নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ঘটনাঃ হযরত ঈসা (আ) যখন জর্ডান নদী থেকে বের হয়ে মরু এলাকায় ৪০ দিন ধরে অনাহারে ঘুরে বেড়াতে লাগলেন, তখন শয়তান তাঁকে বিভিন্ন ভাবে প্রলোভিত করার চেষ্টা করতে লাগলো।
৪০ দিন পরে, ঈসা নবী'র যখন ক্ষিধা পেলো, তখন শয়তান একটি পাথর দেখিয়ে বললো- তুমি যদি খোদার পুত্র হও, তবে এই পাথরকে রুটি হয়ে যেতে বলো।''
হযরত ঈসা'র উত্তরঃ ''পাক কিতাবে লেখা আছে- 'মানুষ কেবল রুটিতেই বাঁচে না।' ''
==================================================================================
আমার শিক্ষা ০১ঃ মানুষ যখন ক্ষুধার্থ থাকে কিংবা অভাবে পড়ে, সেই সময়েই শয়তান আমাদের খারাপ কাজ করতে উৎসাহিত করে। তাই, ক্ষুধার্থ আর অভাবগ্রস্থ মানুষকে খুব দ্রুত সাহায্য করা উচিৎ। নাহলে তারা শয়তানের ধোঁকায় পড়ে আপনার বা সমাজের যে কোন ক্ষতি করে ফেলতে পারে। আর, শয়তানই পুণ্যবান মানুষকে অলৌকিক কাণ্ড দেখাতে চ্যালেঞ্জ করে।
==================================================================================
ঘটনাঃ শয়তান একবার ঈসা নবীকে একটা উঁচু জায়গায় নিয়ে গিয়ে পৃথিবী'র সমস্ত রাজ্যগুলো দেখিয়ে বললো- "এই সমস্তের অধিকার ও জাঁকজমক আমি তোমাকে দিবো, কারণ, এই সমস্ত আমাকে দেওয়া হয়েছে। আমার যাকে ইচ্ছে তাকেই তা দিতে পারি। এখন তুমি যদি আমাকে সেজদা করো, তবে এই সমস্তই তোমার হবে।"
হযরত ঈসা তাকে পাক কালামে যা লেখা আছে তা শুনিয়ে দিলেন-
"প্রভু, যিনি খোদা,
তাহাঁকেই তুমি সেজদা করবে,
কেবল তাঁহারই সেবা করবে।''
=================================================================================
আমার শিক্ষা ০২ঃ জাঁকজমক-পূর্ণ জীবন-যাপন করার মাধ্যমে শয়তানের ধোঁকায় পরার সম্ভাবনা বেশি। শয়তান আরাম-আয়েসের প্রলোভন দেখিয়েই খোদা থেকে আমাদের দূরে নিয়ে যায়। আর, এক অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে সেজদা করার নির্দেশ পূর্ববর্তী নবীদের উপরও ছিলো।
=================================================================================
ঘটনাঃ এরপরে, শয়তান ঈসা নবীকে জেরুজালেমে ইবাদতখানার চুড়ায় নিয়ে গিয়ে বললো- "তুমি যদি খোদার পূত্র হও, এই জায়গা হতে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে-
'খোদা তাঁর ফেরেশতাদের তোমার ব্যাপারে হুকুম দিবেন, যেন তাঁরা তোমাকে রক্ষা করেন।
তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যেন তোমার পায়ে পাথরে আঘাত না লাগে।''
হযরত ঈসা (আ) উত্তর দিলেনঃ ''পাক-কিতাবে বিলা হয়েছে-
"প্রভু, যিনি তোমার খোদা,
তাঁকে তুমি পরীক্ষা করবে না।''
=================================================================================
আমার শিক্ষা ০৩ঃ শয়তান যেভাবে পাক কালাম থেকে আয়াতগুলো বললো, তাতে মনে হয় সে, খোদার পাঠানো কিতাব সম্পর্কে জানে বা তা পড়ে অথবা কোথাও তা শুনেছে। এখানে, লক্ষণীয় যে ইবাদতখানার ভিতরেও ঈসা (আ)-কে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে শয়তান। আর, সেখানেই সে খোদাকে চ্যালেঞ্জ জানাতে প্রলুব্ধ করেছে। সৃষ্টিকর্তার কিতাবে উল্লেখিত বাণী দিয়েই সে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা পূর্বেও করেছে, এখনও কড়ছে, ভবিষ্যতেও করবে।
=================================================================================
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফেসবুক কি শিশুবান্ধব? আমরা ফেসবুকে ভবিষ্যত প্রজন্মের জন্যে কি রেখে যাচ্ছি? খিস্তি-খেউর, গালি-গালাজ!!! তাই, এই ক্ষুদ্র পরিবেশনা-
২| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
শয়তান আপনাকে পরীক্ষা টরীক্ষা করে দেখেছে?
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তা তো করেছেই!!! আপনাকে করেনি?
ধন্যবাদ নিরন্তর।
৩| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: শয়তান আপনি নিজেই। এখন আপনি ইচ্ছা করলে শয়তানি করতে পারেন আবার নিজের মেধা দিয়ে, ভালোত্ব দিয়ে শয়তানকে ঝাটা পিটা করে- দেশ এবং সমাজের জন্য ভালো কিছু করতে পারেন।
৪| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ইঞ্জিল শরীফের অস্তিত্ব বর্তমানে নাই। বাইবেল আর ইঞ্জিল শরীফ এক জিনিস না। ইঞ্জিলের বিকৃত রূপ হোল বর্তমান বাইবেলের বিভিন্ন সংস্করণ।
২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার কাছে যে বইটি আছে, সেটার মলাটে 'ইঞ্জিল শরীফ' শব্দ দুটো লেখা।
মানুষ দেন ব্রাউন থেকে উদ্ধৃতি দেয়, ইঞ্জিল শরীফ থেকে দেয় না কেন!!!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনার শিক্ষাগুলো জাতির জন্য বিপদজনক না হলেই ভালো!