নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
***আমার ছোট ভাই ডাক্তার। ইবনে সিনা হাসপাতালের আই,সি,ইউ-এর সিনিয়র মেডিক্যাল অফিসার। করোনায় বিশ্বের অন্যান্য দেশের অবস্থা যখন সঙ্গীন, বাংলাদেশের কেউ ইনফেক্টেড হয়নি তখনো! একদিন আমার কাছে এসে বললো- বাংলাদেশে করোনা রোগী আছে বলে আমার সন্দেহ হচ্ছে।
অন্যান্য হাসপাতালগুলো্র মতো তারটিতেও ডাক্তারদের দরকারী প্রটেকশন স্যুট নেই। সে খুব ভয় পাচ্ছে। তাঁর নিজের জন্যে নয়, বরং, চার বছরের ছোট মেয়েটির জন্যে তাঁর ভয় বেশি। আমার ভাইয়ের কিছু হলে, মেয়েরও হতে পারে।
***আমি ব্যবসায়ী মানুষ। তাই, তাঁকে বললাম, তোমাদের হাসপাতালের এত্তো টাকা-পয়সা, নিজেরা কিনে নিলেই পারে। সে বললো যে, হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে খুব একটা প্রেসার গায়ে নিচ্ছে না!
এই অবস্থাতেই, সে নিজে আমার সামনে দারাজ থেকে প্রটেকটিভ গিয়ার অর্ডার করলো। কিনে সেগুলো পড়ে হাসপাতালে গেলো। গত ১ সপ্তাহ ধরে সে বাসায় আসছে না। তাঁদের ডাক্তাররা বাসায় আসার আগে নিজেরাই সেলফ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে, বাসা ভাড়া নিয়ে।
***আমার অফিসটা খালি পড়ে রয়েছে। তাই, তাঁদেরকে অফার করলাম থাকার জন্যে। আজ তাঁরা আমার অফার ফিরিয়ে দিয়েছে। কোন এক ডাক্তারের বাসা কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করছে, ঐ ডাক্তারের বৌকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে।
***আম্মা আজ ভাইবারে আমাদের পরিবারের গ্রুপে লিখেছেন- ''ছেলেকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি।''
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সত্যিই তাই।
মন্তব্যের ধন্যবাদ নিরন্তর।
২| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৪
দি রিফর্মার বলেছেন: যে সকল ডাক্তার নিজের ও পরিবারের মায়া ত্যাগ করে নিরন্তর এই সংগ্রামে অগ্র নায়কের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন তাদের জানাই সশ্রদ্ধ সালাম। তোমরা দিনরাত ছায়া দিয়ে আছ বলে আমরা শঙ্কাহীন নিদ্রা যেতে পারছি।
আর এমন মায়েদের পায়ে জানাই অসংখ্য কদমবুচি।
সবাইকে আল্লাহপাক হেফাজত করুন।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার মন ছোঁয়া কথাগুলোর জন্যে ধন্যবাদ নিরন্তর। আপনার সালাম যথাস্থানে পৌঁছে দিচ্ছি।
এই দুঃসময়ে পাশে থাকার জন্যে মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
৩| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: মনে সাহস রাখুন; মাকেও সেই মতো শক্তি যোগাবেন।। যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত কাজেই পরিষেবা দানের সঙ্গে যদি যথাযথ সতর্কীকরণ মেনে চলেন তাহলে সমস্যা হওয়ার কথা নয়। বাকিটা উপরওয়ালার সহায়।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সতকর্তা মেনে চলছে বলে শুনেছি। সেই জন্যেই সেলফ কোয়ারেন্টাইনে আছে।
শুভেচ্ছা অনেক।
৪| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত সাহসী এবং মানবিক পদক্ষেপ,
এটা আমাদের দ্বিতীয় যুদ্ধ,
ইতিহাস বলে সবসময় মায়েরা এভাবেই জাতিকে
অনুপ্রেরনা দেয়।
..........................................................................
মা'কে আমার সশ্রদ্ধ সালাম ।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার সালাম মায়ের কাছে পৌঁছে দিচ্ছি।
ভালো থাকুন নিরন্তর।
৫| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফি আমানিল্লাহ।
আল্লাহ উনাকে রহমতের চাদরে ঘিরে রাখূন। নিরপদ রাখূন। এবং সেবার প্রতিদান দিন।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।
আজ বাসায় এসেছে কয়েক ঘণ্টার জন্যে। ভালো আছে, আলহামদুলিল্লাহ।
শুভেচ্ছা থাকলো নিরন্তর।
৬| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সহায় হবেন। অবশ্যই সহায় হবেন।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আল্লাহ সবার সাথে থাকুন এই দোয়া করি।
ভালো থাকুন নিরন্তর।
৭| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:০৫
অপ্রতীয়মান বলেছেন: আল্লাহ্ সবাইকে হেফাযত করুক। আপনার ভাই সহ নিবেদিতপ্রাণ সকল ডাক্তারদের জন্য মঙ্গল কামনা করছি।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আল্লাহ সবাইকে হেফাযত করুন এই দোয়া করছি।
ভালো থাকুন নিরন্তর।
৮| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: এক্ষেত্রে নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, ভাইয়া। সব ডাক্তারকে নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।
ভালো থাকুন নিরন্তর।
৯| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৭
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ অবশ্যই সহায় হবেন।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
শুভেচ্ছা নিরন্তর, ভাইটি।
১০| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:৫৮
ইফতি সৌরভ বলেছেন: ডাক্তারদের যথাযথ সম্মান এ দেশ কখনও দেয় নি। নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তারা এ মহামারীসহ পূর্বেও যেভাবে দেশকে সেবা দিয়েছেন, তার জন্য পেশা হিসেবে "ডাক্তার"দের 'বীর' উপাধি দেওয়া উচিত। অথচ, করোনার দিন শেষ হওয়া মাত্রই দেখবেন, সংবাদ সম্মেলনগুলোতে কারা এই "বীরত্ব" পদক হাতিয়ে নেয়।
"ডাক্তার"সহ যারা এ দুর্যোগে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম!
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: যার সম্মান প্রাপ্য, তাঁকেই দিতে হবে। সম্মান কেড়ে নেওয়া উচিৎ না, যদি তা প্রাপ্য হয়ে থাকে।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৪
শাহারিয়ার ইমন বলেছেন: কি একটা অবস্থা