নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
বাসায় বসে অফিস করছি প্রায় এক সপ্তাহ হয়ে গেলো। কাহা তক আর এমন বাধো বাধো রসকষহীন অবস্থা ভালো লাগে! আমি ডাক্তার নই, তাই, করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে পারছি না। প্রশাসনের লোকও নই যে নির্দেশ দিয়ে করোনার বিরুদ্ধে মানুষের সেবায় লাগবো। এমনকি, সেনাবাহিনী বা পুলিশবাহিনী'র কেউ নই যে, দেশের সেবায় লাগতে পারবো।
এই, যখন অবস্থা, তখন, কিভাবে করোনা পরিস্থিতিতে নিজেকে দেশ ও দশের সেবায় লাগাবো? টাকা-পয়সাও খুব একটা বেশি নাই, যা মানুষের মাঝে বিলিয়ে দিয়ে মনের দুঃখ মেটানো যাবে।
শেষ-মেশ ঠিক করলাম, করোনা নিয়ে মানুষকে সাবধান করতে ভিডিও তৈরী করবো। যেই ভাবা সেই কাজ!
প্রথমেই, বানিয়ে ফেললাম, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নিচের ভিডিওটি-
এরপরে, জানতে পারলাম, করোনা নিয়ে অনেক ভুল ধারণা মানুষ লালন করছেন। তাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য নিয়ে বানিয়ে ফেললাম এটি-
করোনায় যারা মারা যাচ্ছেন, তাঁদের দাফন বা সৎকার একটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই, এই ভিডিওটি অনেক গুরুত্ব বহন করে-
আবহ সঙ্গীত ছাড়াও একই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি-
আর, এই একটু আগে, বানিয়েছি নিচের ভিডিওটি। কিভাবে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ব্যবহার করা যায়, সে ধরণের একটি ভিডিওতে আমি কন্ঠ দিয়েছি-
সবশেষে, যারা কবিতা ভালোবাসেন, তাঁদের জন্যে নিচের ভিডিওটি। আমি আবৃত্তিকার নই। কখনো ছিলামও না। কন্ঠে তাই জড়তা স্পষ্ট-
২৭ শে মার্চ, ২০২০ রাত ১:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইটি।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১:২১
সাহাদাত উদরাজী বলেছেন: াল লাগলো। আরো বানান।
২৭ শে মার্চ, ২০২০ রাত ১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি প্রফেশনাল ভিডিও এডিটর ব্যবহার করিনি। তাই, খুব একটা ভালো হয়নি।
ভালো থাকুন নিরন্তর।
৩| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার ডাক্তারদের বাঁচান, তাহলে আপনার দেশ বাঁচবে। সময় নষ্ট করবেন না,
টিক টিক টিক।
২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার ছোট ভাই ডাক্তার। মা বলেছেন- আল্লাহর হাতে সপে দিয়েছি।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১:১৫
নেওয়াজ আলি বলেছেন: সচেতনমুলক কাজ। চালিয়ে যান।