নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গতকাল রাত আর আজ বিকেলে বেশ বৃষ্টি হয়েছে। বাসার ভিতরে থাকায় খুব একটা বুঝতে পারিনি। বুঝতে পারলেও খুব একটা লাভ হতো না। নেট গড়বড় করায় বৃষ্টি চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সম্ভব হয়নি বলে মনটা খারাপ। সে যা-ই হোক, বাসায় বসে বসে মনকে এই বলে সান্তনা দিলাম যে, আগের কালে বিখ্যাত লোকরা যখন বেঁচে ছিলেন, তখন তো ফেসবুক ছিলো না। তারা তখন মনের ভাব প্রকাশ করতেন কিভাবে?
মনের মাঝে হঠাৎ একটি প্রশ্ন জেগে ঊঠলো। আচ্ছা, সে সময় যদি ফেসবুক থাকতো, তখন বাদলা দিনে বিখ্যাত লোকরা কেমন স্ট্যাটাস দিতেন? ইন্টারনেট খুঁজতেই, কিছু মজার কাল্পনিক উক্তি ভেসে উঠলো স্ক্রীনে।
মার্ক টোয়েন হয়তো স্ট্যাটাস দিতেন- ''বৃষ্টি দেখলেই ভিজতে চাইবেন না, তারা আপনাকে লোভ দেখিয়ে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে যাবে এবং তারপর ঠাণ্ডা জ্বর বাঁধিয়ে দিবে।''
জর্জ বার্নাডশ হয়তো লিখতেন- ''প্রেম হলো বৃষ্টির মতো, যার আরম্ভ ফেসবুকে আর শেষ পরিণতি রাস্তার কোমর সমান পানিতে।''
আর, আলবার্ট আইনস্টাইন কি লিখতেন? এমন কি-- ''বৃষ্টির পানি ড্রেনে চলে যাওয়ার পরও যতটুকু রাস্তায় অবশিষ্ট থাকে তাই হলো জলাবদ্ধতা।''
নেপোলিয়ানের স্ট্যাটাস-টাও হয়তো মন্দ হতো না- ''আমাকে এক পসলা বৃষ্টি দাও, আমি তোমাদের একঝাঁক ফেসবুক স্ট্যাটাস উপহার দেব।''
শেক্সপিয়রের স্ট্যাটাস কি এমন হতে পারতো- 'ভিজবো নাকি ভিজবো না'?
হয়তো তারা এমন লিখতেন, হয়তো না। কিন্তু, বৃষ্টি'র দিনে কিছু না কিছু লিখতেন, তাতে কোন সন্দেহ নেই। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন-
“তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।”
আর, জর্জ ইলিয়ট লিখেছেন- ''গোলাপ বৃষ্টির মতো ঝরবে, তা কিন্তু কখনো হবার নয়। আমরা যদি বেশি বেশি গোলাপ চাই, আমাদেরকে বেশি বেশি গাছ রোপন করতে হবে।''
[ঊক্তিগুলো ইন্টারনেট থেকে অনুবাদিত]
২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার চমৎকার
৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৪
নেওয়াজ আলি বলেছেন: লেখাটা ভালো।
৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার উপস্থাপনা
নতুনত্ব আছে তা স্বীকার
করতেই হবে। আপনাকে
ধন্যবাদ উপস্থাপন করার জন্য।
৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:২৪
শায়মা বলেছেন: বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান....
৬| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
দুকূল উপচে ওঠে ভেসে যায় মাঠ
মনময়ূরী পেখম তুলে গায় পাখি গান
মাছের ঝাঁক মহাসুখে ভেসে বেড়ায় আনন্দ কোলাহলে
বাদলা দিনে মনে হয় নদীর বুকেও যেন আছে প্রাণ।
৭| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি বেশ কিছুদিন ব্লগে ছিলেন না, সব ঠিক আছে তো?
৮| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৩:৫০
আজাদ প্রোডাক্টস বলেছেন: ওপারে স্টাটাস টা কি হবে
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালোই তো।