নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
কি বা হবে মেয়েগুলোর বয়স। একজনের বয়স খুব বেশি হলে ২০-২১। বাকিদের বয়স খুবই কম। এই বয়সেই নিজের বাবার মৃতদেহ কাঁধে তুলে শশ্মানে নিয়ে যেতে হবে তারা কি ভেবেছিলো। বুঝতে পেরেছিলো কি আশে-পাশের প্রতিবেশী, আত্মীয়স্বজন এভাবে দূরে সরে যাবে?
তাদের বাবা সঞ্জয় যক্ষা রোগে ভুগছিলেন। খুবই দুঃস্থ এই ব্যক্তি'র জন্যে ভারতের সরকারী হাসপাতালের ঔষধই ছিলো শেষ ভরসা। কিন্তু, লকডাউনের কারণে ঔষধের আকালে তাও বন্ধ হয়ে যায়। ফলে, যক্ষা রোগে মৃত্যু হয় সঞ্জয়ের।
মৃত্যুর পরেও কি শান্তি মিললো তাঁর? ঠিক মতো সৎকার কি হয়েছে তাঁর দেহের? করোনা সন্দেহে যখন পাড়া-প্রতিবেশী দূরে সরে গেলো, যখন বুক ভরা আহাজারী নিয়ে মেয়েগুলো তাঁর দেহ কাঁধে তুলে নিয়েছিলো, পরপারে গিয়েও কি রেহাই মিলেছে সঞ্জয়ের?
সময়ই তার উত্তর বলে দিবে।
ছবিঃ সংগৃহীত
০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছবিটি আমার নিজের তোলা, অন্য একটি ছবি থেকে। ইত্তেফাক ও অন্যান্য গণমাধ্যম একই ছবি দিয়েছে -view this link
ধন্যবাদ নিরন্তর।
২| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সত্যিই তাই। ভালো থাকুন নিরন্তর।
৩| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৫
গেছো দাদা বলেছেন: দায়ীত্ব নিয়ে বলছি এটি একটি মিথ্যা পোষ্ট। আমি এই নিউজ টার ব্যাপারে জানি। ঘটনাটি ২ বছর আগেকার। তখন কোরোনার কোনো চিহ্নই ছিল না। পরিপ্রক্ষিত টাও আলাদা ছিল। এইভাবে সামুর পাঠক দের সাথে মিথ্যাচারের কারন কি ?
০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইত্তেফাকসহ অনেক গণমাধ্যম এই ঘটনা ছাপিয়েছে। আমিও দায়িত্ব নিয়ে তাঁদের নিউজটি এখানে লিখেছি।
ধন্যবাদ।
৪| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৬
০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ। ইত্তেফাকসহ অনেকেই এই নিউজ করেছে। শুভেচ্ছা নিরন্তর।
৫| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৩
নেওয়াজ আলি বলেছেন: মানবতার মরণ হচ্ছে
০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্যাপারটা খুবই দুঃখজনক। ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১১
রাফা বলেছেন: ছবি সংগৃহিত মানে কি ?এটা কি সেই নিউজের ছবি না ? নাকি সংবাদ একটা আর ছবি ব্যবহার করলেন আরেকটি?
এমন পোষ্টে লিংক সংযোজন করাই উচিত।ধন্যবাদ.