমাদের দেশে করোনা-কালে অনেক ডাক্তার মারা গিয়েছেন।

শুভেচ্ছার জন্যে ধন্যবাদ নিরন্তর।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: কঠিন সময় পার করছি আল্লাহ তারাতারি আমাদের কে ক্ষমা করুন

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আল্লাহ্‌ আমাদের ক্ষমা করে দিবেন।

কিন্তু, স্বাস্থ্য বিষয়ে আমাদের সচেতনতা জরুরী।

ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে দিয়েছেন।
আমার কন্যা তার মায়ের পেটে থাকতেই দুনিয়াতে করোনা এলো। কন্যার সাত মাস চলছে, এখনও দুনিয়া করোনা মুক্ত হয়নি। ভয়াবহ সময় যাচ্ছে। খুব সাবধান থাকতে হবে। এছাড়া অন্য কোন উপায় নেই।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জী, সমস্যাটা বেশ প্রকট ছিলো। এখন ভালো আছি সবাই।

আপনাকে, সুরভী ভাবিকে আর ভাতিজী'র জন্যে অনেক অনেক শুভকামনা।

ভালো থাকুন নিরন্তর।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: একটা আশংকা নিয়ে পড়ছিলাম আপনার স্ত্রী এবং তার বিপদের কথা । যাক সব সুষ্ঠুভাবে হয়েছে এটাই হাজার শুকরিয়া ।

আমার হার্টের ডাক্তার একটি হেলমেট পরে থাকেন যার বায়ু সঞ্চালন পিঠের নিচে কোমর দিয়ে হয় । বেশ দামি এই হেলমেট ব্রিটেনে ব্যাবহার হচ্ছে দেখলাম । আমাদের যেসব ডাক্তার আই সি ইউ কেয়ারে থাকেন তাদের জন্য এবং ডেলিভারি কেসে এটা ব্যাবহার হলে ডাক্তার নার্সদের জীবন নিরাপদ বলে মনে করি । এমনিতেই ভিক্ষার টিকা দিয়ে চলছে , এইগুলো কেউই ভিক্ষা দেবে না একটা আশংকা নিয়ে পড়ছিলাম আপনার স্ত্রী এবং তার বিপদের কথা । যাক সব সুষ্ঠুভাবে হয়েছে এটাই হাজার শুকরিয়া ।

এতে মাস্ক পরা লাগেনা ।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বাচ্চা এবং তার মা ভালো আছেন। ধন্যবাদ।

এই প্রযুক্তি বাংলাদেশে আনা প্রয়োজন। আই,সি,ইউ-গুলো অনেক টাকা নেয়। এই প্রযুক্তি ডাক্তারদের হাতে তুলে দিতে পারলে তাঁরা অনেক নিরাপদ বোধ করবেন।

আপনার সার্বিক সুস্থ্যতা কামনা করি।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৭

*কালজয়ী* বলেছেন: শুভকামনা নিরন্তর।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক ধন্যবাদ।

ভালো থাকুন নিরন্তর।

৭| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৮

সাসুম বলেছেন: আমার ছোট বোনের করোনা ছিল- বেবি পেটে থাকা অবস্থায়। গত মাসে ডেলিভারির ডেটের আগে- আমাদের যত যত প্রিপারেশান ছিল- সব নিয়ে রেখেছিলাম ১ মাস আগে থেকেই। বোন কে আর বোন জামাই কে উপরে আলাদা বাসা ভাড়া নিয়ে ১ মাস আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম।
বাসায় ৮ টা অক্সিজেন সিলিন্ডার জোগার করে রেখেছি ফুল অক্সিজেন সেটাপ সহ। ২৪/৭ বাসায় আমার গাড়ি রেডি থাকত ড্রাইভার সহ। এম্বুলেন্স এর ঠিকানা নাম্বার সহ প্রিপারেশান ছিল। মেডিকেল এ ডাক্তার নার্স সহ সকল ধরনের কন্টাক্ট করা ছিল। রক্ত ডোনার রেডি করা ছিল ১০ জন ( আমার বোনের ডায়াবেটিস ছিল ) । ফুল প্রটেক্টিভ পি পি ই, হেডসেট সহ সকল ধরনের মেডিকেল প্রটেক্টীভ গিয়ার পাঠিয়েছি ( চায়না থেকে) ২৪ সেট যাতে যারা হাস্পাতালে যায় বোনের টেক কেয়ার করতে, সেফ্লি যেতে পারে।

যাই হোক- সব কিছু ঠিক ঠাক মতই পার হয়েছে। ব্লাড ও লাগে নাই, এডভান্স সিজার করতে হয়েছিল যদিও বাট এখন সব সুস্থ ই আছে। ৩ দিন পর বাসায় নিয়ে এসে আলাদা ভাবে তাদের কে রেখেছি। ১ মাস হতে চল্লো। সুস্থ আছে সবাই। নিজেদের বিপদে নিজেদের কে সেফটি মেন্টেন করে চলতে চেস্টা করেছি কারন দেশের সিস্টেম তো আর তেমন আপডেটেড না।

এই যে টেনশানে ছিলাম এ ক দিন, এটা বলার বাহিরে।

আপনার বাচ্চা ও বেবির মা সুস্থ আছে- এটা জেনে ভাল লাগলো।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি সঠিক ব্যবস্থা নিয়েছেন। আসলেই আপনি একজন ভালো ভাই।

সবার পক্ষে এরকম করা সম্ভব না হলেও চেষ্টা করা উচিৎ।

তাঁরা ভালো আছেন জেনে খুব ভালো লাগছে।

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২১

শায়মা বলেছেন: ভাইয়া
বাচ্চা এবং তার মায়ের জন্য ভালোবাসা।

ভাইয়া আমাদের ড্রাইভারের বউ এর নেক্সট মাসে বেবি হবে। সে জিগাসা করছিলো টিকা নিতে পারবে কিনা? তাকে নাকি ডক্টর বলেছে টিকা নেবার দরকার নেই।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ, আপু। অনেক অনেক শুভেচ্ছা।

আপু, এইখানে দেওয়া নাম্বারে ফোন নাম্বারে ফোন করে পরামর্শ নাও- https://corona.gov.bd/

অথবা, এই নাম্বারে মা টেলিহেলথে কল করো- ০৯৬৬৬৮৮৮৮৮৮ । একটু হয়তো অপেক্ষা করতে হবে। আমি কল করেছিলাম। হেলথ অফিসার জানালেন যে- ১২-৩৩ সপ্তাহের গর্ভবতীরা টিকা নিতে পারবেন। ৮-৯ মাসের কেউ নিতে পারবেন কি না সে বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

ভালো থেকো নিরন্তর।

৯| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এবং আপনার স্ত্রী, সন্তান ভালো আছেন জেনে ভালো লাগলো। গর্ভবতী মেয়েদের উৎকণ্ঠা মুক্ত থাকা প্রয়োজন। কিন্তু করোনার কারণে গর্ভবতী মেয়েদের উৎকণ্ঠা অত্যধিক। এটা মা এবং শিশু উভয়ের জন্য ক্ষতিকর।

তবে আপনারা পরিকল্পিত উপায়ে কিছুদিন দেরি করতে পারতেন। :)

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আসলে পরিকল্পনা করেও অনেক সময় অনেক কিছু হয় না! :)

আর কত দেরী! বুড়ো হয়ে গেলাম যে!

ধন্যবাদ নিরন্তর।

১০| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


করোনা আক্রান্ত নারীর সেবা দেয়ার সময়, চিকিৎসার রুমে বায়ু চলাচল রেখে এন-৯৫ মাস্ক পরে ডাক্তার চিকিৎসা করলে, কোন প্রকার অসুবিধা হওয়ার কথা নয়।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আশা করি, সংশ্লিষ্ট মানুষেরা এই ব্যাপারটির দিকে দৃষ্টিপাত করবেন।

ধন্যবাদ নিরন্তর।

১১| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪১

কুশন বলেছেন: পরিবার নিয়ে ভালো থাকুন এই প্রার্থনাই করি।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: জীবন থেমে নেই।সবার মঙ্গল কামনা করি।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সঠিক বলেছেন। ধন্যবাদ।

১৩| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক শুভ কামনা রইল।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.