নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি যখন খুব ছোট ছিলাম, স্বৈরাচারী সামরিক শাসক হোসেন মুহাম্মদ এরশাদ 'রাষ্ট্র ধর্ম ইসলাম' করেন। বাড়ির সবাই তখন এ নিয়ে কানাঘুষা করছিলেন। স্বভাবতই, আমার মনে তখন প্রশ্ন জেগেছিলো- রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থ কি? রাষ্ট্রের কি ধর্ম থাকতে পারে? আর, রাষ্ট্র ধার্মিক করলে- তা কি ইসলাম সম্মত? সাথে সাথে আরেকটি প্রশ্ন জেগেছিলো- 'ইসলামী রাষ্ট্র এবং রাষ্ট্র ধর্ম ইসলাম' - এই দু'টির মাঝে কোন ব্যবধান আছে কি?
যখন জ্ঞান হলো, তখন জানতে পেরেছিলাম, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা শামসুদ্দিন কাসেমী প্রমূখ আলেম যারা রাজনীতির মাঠে তখন এরশাদের বিরুদ্ধে ছিলেন তারা সবাই এরশাদের এই কর্মকে ভন্ডামী বলে আখ্যায়িত করেছিলেন এবং তা কোনক্রমেই ইসলামি নয় বলেছিলেন।
কিন্তু, যখন আমাদের দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোগুলো - কোন প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমা দুনিয়া'র দয়া-দাক্ষিণ্য পেতে রাষ্ট্র ধর্ম ইসলাম বিলের বিরোধিতা করে, তখন এদেশের আলেম সমাজ বা মুসলিম সমাজ তা আত্মসম্মানবোধের জায়গা থেকে গ্রহণ করে নিলেন।
মূলত আলেম সমাজ কিংবা ধর্মপ্রাণ মুসলমান এখনও রাষ্ট্র ধর্ম ইসলামকে গ্রহণ করছেন প্রতিপক্ষের ইসলাম বিদ্বেষের প্রতিবাদ স্বরূপ। প্রকৃত অর্থে ইসলামে রাষ্ট্র ধর্ম বলে কোন জিনিষ নেই। ইসলামের কাছে গ্রহণযোগ্য হলো - ইসলামি রাষ্ট্র, ইসলামি হুকুমত কিংবা খিলাফত আলা মিন হাজিহিন নবুওয়াহ অর্থাৎ মহানবী হযরত মুহম্মদ (সঃ) যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, ঠিক সেসরকম একটি রাষ্ট্র।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষ যদি সঠিক ভাবে ইসলামকে না বুঝতে পারে, তাহলে, রাষ্ট্র ধর্ম ইসলাম দিয়ে কি হবে?!!!
ধন্যবাদ নিরন্তর।
২| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫০
অনল চৌধুরী বলেছেন: একটা নষ্ট লম্পট খুনী মদখোর দুর্নীতিবাজ বিদেশে টাকা পাচারের সূচনাকারী -যার নিজের চরিত্রেরই ধর্মের লেশমাত্র ছিলোনা,সেই জনগণকে ধোকা দেয়ার জন্য ধর্মকে ব্যবহার করেছিলো।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি মানুষকে ধোঁকা দিয়েছিলেন, আপনি নিজেকে ধোঁকা দিবেন কি?
ধন্যবাদ নিরন্তর।
৩| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
সত্যপীরবাবা বলেছেন: আর কোনো দিক দিয়ে নিজেদের উচ্চমূল্য নির্ধারন করতে না পেরে ভূ-রাজনীতিই আমাদের শেষ ভরসা।
তবে আমরা সব সময়ই নিজেদের উচ্চমূল্য খুঁজে পাই:
প্রয়াত জন ম্যাককেইন যেবার রাষ্ট্রপতি পদে প্রতিযোগীতা করলেন, তখন সংবাদ পাওয়া গেল তিনি এবং তাঁর স্ত্রী একটি বাংলাদেশি বংশোদ্ভুত মেয়েকে দত্তক নিয়েছিলেন। যা আমাদের জন্য লজ্জাজনক হওয়ার কথা, সেটা না হয়ে আমরা গর্বিত হয়ে গেলাম যে এইবার white house প্রথমবারের মত বাংলাদেশি কেউ বাসিন্দা হবে --- আর এই সুযোগে আমরা white house এর বারান্দায় বসে চা খেতে খেতে ভূ-রাজনীতি নিয়ে বিশ্বের তাবড় রাস্ট্রনায়কদের সংগে গুরুত্বপূর্ণ আলোচনা করব।
৪| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
সত্যপীরবাবা বলেছেন: মন্তব্য করলাম চাঁদগাজীর পোস্টে --- আর প্রকাশ হইল এইখানে। এইরম ভৌতিক কান্ড কেমনে হইল? চার বিয়ার লোভে ভূত-জ্বীন সব ব্লগে চইলা আসছে মনে হয়।
@লেখক মন্তব্য দুইটা ডিলিট মাইরেন।
৫| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা হলো বাঁশি।
বাঁশি না থাকলে আর কোনো সমস্যা নাই।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাঁশি বাজিয়ে বৃন্দাবনে কি করতে চান?
শুভেচ্ছা নিরন্তর।
৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০০
নেওয়াজ আলি বলেছেন: রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলেও কোন সমস্যা নাই।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক বলেছেন।
প্রকৃত অর্থে ইসলামে রাষ্ট্র ধর্ম বলে কোন জিনিষ নেই। ইসলামের কাছে গ্রহণযোগ্য হলো - ইসলামি রাষ্ট্র, ইসলামি হুকুমত কিংবা খিলাফত আলা মিন হাজিহিন নবুওয়াহ অর্থাৎ মহানবী হযরত মুহম্মদ (সঃ) যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, ঠিক সেসরকম একটি রাষ্ট্র।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৯
অনল চৌধুরী বলেছেন: আপনি নিজেকে ধোঁকা দিবেন কি? পদ্ধতিটা কি? আর এর দরকার কি?
২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বড়ই চিন্তা-জাগানিয়া প্রশ্ন। চোখ বন্ধ করে চিন্তা করতে হবে।
ভালো থাকুন নিরন্তর।
৮| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বোবার নাকি শত্রু নাই
তাই নো কমেন্টস!!
২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা বোবা নই।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: এরশাদ ধর্ম নিয়ে রাজনীতি করেছেন এবং আরও অনেক দলই ধর্ম নিয়ে রাজনীতি করছে। এই কারনেই এই ধরনের গোঁজামিল মার্কা পদ্ধতি জনগণকে খাওয়ানো হয়েছে।