নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ব্লগের কি সত্যিই কি করুণ অবস্থা? সামু'র বর্তমান ব্লগারদের মান কি অন্যান্য ব্লগ বা সামু'র অতীতের ব্লগারদের চেয়ে খারাপ? আমি তেমন একটা লেখা-লিখি করি না। আমার লেখার মানও ভালো নয়। জাতে ব্যবসায়ী বিধায় উপরের প্রশ্নগুলো'র উত্তর নিয়ে একটু পেরেশান হলাম।
শেষে দেখি, উত্তর খুঁজতে একটা আইডিয়া বের করে ফেলেছি। কি সেটা? নিজের লেখার মানকে আমি যদি বুঝতে পারি, তাহলে, সামু'র অন্যান্য ব্লগারদের মানও বুঝতে পারবো।
তাই, একটি সোশ্যাল মিডিয়া পেজে আমার ৫টি লেখা শেয়ার করলাম। দুই দিন পর দেখি দুই হাজারেরও উপর লাইক!!! ১০,০০০ উপরে ভিউ!!! ৫০০-এর উপর লিংক ক্লিক!
তার মানে, লেখক হিসেবে আমি খুব একটা খারাপ নই! আর, আমার চেয়ে তো হাজার গুণের ভালো ব্লগার আছেন বর্তমান ব্লগে। তাঁরা যদি নিজেদের লেখাকে নিজেরাই প্রচার করতে থাকেন, অথবা তাঁদের হয়ে অন্যরা এই কাজ করেন তাহলে নিজের লেখা যেমন প্রচার হবে, তেমনি সামু'র একটি এড হয়ে যাবে সব জায়গায়।
প্রিয় ব্লগারেরা, একটু চেষ্টা করে দেখবেন কি, প্লিজ? ব্লগের লেখাগুলো তো আপনাদেরই!
সেই সাথে নিচের কথাগুলো যোগ করতে চাই-
***ব্লগ, ব্লগার, পোস্ট এবং পাঠক - এই চারটিকে ঘিরেই ব্লগিং রাজত্ব। এই চারটি'র মাঝে কোন জায়গায় এখনকার ব্লগিং এগিয়ে? বলছি।
১) ২০১০-১৩ সালে, ইন্টারনেট ও অনলাইনে বাংলা লেখালিখির মাধ্যমটি বেশ পরিচিতি পায়। সে সময়ে ব্লগের বেশ উত্থান ঘটে। সময়ে অনেক ব্লগ ঝরে গিয়েছে। বেঁচে আছে গুটি কয়েক। এখানেই ব্লগ হিসেবে সামু'র সার্থকতা।
২) এবারে আসি ব্লগারদের ব্যাপারে। আগে দেশের নামকরা চিন্তাবীদরা সামুতে আসতেন। আসতেন অন্যান্য প্রতিষ্ঠিত ভালো লেখকরাও। এখন তাঁরা হয়তো খুব কমই আসেন। আপনি লক্ষ করে দেখবেন, নামকরা লেখকরা লেখা শিখে ও প্রচার করে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরা অন্য মাধ্যম পেয়ে চলেও গিয়েছেন।
এখনকার ব্লগাররা হয়তো তাঁদের সমান লিখতে পারছেন না। কিন্তু, এটা চিন্তা করলে, পুরো দেশেরই তো এই অবস্থা। একজন হুমায়ুন আহমেদ বা জাফর ইকবালের পরিপূরক কোথায়? তা হবার নয়। কিন্তু, তাই বলে তো তাঁদের জায়গা দীর্ঘ দিন অপূর্ণ থাকতে পারে না।
আরেকটি ব্যাপার, আমি জাফর ইকবাল স্যারের প্রথম দিকের লেখাগুলো পড়েছি। খুব একটা ভালো লাগেনি। কিন্তু, কালক্রমে তিনি ভালো লেখক হয়ে উঠেছেন। ঠিক তেমনি, অনেকের লেখার হাতেখড়ি ব্লগে। ব্লগে লেখায় হাত পাকিয়ে তাঁরা প্রচারের অভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন না। বর্তমান ব্লগারদের অবস্থা কিন্তু তা-ই। তাঁরা প্রচারের অভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন না।
৩) পোস্টঃ ব্লগে লেখা পোস্টের ক্ষেত্রে এখানকার ব্লগাররা অনেক পরিণত। আগের কালে ভুরি ভুরি এক লাইনের টেকি সাহয্য চাই পোস্ট আসতো। 'প্রথম কমেন্টে চা চাই' জাতীয় কমেন্ট মজার হলেও কোনক্রমেই ভালো কমেন্ট বলা যাবে না। 'সহমত' 'লেদানো', 'হাহাপগে', 'হাহালুখুগে'-এর মতো কমেন্টও হতো। সেগুলো মজার হলেও এক শব্দেই হতো। সেগুলোকে কি ধর্তব্যের মধ্যে আনা যায়? কোনক্রমেই না। এখনকার ব্লগাররা অনেক দিক দিয়ে সচেতন হয়েই কমেন্ট করেন বা এর উত্তর দেন।
৪) সেই সময়ে যারা ব্লগিং করতেন, তাঁরাই পাঠক ছিলেন। তাই, এই ১ লক্ষের উপর হিট। এখনকার সময়ে ফেসবুক, ইউটিউব, ৩০টি টিভি চ্যানেল আর শত শত অনলাইন নিউজপেপার পার হয়ে পাঠকরা এখা্নে আসেন। তাই, পাঠক সংখ্যা কম হবেই। আর, এখনকার ব্লগাররা নিজেদের মার্কেটিংও কম করেন। ওটা একবার শুরু করেই দেখুন, তাঁরা প্রতিষ্ঠা পাবেনই।
পুরাতন ব্লগারদের তুলনায় বর্তমান ব্লগাররা অনেক কঠিন সময় পার করে টিকে আছেন।
সারভাইভাল ইজ দ্যা ফিটেস্ট।
তাই, এখনকার ব্লগাররা যারা এখনো লিখে যাচ্ছেন তাঁরাই সেরা। এখনকার ব্লগাররাই আগেরদের চেয়ে এগিয়ে।
আমি কিন্তু, পুরোনো ব্লগারদের লেখা খারাপ বলছি না। বরং, গুড-বেটার-বেস্টের মাঝে পার্থক্য নির্ণয় করছি।
১৫ ই জুন, ২০২০ দুপুর ২:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অবশ্যই! এক্ষেত্রে স্যোশাল মিডিয়ার যে পেজে শেয়ার করবেন, সেই পেজের এডমিনের সাথে যোগাযোগ রাখলে খুব ভালো ফল পাওয়া যায়।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট
১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগ কর্তৃপক্ষ আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরী করে দিয়েছে। বাকি কাজটা আমাদেরকেই করতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১০
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সামু'র ব্লগাররা অসাধারণ।
ধন্যবাদ নিরন্তর।
৪| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৩
মা.হাসান বলেছেন: প্রিয় মডু, পিলিস আমারে ব্যান করিয়া দেন, নচেৎ এখন হৈতে কবিতা লেখা শুরু করিয়া দিব।
১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!!!! আজকে একটু বেশি কবিতা আসছে।
আমিও আমার একটি কবিতা চালিয়ে দিবো কিনা ভাবছিলাম।
ধন্যবাদ নিরন্তর।
৫| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৮
মা.হাসান বলেছেন: প্রিয় শাইয়্যান ভাই , আপনার অনেক লেখাই নির্বাচিত পাতায় যায়। নিঃসন্দেহে আপনি খারাপ লেখেন না। পুরাতন দিনের ভালো পোস্টগুলোর কমেন্ট, ভিউয়ের সংখ্যা , লাইকের সংখ্যা লক্ষ্য করলে এখনকার লেখার সাথে পার্থক্য খুঁজে পাবেন।
১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রিয় মা.হাসান ভাই, অনেক ধন্যবাদ।
আসলে, পুরাতন দিনে সামু'র কম্পিটিটর সংখ্যা কম ছিলো। ফেসবুকের মতো মহা কম্পিটিটর তো বলতে গেলে ছিলোই না।
তাই, বাংলাদেশের লেখক-লেখিকারা অনলাইনে এক্টিভ থাকতে সামুকে বেঁছে নিয়েছিলেন। সামুই ছিলো ক্রেজ।
এখনকার সময়ে, সামুতে যাদেরকে দেখছেন, তাঁরা অনেক বাধা জয় করে এসেছেন। তাঁরা অনেক পরিণত। তাই, ভিউ আর লাইকের সংখ্যা এমন।
বর্তমান সময়ের ব্লগারদের শুধু একটু মার্কেটিং জানতে হবে। ঐটা শিখে গেলে আর কিছু লাগবে না।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬
ঢাবিয়ান বলেছেন: আমরা বর্ত্মানের সাদামাটা অতি সাধারন ব্লগার। অতীতকালের হেবি ওয়েট অসাধারন ব্লগারদের কথা জাইনা আমরা কি করব?
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা মনে রাখার জরুরী যে, আগে ফেসবুক ছিলো না। সামু এবং অন্যান্য কিছু ব্লগই ছিলো বাংলা লেখার অনলাইন মাধ্যম। তাই, প্রচুর বাঙ্গালী ব্লগার হয়েছিলেন।
এছাড়াও প্রচুর মানুষের লেখালেখির হাতেখড়ি হয় সামুতে।
পরবর্তীতে, এইসব মানুষেরা প্রয়োজনের সময়ে সামুর পাশে দাঁড়াননি।
তাই, আমি বলবো, এখনকার ব্লগাররাই সামু'র শ্রেষ্ঠ ব্লগার।
ধন্যবাদ নিরন্তর।
৭| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের বর্তমান ব্লগারগণ ব্লগের সর্বকালের সর্বশ্রেষ্ট ব্লগার। ১০০ তে ১০০ ভাগ সঠিক।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমারও তাতে সন্দেহ নেই।
এখনকার ব্লগারদের লেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁরা সেটা করতে পারলেই পারবেন।
ধন্যবাদ নিরন্তর।
৮| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩
জোবাইর বলেছেন: আপনার লেখা ভালো এতে কারো দ্বিমত নেই। লেখা শুধু ভালো হলেই হয় না। বর্তমান যুগে কিছুটা প্রচার ও বিজ্ঞাপণও প্রয়োজন হয়। আপনি এবং আপনার মতো যারা সামু ব্লগকে এখনো চমৎকার লেখা দিয়ে সজীব রেখেছেন তাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
তবে সামুর আজকের লেখা ও অতীতের (স্বর্ণযুগ!) লেখা সম্পর্কে তুলনামূলক আলোচনা করতে হলে সামুর অতীত ও বর্তমান সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। এখন আমরা ফেসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়ায় আমাদের লেখার লিঙ্ক দিয়ে কিছু পাঠক বাড়াতে পারি। যে সুযোগটি সামুর স্বর্ণযুগে ছিল না। এখন বাংলাদেশের প্রায় ৬০% লোক ইন্টারনেট ব্যবহার করে। আজ থেকে ১০ বছর আগে বাংলাদেশের ইন্টারনেট আজকের মতো অত সহজলভ্য ছিল না।
তারপরেও স্বর্ণযুগের এক একটা পোস্টের হিট, লাইক এবং প্রিয়তে নেওয়ার সংখ্যা আজকের চেয়ে অনেক অনেক গুণ বেশি ছিল। উদাহরণ হিসাবে লক্ষাধিক হিটের একটি পোস্টের লিঙ্ক দিলাম:
বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো:
উল্লেখ্য, তখন দশ হাজারের ওপরে হিট পাওয়ার মতো একাধিক পোস্ট প্রায় প্রতিদিনই আসতো! যাই-হোক, ফেলে আসা অতীতকে রোমন্থন করে লাভ নেই। বর্তমানকে মেনে নিয়ে ভালো দিনের প্রত্যাশায় আমাদের এগিয়ে যেতে হবে।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রশংসার জন্যে অশেষ ধন্যবাদ।
শ্রদ্ধা রেখেই আপনার সাথে কিছু ব্যাপারে দ্বিমত পোষণ করছি এভাবে-
***ব্লগ, ব্লগার, পোস্ট এবং পাঠক - এই চারটিকে ঘিরেই ব্লগিং রাজত্ব। এই চারটি'র মাঝে কোন জায়গায় এখনকার ব্লগিং এগিয়ে? বলছি।
১) ২০১০-১৩ সালে, ইন্টারনেট ও অনলাইনে বাংলা লেখালিখির মাধ্যমটি বেশ পরিচিতি পায়। সে সময়ে ব্লগের বেশ উত্থান ঘটে। সময়ে অনেক ব্লগ ঝরে গিয়েছে। বেঁচে আছে গুটি কয়েক। এখানেই ব্লগ হিসেবে সামু'র সার্থকতা।
২) এবারে আসি ব্লগারদের ব্যাপারে। আগে দেশের নামকরা চিন্তাবীদরা সামুতে আসতেন। আসতেন অন্যান্য প্রতিষ্ঠিত ভালো লেখকরাও। এখন তাঁরা হয়তো খুব কমই আসেন। আপনি লক্ষ করে দেখবেন, নামকরা লেখকরা লেখা শিখে ও প্রচার করে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরা অন্য মাধ্যম পেয়ে চলেও গিয়েছেন।
এখনকার ব্লগাররা হয়তো তাঁদের সমান লিখতে পারছেন না। কিন্তু, এটা চিন্তা করলে, পুরো দেশেরই তো এই অবস্থা। একজন হুমায়ুন আহমেদ বা জাফর ইকবালের পরিপূরক কোথায়? তা হবার নয়। কিন্তু, তাই বলে তো তাঁদের জায়গা দীর্ঘ দিন অপূর্ণ থাকতে পারে না।
আরেকটি ব্যাপার, আমি জাফর ইকবাল স্যারের প্রথম দিকের লেখাগুলো পড়েছি। খুব একটা ভালো লাগেনি। কিন্তু, কালক্রমে তিনি ভালো লেখক হয়ে উঠেছেন। ঠিক তেমনি, অনেকের লেখার হাতেখড়ি ব্লগে। ব্লগে লেখায় হাত পাকিয়ে তাঁরা প্রচারের অভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন না। বর্তমান ব্লগারদের অবস্থা কিন্তু তা-ই। তাঁরা প্রচারের অভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন না।
৩) পোস্টঃ ব্লগে লেখা পোস্টের ক্ষেত্রে এখানকার ব্লগাররা অনেক পরিণত। আগের কালে ভুরি ভুরি এক লাইনের টেকি সাহয্য চাই পোস্ট আসতো। 'প্রথম কমেন্টে চা চাই' জাতীয় কমেন্ট মজার হলেও কোনক্রমেই ভালো কমেন্ট বলা যাবে না। 'সহমত' 'লেদানো', 'হাহাপগে', 'হাহালুখুগে'-এর মতো কমেন্টও হতো। সেগুলো মজার হলেও এক শব্দেই হতো। সেগুলোকে কি ধর্তব্যের মধ্যে আনা যায়? কোনক্রমেই না। এখনকার ব্লগাররা অনেক দিক দিয়ে সচেতন হয়েই কমেন্ট করেন বা এর উত্তর দেন।
৪) সেই সময়ে যারা ব্লগিং করতেন, তাঁরাই পাঠক ছিলেন। তাই, এই ১ লক্ষের উপর হিট। এখনকার সময়ে ফেসবুক, ইউটিউব, ৩০টি টিভি চ্যানেল আর শত শত অনলাইন নিউজপেপার পার হয়ে পাঠকরা এখা্নে আসেন। তাই, পাঠক সংখ্যা কম হবেই। আর, এখনকার ব্লগাররা নিজেদের মার্কেটিংও কম করেন। ওটা একবার শুরু করেই দেখুন, তাঁরা প্রতিষ্ঠা পাবেনই।
তাই, বলবো, এখনকার ব্লগাররাই এগিয়ে।
ধন্যবাদ নিরন্তর।
৯| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
আগের ব্লগারদের (সোনালী যুগের) বেশীরভাগ লেখা ভুল ধারণার উপর ভিত্তি করে লেখা থাকতো; বেশীরভাগই অনলাইন, বইপত্র থেকে কপিকরা লেখা ছিলো, অনেকেই না বুঝেও কঠিন বিষয়ের উপর লিখতেন। তখন ব্লগে দলাদলি ছিল, নিজ দলের কেহ একজন কঠিন কোন বিষয়ে কিছু লিখলে দলের সবাই ঝাপিয়ে পড়ে কমেন্ট করতেন; এবং সবার টনে টনে মালটি নিক ছিল; এরা সবাই নিজের লেখার চাপে ক্লান্ত হয়ে গেছেন।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পুরাতন ব্লগারদের তুলনায় বর্তমান ব্লগাররা অনেক কঠিন সময় পার করে টিকে আছেন।
সারভাইভাল ইজ দ্যা ফিটেস্ট।
তাই, এখনকার ব্লগাররা যারা এখনো লিখে যাচ্ছেন তাঁরাই সেরা।
ধন্যবাদ।
১০| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: আমি তো দীর্ঘদিন ধরে দেখছি। তাই একটা কথা বলি-
এখনই সামুর সবচেয়ে সুন্দর সময় যাচ্ছে। সেরা সময়।
ভালো লেখা বা মন্দ লেখা বলে কোনো কথা নেই।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেরারাই সেরা সময় পার করছেন।
ভালো বা মন্দ লেখা বলিনি। বরং, গুড, বেটার, বেস্টের তুলনা করেছি।
আমাদের জেনারেশনই বেস্ট।
ধন্যবাদ নিরন্তর।
১১| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
আমি সাজিদ বলেছেন: এমন পোস্টে পুরাতন ব্লগারদের মন্তব্যে আমি কষ্ট পেলাম। আপনারা আগের সাথে এখনকার তুলনায় যাচ্ছেন কেন ? আর লেখক নিজের পোস্ট নিজের টাকা দিয়ে ফেসবুকে বুস্ট দিয়ে সেটার এনগেজমেন্ট নিয়ে ব্লগে কথা বলে আগের পুরাতন ব্লগারদের ছোট করতে এসেছেন।
কোয়ালিটির কথা কি বলবো ? জোর করে সেরা হওয়া যায় না। এই পোস্ট আমি আপত্তিকর পাইসি। আমি রিপোর্ট দিতেসি। ডিলেট মারেন।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি মনে ব্যাথা পেয়ে থাকলে দুঃখিত। আসলে, আমি কিন্তু কাউকে অপমান করিনি।
বরং, গুড-বেটার-বেস্টের মাঝে পার্থক্য নির্ণয় করতে বলেছি।
সামু'র অতীতের ব্লগাররা আমাদের যা দিয়েছেন, তা ভুলে যাওয়ার নয়। কিন্তু, তাই বলে, তাঁরা এখনকার ব্লগারদের হেয় করতে পারেন না!
ধন্যবাদ নিরন্তর।
১২| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:২১
রাকু হাসান বলেছেন:
যদি কোনো বুস্ট ছাড়া করে থাকেন তাহলে আপনাকে ক্রেডিট দিব । প্রশংসার দাবিদার । বুস্টে সবাই পারবে না । নিজে এমন একটি পেজ গড়ে নিজের লেখা প্রমোট করা অনেক কষ্টের । এবং দীর্ঘ মেয়াদী ব্যাপার সেপ্যার । লেখা্র মান ভাল হলে সময় কম লাগবে। আসলে নিজের লেখাকে পাঠকের কাছে পৌঁছাতে যা যা করা দরকার তা করি না । ব্যক্তিগতভাবেও করি না । যা লিখি ব্লগেই । আপনারাই পড়েন ,মন্তব্য করেন । এই ।
১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বুস্ট সম্পর্কে আমার এখনো পরিস্কার ধারণা নেই। তবে, জানি, একটা বইয়ের এড বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়, তেমনি বুস্টের মাধ্যমেও তা করা যায়। এটা পেজ এডমিনের নিজের এক্তিয়ার। আমি কি ভুল বলছি?
নিজের পেজ না থাকলে প্রতিষ্ঠিত অনেক পেজ আছে সামাজিক মাধ্যমগুলোতে। ওগুলোতে পোস্ট এপ্রুভ করলে লক্ষাধিক পাঠকের কাছে পৌছা সম্ভব।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯
বিজন রয় বলেছেন: আচ্ছা আমিও তাহলে!!