নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমার নতুন প্রোগ্রামঃ পথচারীদের জন্যে বিশুদ্ধ পানি

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০



সেই কলেজ লাইফ থেকেই আমার মনে একটা জিজ্ঞাসা- বাংলাদেশের লক্ষাধিক রিকশাওয়ালা কি বিশুদ্ধ পানি পান করতে পারেন? প্রয়োজন হলে তাঁরা কোথায় প্রাকৃতিক কাজ সমাধা করে থাকেন? দুটি প্রশ্নের উত্তর পেতে অনেক দিন অপেক্ষা করতে হয়। আমি একদিন বুঝতে পারি, ঢাকার রিকশাওয়ালারা বিশুদ্ধ পানি পান করতে পারেন না। এঁর, প্রাকৃতিক কাজে রাস্তাই তাঁদের সম্বল!

সেই দিন থেকেই, আমার ইচ্ছা ছিলো- ঢাকার পথচারীদের জন্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবো। এতো দিন সময় ও সুযোগ হচ্ছিলো না। শেষ পর্যন্ত এই জুলাই মাসের ১২ তারিখ বিশুদ্ধ পানির প্রোগ্রামটি শুরু করি।

খুবই সাধারণ একটি কাজ। লালমাটিয়ার একটি যাত্রী ছাউনীতে প্রতিদিন একটি করে আলপাইনের জার বসানো থাকে। প্রতি সপ্তাহে ৭ টা। সেখান থেকেই একটি ডীস্প্যান্সারের মাধ্যমে সাথে থাকা মগে ঢেলে পানি পান করেন পথচারীরা। আমি লক্ষ্য করে দেখেছি- তাঁদের বেশির ভাগই সমাজের খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালারা।

সকাল ৯টা থেকে বিকাল ৫.৩০-এর মাঝে প্রতিদিন একটি জারের পানি শেষ হয়ে যায়। আমার কেয়াটেকার সকাল ৯টায় জারগুলো বসায়, আর বিকালে খালি জার ফেরত নিয়ে আসে।

যখন দেখি এই ঠা ঠা গরমে কেউ জার থেকে পানি ঢেলে খাচ্ছেন, কি যে শান্তি লাগে বলে বুঝাতে পারবো না! আস্তে আস্তে, এই সি, এস, আর, প্রোগ্রামটি বিস্তৃত করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছি।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৬

সাসুম বলেছেন: একটা স্ট্রং ছোট বক্স রাখেন। সেখানে একটা কাগজে লিখে দিন-

এই পানি ফ্রি তে যে কেউ পান করতে পারবে। সম্পূর্ন পরিস্কার ও জীবানুমুক্ত এবং কমপ্লিটলি ফ্রি।

তবে কেউ যদি অল্প দান করতে চান , তাহলে ২/১ টাকা হোক আর যাই হোক নীচের বক্সে দিতে পারেন চাইলে। এই টাকা শহরে আরো এরকম পথিক দের বিশুদ্ধ পানি পান করাতে ব্যায় হবে।


এতে করে আরো ব্যপক আকারে আপনার ভাল কাজ এগিয়ে নিতে পারবেন।

সুন্দর কাজ

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দারুণ আইডিয়া। ঠিক আছে, আমি একটা কাগজে লিখে দেবো যে- 'এই বিশুদ্ধ পানি ফ্রি'।

তবে, পানির বিনিময়ে দান নিতে কেমন যেন লাগে।

ধন্যবাদ নিরন্তর।

২| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: দারুন কাজ করেছেন। গ্রেট জব।
স্যলুট জানাই আপনাকে।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ধন্যবাদ, রাজীব ভাই। ধন্যবাদ নিরন্তর।

৩| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১২

শাহ আজিজ বলেছেন: আমাদের স্কাউটিং জীবনে এভাবেই পানি খাইয়েছি তবে তখন মিনারেল ওয়াটার বা জার ছিল না , দেখিওনি কখনো , কলসি আর টিনের গেলাস । দারুন সময় ছিল তখন ।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ছাত্র জীবনের স্মৃতি সব সময়েই দারুণ।

আপনিও মানুষকে পানি পান করিয়েছেন জেনে খুব খুশি হলাম।

ভালো থাকুন নিরন্তর।

৪| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১১

গফুর ভাই বলেছেন: ভালো উদ্দ্যেগ এর প্রতি নিরন্তর ভালোবাসা ।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ধন্যবাদ গফুর ভাই। শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১১

ফাহিমা আক্তার বলেছেন: আপনার কাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।আল্লাহ আপনাকে এর উওম প্রতিদান করুক।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৬| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯

বারবোসা বলেছেন:
শাইয়্যান ভাই,

আপনার এ কাজ সত্যিই প্রসংশনীয়।সাসুম ভাইয়ের কাগজে লেখার আইডিয়াটা ভালো।এতে করে মানুষ বিভ্রান্ত হবে না।নিশ্চিন্তে পানি খাওয়ার একটা ভরসা পাবে।আমার মনে হয়,এতে করে আপনার জারের পানি আরো তাড়াতাড়ি শেষ হবে।
আপনার এই মহৎ উদ্যোগ দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি তাঁর সাথে একমত। আমি কাগজে লিখে দিবো আজকেই।

তবে, পানির বিনিময়ে টাকা নেয়ার ব্যাপারে ঠিক একমত নই।

লাইকের জন্যে অশেষ ধন্যবাদ।

ভালো থাকুন নিরন্তর।

৭| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



বিশাল পদক্ষেপ।
রাজনৈতিক উদ্দেশ্য নেই তো?

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সীমিত রিসোর্স নিয়ে যতটুকু পারছি করছি।

নাহ, রাজনীতি অনেক বিশাল ব্যাপার। আমি ছোটখাটো মানুষ।

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:০২

কামাল১৮ বলেছেন: মরুভূমিতে একফোটা বৃষ্টির মতো।সরকারকেই উদ্দ্যোগ নিতে হবে।

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্যক্তিগত ভাবে কষ্ট হলেও করতে হবে। সরকারের সাহায্যকারী হাত হতে হবে আমাদেরকে।

আমি সেটাই করছি।

ধন্যবাদ।

৯| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৩

মেহবুবা বলেছেন: আল্লাহ্ আপনাকে অনেক পুণ্য দান করবে; অবশ্য আপনি মানসিক যে শান্তি পাচ্ছেন সেটা তো হাতে হাতেই পাচ্ছেন।
এমনি করে আমরা অনেকেই যদি কিছু না কিছু করতে পারতাম কতই না ভাল হত।

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনার সাথে একমত। ভালো কাজ করতে পারার মজাই আলাদা!

ধন্যবাদ নিরন্তর।

১০| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেকটা ভালো উদ্যোগ নিয়েছেন। আল্লাহ আপনাকে সফলতা দান করবেন এই কামনা করছি।

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আল্লাহ্‌ আপনার দোয়া কবুল করুন।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.