নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'করে\' এবং \'করেন\'-এর পার্থক্য যেখানে, সেখানেই প্রথম আলো\'র ব্যর্থতা

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৩



ধরুন, একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। যাকে হত্যা করা হয়েছে তাঁর শরীর আপনার সামনে উপস্থিত। হত্যাকারী নিজেও আপনার সামনে এলো। আপনি কার প্রতি সম্মান প্রদর্শন করবেন? আপনার যদি উঁচু মানসিকতা থাকে, তাহলে অবশ্যই- যাকে হত্যা করা হয়েছে, তাঁকে কখনোই হেয় বা নিচু চোখে দেখবেন না, হত্যাকারীকে উঁচু করে দেখা দূরে থাক।

আমাদের দেশে, সেই ব্যক্তিকেই 'আপনি' বলা হয়, যিনি সম্মানীয়। এটাই আমাদের রীতি। উক্ত সম্মানীয় ব্যক্তি যখন কোন কাজ করেন, তখন আমরা 'করে' না বলে 'করেন' বা 'করেছেন' বলি।

সীমান্তে গুলি করে হত্যা করা আবুল কাশেমের মৃতদেহকে ১৪ দিন পরে গতকাল ফেরত দিয়েছে বিএসএফ। সেটা নিয়ে প্রথম আলো যে নিউজ করেছে, তা পড়লে দেখা যায়, হত্যাকারী বিএসএফ-কে সম্মান দেখিয়ে প্রথম আলো'র সংবাদকর্মী লিখেছেন - 'বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করেন'। অথচ, যাকে হত্যা করা হয়েছে, সেই আবুল কাশেমের খবর লেখা হয়েছে এভাবে- 'ভারতের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করে'

এভাবে লেখাটি কি উচিৎ হলো? মানুষ যখন কথা বলে বা কোন কিছু লিখে, তখন সেই বক্তব্য থেকেই ঐ মানুষটির মন-মানসিকতা কেমন তার পরিচয় পাওয়া যায়। এটা প্রিন্টিং মিস্টেক-ও হতে পারে। তাহলে তো খুব ভালো। কিন্তু, দেশের অনেক মানুষের চিন্তা-জগতকে নেতৃত্বদানকারী পত্রিকা প্রথম আলো'র কাছ থেকে শব্দ প্রয়োগের এমন ভুল আশা করা যায় না।

আশা করি, প্রথম আলো'র সম্পাদকমন্ডলী এই কথাগুলো বিবেচনা করে দেখবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশে কিছু সেক্টরে এমন মানুষ বসে আছে যারা মনে প্রানে ভারতীয়।
প্রথম আলোর এধরনের শব্দ চয়নের নিন্দা জানাচ্ছি।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভারতীয় থাকলে অসুবিধা নেই, ভাইয়া।

ভারত-বাংলাদেশী যে-ই থাকুন না কেন, আসলে, প্রয়োজন উঁচু মন-মানসিকতার।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:



এটা একা শুধু নয়, "প্রথম আলো"তে ব্লগেও ইহা সব সময় আছে; ইহা সঠিকভাবে বাংলা না জানার কারণে হচ্ছে; বাংলাদেেশে এমন কোন বাংগালী নেই যিনি, বিএসএফ'কে ঘৃণা করে না; শেখ হাসিনাও বিএসএফ'কে ঘৃণা করেন। আমি যদি আপনার কয়েকটা পোষ্ট গিয়ে চেষ্টা করি ইহার কাছাকাছি ভুল বের করতে পারবো।

ব্লগের প্রায় কবিতায়, গল্পে "অমাপ্ত বাক্য" থাকে; সঠিকভাবে বাক্য লিখতে পারেন না আমাদের বিরাট কবি ইসিয়াক; কিন্তু কবিতা লিখে সামুর সার্ভারগুলোর হার্ডড্রাইভ ভরায়ে ফেলেছেন।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভুল মানুষের হতেই পারে। কিন্তু, কেউ সেই ভুল শোধন করে পরে ভালো মানুষ হলো কি না সেখানেই তাঁর সাথে একজন মন্দ লোকের পার্থক্য।

যেমন- আপনার মাঝে আজকাল একটু পরিবর্তন দেখা যাচ্ছে।

ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: প্রথম আলো'র যদি নিয়মিত পাঠক হয়ে থাকেন এবং মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে দেখবেন প্রায়ই কিছু না কিছু বানান ভুল থাকে। বিশেষ করে ই-কার, ঈ-কার, একসাথে দুইটা শব্দ লিখা বা আলাদা লিখার ক্ষেত্রে হুদাই একটা প্যাচ লাগায় দেয়। পরক্ষণেই অভিধান দেখা লাগে প্রকৃত শুদ্ধ কোনটা।

করে, করেন নিয়ে সম্পাদকমন্ডলীর কোন মাথাব্যাথা আছে বলে আমার মনে হয় না।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভুল মার্জনীয় যদি না সেটা ইচ্ছেকৃত হয়ে থাকে!!!

প্রিন্টিং মিস্টেক হলে ভালো কথা। কারণ, সেটা ভুল।

কিন্তু, হত্যাকারীদের সম্মান প্রদর্শন করাটা সত্যিই ভালো ব্যাপার নয়।

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯

নেওয়াজ আলি বলেছেন: মনের ভিতর ভারতের আলো বলে বাংলাদেশকে ছোট করে লিখে সুখ সুখ অনুভব করে । কেউ বলে রক্তের সম্পর্ক কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক । এই সম্পর্কে এত ছোট ভুল ব্যাপার না

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভারত আমাদের প্রতিবেশী। সেখানে অনেক ভালো মানুষ আছেন।

কিন্তু, খারাপ লাগে তখনই যখন সেখানকার প্রশাসন আমাদের উপর 'আধিপত্যবাদ' চাপানোর চেষ্টা করে।

সীমান্তে কোন মানুষকে গুলি করে হত্যা করাটা ভারতীয় আইনে আছে বলে আমার মনে হয় না। এটা নিয়ে ভাবতে হবে বিস্তর।

ধন্যবাদ নিরন্তর।

৫| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "যেমন- আপনার মাঝে আজকাল একটু পরিবর্তন দেখা যাচ্ছে। "

-কি পরিবর্তন দেখছেন?

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক পরিবর্তনই দেখলাম।

আগে আপনি এক-দুই শব্দে বা বাক্যে মন্তব্য করতেন।

এখন তো মাঝে মাঝে গদ্য লিখে ফেলেন!!! :)

ধন্যবাদ।

৬| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ভুল করা স্বাভাবিক। কিন্তু ভুল না শুধরানো অন্যায়।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি আপনার সাথে পুরোপুরি একমত।

ধন্যবাদ নিরন্তর।

৭| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৮

আলাপচারী প্রহর বলেছেন: এতো নরম গলায় ইনিয়ে বিনিয়ে বলছেন !!!
তাহলে আর এই রকম ইস্যূতে আপনার লিখে সার্থকতা কি ?

৮| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩২

আলাপচারী প্রহর বলেছেন: ”প্রথম আলো” নামটার শানে নজুল জানা আছে ভাই ?
জানা থাকলে অনেক প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.