নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আপনারা কি আমাকে আজ আপনাদের সামনে একজন স্বর্গীয় মানুষের স্বরূপ বর্ণনা করতে দিবেন, প্লিজ? যদি দেন, তাহলে বলতাম-
যবে থেকে স্রষ্টা ধনুকের ছুড়ে দেওয়া একটি তীরের মতো করে এই বিশ্বকে তৈরী করেছেন, তখন থেকে-প্রত্যেক দিন, প্রতিটি মুহুর্তে, আমাদের জন্যে তাঁর দরজা একবার খুলে দেওয়া হচ্ছে, আবার তা বন্ধ হতেও দেরী হচ্ছে না। এটা এতো দ্রুত ঘটে যাচ্ছে যে, একজনের চিন্তা-ভাবনা থামিয়ে দেওয়ার জন্যে তা যথেষ্ট।
আপনি যদি এমন কারো দেখা পান-
যে দেখতে শুধু সুশ্রী নয়, যার মেজাজটাও খুব সুন্দর-
যাঁর কথাবার্তা খুব সহজ-সরল আর স্বভাবে দিলখোলা-
সেই সাথে যে সবার ভালোর জন্যে প্রার্থনা করে-
তেমন মানুষের সংস্পর্শে আসলে দেখতে পাবেন, মনটা কি আনন্দেই না ভরে উঠে!
এমন লোক আপনাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল উত্তেজনা আর সংকীর্ণতা ভুলে যেতে সাহায্য করবে,
আপনার ভিতরটা তাঁর সংস্পর্শে এসে এমন ভাবে প্রস্ফুটিত হবে যে, সে যখন গালও দিবে, আপনি হেসে ফেলবেন।
.
আর,
তাঁর কাছে আসার আহবান আপনাকে কাঁদিয়ে দিবে ঠিক, কিন্তু-
সেই মুহুর্তে আপনি নিজের মাঝে লক্ষ-কোটি আনন্দরধারা অনুভব করতে থাকবেন।
এমন মানুষই বেহশত বা স্বর্গের বাসিন্দা।
=========
মূলঃ সুফি সম্রাট শামস তাবরীজী (রহঃ)
=======================
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাঁদের ছদ্মবেশটা দারুণ!
শুভেচ্ছা নিরন্তর।
২| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি দৈনিক ২ মাইল হাঁটবেন, এতে আপনার রক্ত চলাচল বাড়বে, ভাবনাশক্তি পরিস্কার হবে; এগুলো ব্লগের পোষ্ট বলে মনে হচ্ছে না।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পারবো না!!!!!!!!!!!!!!!
এত্তো হাঁটাহাটি আমি করতে পারবো না!!!!!!!!!!!!!!!১
শর্ট-কাট রাস্তা থাকলে বলুন.।.।.।.।
ধন্যবাদ।
৩| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গুরু ধর সাধন কর ওরে অবুঝ মন।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কথাটা ঠিক।
শুভেচ্ছা।
৪| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: কী বলছেন যে!
শুভেচ্ছা।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কথাগুলো গুরু শামস তাবরীজী'র। আমারটা ভাবান্তর।
ধন্যবাদ নিরন্তর।
৫| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম। দারুন লাগলো। রুমি প্রতিটা মানুষের পড়া উচিত। সবাই রবীন্দ্রনাথকে পড়তে বলে। কিন্তু কাউকে শুনি নাই রুমিকে পড়ো বলতে।
শামস গ্রেট পাগল লোক। তাকে নিয়ে আমি কিছুটা পড়েছি।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রুমী'র ট্রানজিশনটা শামস তাবরীজী'র হাত ধরেই হয়েছিলো।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
রুমির আফগানিস্তান, রুমির ইরান, রুমির আজেরবাইজান ঠিক আগের মতোই রয়ে গেছে, সবাই রুমি পড়েন, কিছু বদলায় না।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো তো!!! এই সুযোগ!!!!!!
আপনি ঐখানে গেলে সব বদলে যাবে, আপনার খোঁচা খেয়ে!!!!!!! হা, হা, হা!!!!!!!!!
ঐখানে যেতে চান?
ধন্যবাদ।
৭| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৮:৫০
নেওয়াজ আলি বলেছেন: একটা লালনের গান দেন শুনি
০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই গানটি আশা করি ভালো লাগবে। একটু ভীনদেশী।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
অধীতি বলেছেন: আহা। এই সাধকেরা এখনো আছে। লুকিয়ে অথবা ছদ্মবেশে।