নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন মেম্বাররা একটু শুনবেন কি?

২০ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৭



হযরত শাহ জালাল (রহ) ভীন দেশের মানুষ ছিলেন। তৎকালীন শাসকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। সাধক পুরুষ শাহ জালাল (রহ) অন্য দেশ থেকে এসে আমাদের ভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেও, স্বাধীন মেম্বাররা নিজের প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখতে তো পারলেনই না, উল্টো তাদের বাড়ি লুট-তরাজ করলেন!

কয়েক দিন আগে সিলেট গিয়েছিলাম, উদ্দেশ্য সিলেটের অমুসলমানেরা শাহ জালাল (রহ) সম্পর্কে কি চিন্তা করেন সেই সম্পর্কে একটি ডকুমেন্টারি বানানোর জন্যে। সেখানে, হিন্দু ধর্মের অনেকের সাথে কথা হয়েছিলো। আমাদের টিমকে সে সময় তাঁরা জানিয়েছিলেন তাঁরা কিভাবে শাহ জালাল (রহ)-কে ভক্তি-শ্রদ্ধা করেন।

এখানেই, হযরত শাহ জালাল আর তাঁর অনুসারীদের সাথে স্বাধীন মেম্বারদের মতো মানুষদের পার্থক্য। ভীনদেশী মানুষেরা যেখানে সফল, সেখানে আমাদের মানুষেরা চরম ভাবে ব্যর্থ।

আশা করি আপনাদের বোধদয় ঘটবে।

আমাদের সেই ডকুমেন্টারি'র প্রথম ট্রেইলার গতকাল রিলিজ হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০১

জুল ভার্ন বলেছেন: স্বাধীন মেম্বারদের প্রধান পৃষ্ঠপোষক বর্তমান সরকার।

২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সরকার একটি বিশাল ব্যাপার। অনেক মানুষের সমষ্টি।

তাই, দোষারোপটা ঢালাও ভাবে করলে অন্যায় হবে।

ধন্যবাদ।

২| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ইউটিউবে আপনার চ্যানেল আছে?

২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জী , আছে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৫

এমেরিকা বলেছেন: যেসব পীর আউলিয়াদের অলৌকিক শক্তির কাছে হিন্দুরা পরাজিত হয়েছে, তারাই হিন্দুদের কাছে বেশি জনপ্রিয়। যেমন শাহ জালাল, শাহ মাখদুম, মাইনুদ্দীন চিশতী - এরা। যারা হিন্দুদের তোয়াজ করে গেছে যেমন বাদশাহ আকবর, আলাউদ্দিন খিলজি - এদেরকে হিন্দুরা তেমন পছন্দ করেনা।

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পীর আউলিয়াদের অলৌকিক শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় হয়েছে, কোন নির্দিষ্ট ধর্মাবলম্বী'র অনুসারী নয়।

সাম্প্রদায়িক বিষ বাষ্পে দূষিত হবেন না।

ধন্যবাদ।

৪| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: স্বাধীন মেম্বারের জয় হবে মানবতা ও ন্যায় বিচার পথ হারাবে

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উল্টো কথা বলবেন না, প্লিজ।

যা বলার সোজা কথায় বলা উচিৎ।

ধন্যবাদ।

৫| ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:




আপনি ব্লগে উহার নাম দেয়ায়, উহাকে ধরে বসে বসেছে; আমার নিকটা আপনার পোষ্ট দিয়েন টিয়েন না।

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আইন তার নিজস্ব গতিতে চলবে, চাঁদগাজী ভাই। কারো ব্যক্তি বিশেষের কথায় চললে বিপদ।

স্বাধীন মেম্বার নির্দোষ হলে, আইন ঠিকই তাকে পথ দেখাবে।

আর, দোষী হলে, লাল দালান ছাড়া গত্যন্তর নেই।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২১ শে মার্চ, ২০২১ রাত ১:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বাধীন মেম্বার একা নয়, জাতির এক বৃহদাংশ এখন চরম হিংস্র হয়ে গেছে। প্রতিদিন দশ বারোটা চরম নিস্রংশ ও নিষ্ঠুর ঘটনা গোটাচ্ছে সোনার বাংলায়।আজই খবরে পড়লাম চট্টগ্রামে এক রাজনৈতিক নেতার দুই পা কেটে হত্যা করেছে বিরোধী পক্ষ - কি নিস্রংশ ভাবা যায় ? অর্থলিপ্সা ও ক্ষমতার লোভের সম্পূর্ণ করালগ্রাসে পুরা জাতি - রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা চরমভাবে ব্যর্থ জাতিকে পথ দেখাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.