নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যেসব মুসলমান পশ্চিমা দেশে করোনা ভাইরাসের আক্রমনে খুশি হয়েছেন, তারা ভুল পথে আছেন

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৩



প্রথমতঃ কোন ভালো মুসলমান অন্য কোন মানুষের (মুসলমান/অমুসলমান) দুর্দশা দেখে আনন্দ পেতে পারে না।

দ্বিতীয়তঃ ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ)-এর উপর তায়েফে যখন আক্রমন হলো, তিনি আল্লাহর ফেরেশতাদের মানা করেছিলেন প্রতিশোধ নিতে। অর্থাৎ, আল্লাহ'র গজব থেকে তায়েফবাসীদের বাঁচিয়েছিলেন।

ইন্টারনেটে, তথাকথিত ইসলামের ধ্বজাধারীরা করোনা পরিস্থিতিকে আল্লাহ'র গজবের সাথে তুলনা করেছেন। তারা সমীকরণ দাঁড় করাচ্ছেন, কেন পশ্চিমাদের উপর এমন দূর্বিপাক নেমে এসেছে। একটা ভিডিওতে দেখলাম, পবিত্র কোরআন শরীফের সূরা রোমের ব্যাখ্যা দিচ্ছেন তারা এই ভাবে- সেই সূরাতে রোমের ধ্বংসের কথা বলা হয়েছে। সাধু একটু সাবধান!

এটা মনে রাখা জরুরী যে, এক সময়ে রোম ছিলো অগ্নি-পূজারীদের দখলে। আর এখন? ইটালীর জনগণের সিংহভাগ হযরত ঈসা (আঃ)-এর অনুসারী। তা-ও যে সে খ্রিস্টান নন, ৭৮.৯% ক্যাথলিক। তাহলে, কোরআনে বর্ণিত রোমের সাথে বর্তমান রোমের মিল রয়েছে কি?

আরেকটি ভিডিওতে দেখলাম, বক্তা এই বলে ভয় দেখাচ্ছেন যে, আল্লাহর গজব যখন আসে, তখন ভালো মানুষেরাও রক্ষা পায় না। কত্ত বড় ভুল একটি ধারণা। অথচ, নবীদের উদাহরণ থেকে আমরা জানতে পারি, যুগে যুগে কিভাবেই না খোদাতায়ালা ভালো মানুষদের রক্ষা করেছেন! এমনকি, তাঁর পাঠানো আজাব বা গজবের সময়েও নবীদের দিয়ে খোদা ভালো মানুষদের বাঁচিয়েছেন।

আমরা এখনো জানি না, করোনা ভাইরাস আল্লাহর পাঠানো গজব না পরীক্ষা। গজব হলে ভালো মানুষদের চিন্তা নেই। কিন্তু, এটা আল্লাহর পক্ষ থএকে পরীক্ষা হলে, কেউই রক্ষা পাবার কথা নয়। সবাইকেই আল্লাহ পরীক্ষার মাঝে ফেলতে পারেন।

তাই, আবারো বলছি, সাধু সাবধান!

আল্লাহ আপনাদের কোরআন ভালো ভাবে বোঝার ও সুন্নাহ পালন করার তওফিক দান করুন এই কামনা করি।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরেই মুসলিমরা ভুল পথে আছেন ধর্মের দোহাই দিয়ে।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার লেখায় টাইপিং এরোর আছে। লেখা উচিৎ ছিলো- 'যুগ যুগ ধরেই অনেক মুসলিম ভুল পথে আছেন ধর্মের দোহাই দিয়ে।'

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৯

নতুন বলেছেন: আপনি কেমন আছেন? শরীর কেমন এখন?

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, ভালো আছি। চোখের ইনফেকশন ভালোর পথে। খাওয়া-দাওয়াও নরমাল। গতকাল থেকে অফিস করছি বাসায় বসে। :)

ধন্যবাদ নিরন্তর।

৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২০

ফয়সাল রকি বলেছেন: আল্লাহ সবাইকে এই বিপদ থেকে রক্ষা করুন।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার দোয়া কবুল হোক এই কামনা করি।

শুভেচ্ছা।

৪| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি অসুস্হতা নিয়ে পোষ্ট দিয়ে ছিলেন; পরে, সুস্হতা নিয়ে কি পোষ্ট দিয়েছিলেন?

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: না দেইনি। কারণ, এখনো পুরোপুরি সুস্থ্য হইনি। চোখের ড্রপ চলছে। কাশি রয়ে গিয়েছে। হোম কোয়ারেন্টাইনে আছি এখনো।

জিজ্ঞাসা করার জন্যে ধন্যবাদ।

৫| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
শুভেচ্ছা।

৬| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৪

আলআমিন১২৩ বলেছেন: সুন্দর লিখেছেন।ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

৭| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: তাঞ্জিয়ার মাটি থেকে ঘরের বাইরে পা রেখে ইবনে বতুতা যেমন প্রদক্ষিণ করেছিল সমগ্র ভূ-পৃষ্ঠের জল, স্থল, সমতল; ৭০০ বছর পরে উহানের ঝাঁ চকচকে বাজার থেকে বেরিয়ে এসে হাসিমুখেই ইবনে বতুতার আরেক মুরিদ কভিড-১৯ ভ্রমণ সম্পন্ন করেছে পুনরায় পৃথিবীর জল, স্থল, সমতল। হে মহান পর্যটক, আপনার ভ্রমণে আমরা খুশি নই, আতঙ্কিত।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জলে কি কোভিড-১৯ থাকে!!!!!!!!!!!!!

জল দিয়ে ১০ সেকেন্ড হাত ধুলে ঐ জীবাণু চলে যায় বলেই জানতাম!!!!!

আপনি কি নতুন সূত্র আবিস্কার করছেন?

৮| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মত এমন ধর্ম নিয়ে উন্মাদনা পৃথিবীর আর কোন দেশে নেই আবার সেই অতি ধার্মিকদের দেশেই দুর্নীতির আখড়া!
তাহলে হিসেবটা কি?

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধর্মের মধ্যে 'অতি' বা 'কম' বলে কোন কিছু নেই।

একটু ভুল বলেছেন।

যখন, ধার্মিকরা কখনোই অতি-ধার্মিক হয়ে যায় না, বরং, গুনাহগার ধার্মিক বলে পরিচিতি লাভ করে।

নতুন ধর্ম আবিস্কার করছেন?

৯| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৫

কুকরা বলেছেন: পশ্চিমারা অনেক গর্হিত কাজকে আইনগত বৈধতা দেয়া আরম্ভ করেছে, সেম সেক্স বিবাহ, ভাই-বোনের বিবাহ, এইভাবে চলতে থাকলে হয়তো আরও জঘন্য
জঘন্য বিষয়কে এরা লিগ্যাল করে ফেলবে। এবং সেইসব জঘন্য বিষয়কে পৃথিবীর অন্যান্য দেশেও চালু করার জন্য শক্তিপ্রয়োগ করবে। মানব জাতি আল্লাহ তায়ালার একটা স্পেশাল প্রোজেক্ট, এই প্রজেক্টের বাস্তবায়নে আল্লাহ তায়ালার হস্তক্ষেপ থাকবেই, অতীতের আদ, সামুদ ইত্যাদি জাতির ঘটনা তার প্রমান।

পশ্চিমাদের চরম দুরাচারের কাউন্টারে যে মহামারি/প্রাকৃতিক দুর্যোগ আসবে - তা স্বাভাবিক। কতিপয় মুসলমান এতে খুশি হতেই পারে, বরং খুশি হওয়াই উচিত। কারন করোনা মহামারি এদের অপরাধী-মানসিকতা সম্পন্ন জনগোষ্ঠির পাপাচারের গতিকে কমিয়ে দিবে - এইটা অবশ্যই খুশি হওয়ার মত একটা বিষয়। এছাড়াও অন্যায় ভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যুদ্ধ, আফ্রিকার সম্পদ লুট - আরও অনেক পাপের ফিরিস্তিু তো এদের আছেই। আমার তো মনে হয়, করোনা মহামারি কেবল শুরু, এর পরে হয়তো আরও কঠিন বিপদ সিরিজ ধরে আসতে থাকবে।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

কুকরা বলেছেন: ''সেইসব জঘন্য বিষয়কে পৃথিবীর অন্যান্য দেশেও চালু করার জন্য শক্তিপ্রয়োগ করবে।''

আপনি ভবিষ্যৎ জানেন কি করে?! 'করবে', 'খাবে', 'যাবে' এসব তো ভবিষ্য বচন!

আল্লাহ আপনার কথায় চলেন না আপনি আল্লাহর কথায় চলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.