নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
প্রিয় রাসূলুল্লাহ (সাঃ),
আজ স্কুলে আপনাকে আঁকতে বললেন আমাদের শিক্ষিকা…
আমি আপনাকে আঁকতে চাইলাম...কিন্তু আমি তো কোনদিন আপনাকে দেখিনি!
তাই, আমার চোখ দু’টো বন্ধ করলাম…
দেখতে পেলাম আপনার জীবনী পড়তে পড়তে আমার মায়ের দু’ চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু বিন্দু…আমি দেখলাম আমার বা্বা’র সারা রাত ধরে প্রার্থনা।
আমি দেখতে পেলাম আমার বোনের হাসি, যদিও সে কয়েক মুহূর্ত আগে পাশের গলিতে লাঞ্ছিত হয়েছে।
আমি দেখলাম আমার প্রিয় বন্ধু-কে ক্ষমা চাইতে…… যদিও অপরাধটা আমারই ছিলো।
জানেন, ইয়া হাবিবাল্লাহ (সাঃ)!
এখানে, মানুষরা সবকিছুই দেখতে চায়… পর্যবেক্ষণ করতে চায়!
কিন্তু, আমি চোখ বন্ধ করলে......
দেখি আপনি আমার দিকে এগিয়ে আসছেন... আমি দেখতে পাই আপনি আমাদের দিকে আসছেন...
জগতের সবচেয়ে নিস্পাপ, নির্ভুল, জ্যোতির্ময় হাসি নিয়ে।
আমি জানি না কেমন করে এরকম জ্যোতির্ময় একটি হাসিকে আঁকা যায়।
শিক্ষিকা আমাকে কথা বলতে দিলেন না যখন এই ব্যাপারটা বুঝাতে চাইলাম।
অবশ্য, এরজন্যে আমি তাকে দোষ দেই না।
তিনি হয়তো কোনদিন শিখেন নাই কিভাবে কোন ব্যক্তিকে না দেখেই ভালবাসতে হয়।
কিন্তু……আমি?…… আমি ভালবাসি আপনাকে না দেখেই।
আমি হয়তো ভালো আঁকতে পারি না…… কিন্তু আমি লিখতে পছন্দ করি।
আমি আপনা্র কাছে লিখতে পছন্দ করি, ইয়া রাসূলুল্লাহ (সাঃ)……
আপনি যদি ফিরে আসতেন আমাদের কাছে… কয়েক ঘণ্টার জন্যে…… কয়টা সেকেন্ড…… কিংবা…… মুহূর্তের জন্যে…আমার শিক্ষিকা হয়তো ব্যাপারটা বুঝতে পারতেন।
ইতি,
আপনারই এক খাদেম
মুলঃ http://mokhtarfilmfestival.com/concours-2015/
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
না, এ যুগের। ধন্যবাদ।
২| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর চিঠি।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সত্যিই তাই! ধন্যবাদ নিরন্তর।
৩| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
ইয়েমেনের বাচ্চা?
৪| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
৩ নং কমেন্টে টাইপো--->
শিশুটি কি ইয়েমেন, বা সিরিয়ার?
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেই যুগের শিশু?