নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

উই কেনোট \'ফাইট\' উইথ করোনা, বাট উই কেন \'ফাইট\' টু সেভ হিউম্যান বিইংস

২১ শে মার্চ, ২০২০ রাত ৯:২৯



ডাক্তাররা পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের (পি,পি,ই) অভাবে নিজেদের কর্মক্ষেত্র থেকে বয়কটে যেতে পারেন এমন খবরে আমি একটু চিন্তিত হয়ে খোঁজ নিলাম। করোনা ভাইরাস মোকাবেলায় আসলেই কি এই ধরণের ইকুইপমেন্ট কতটা দরকার আছে? যদি দরকার হয়, সরকার চাইলেই কি তা সরবরাহ করতে পারেন? পারলে, কত খরচ হতে পারে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র রিপোর্ট অনুযায়ী, স্বাস্থ্যকর্মীদের এই ধরণের সরঞ্জামাদি লাগবে।

তবে, সব মানুষের এই ধরণের ইকুইপমেন্টের দরকার নেই। করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচতে নিম্নের পন্থাগুলো অনুসরণ করলেই যথেষ্ট বলছে এই সংস্থাটি-




তবে, যদি দরকার হয়, বাংলাদেশের সরকার কি ১৭ কোটি জনগণের সবাইকে এই ধরণের ইকুইপমেন্ট সরবরাহ করতে পারবে? বাংলাদেশের ফরেন কারেন্সী'র রিজার্ভ বর্তমানে ২৬৮৮ বিলিয়ন টাকা ছাড়িয়েছে। একেকটি পি,পি,ই সেটের মূল্য যদি ২৫০০ টাকা হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভের টাকা দিয়ে এই ব্যয় নির্বাহ করা সম্ভব। দেশের ইমার্জেন্সী'র সময়ে অনেক দেশ তাদের ফরেন কারেন্সী রিজার্ভের টাকা থেকে দেশের উন্নয়নে ব্যয় করেছে (view this link)।

তবে চাইলেই, বাংলাদেশের সরকার এই ইকুইপমেন্ট সরবরাহ করতে পারবে না। কারণ, বিশ্ববাজারে বর্তমানে এর মজুদ কম বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে।



কিভাবে এই সমস্যা মোকাবেলা করা যেতে পারে? হু বলছে-




২১ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, আমাদের গার্মেন্টস শিল্পে বিদেশী ক্রেতারা তাঁদের ওর্ডার বাতিল করছেন। শ্যেন অয়ার্ন যদি মদের ব্যবসা ছেঁড়ে সেনিটাইজার বানাতে পারেন, আমাদের গার্মেন্টস শিল্প মালিকরা কি পারসোনাল প্রটেক্টিভ ইকুপমেন্ট বানাতে পারেবেন না!!!

আশা করি সবার বোধদয় হবে।

সবাই সুস্থ্য থাকুন, ভালো থাকুন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের রিজার্ভ "২৬৮৮" বিলিয়ন ডলার? একজন কাবুলীওয়ালাও আপনার থেকে ভালো জ্ঞান রাখেন। সিলেটের সব মানুষ কি ফাউল?

রিজার্ভ কি কাজে ব্যবহৃত হয়, আপনি জানেন নাকি? আপনাকে দেশ থেকে বের করে দেয়ার দরকার।

২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ডলার নয়, টাকা। ২৬৮৮ বিলিয়ন টাকা।

গাঁজা খেয়ে আজে-বাজে কমেন্ট করা কি আপনার অভ্যেস? ব্লগে প্রায় পোস্টেই আপনি এরকম করেন।

শুনেছি, আপনার বয়স অনেক, আমেরিকায় থাকেন, পিএইচডি করেছেন। তবে, ভদ্রতা আসলে সার্টিফিকেটধারী অনেকেরই নেই।

২| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: মুজিব বর্ষের যে বাজেট করা হয়েছিলো- তা করোণার জন্য ব্যয় করা যেতে পারে।

২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঐ টাকা ছাড়াও সরকারের হাতে টাকা আছে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২১ শে মার্চ, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: সরকারের হাতে যে টাকা আছে তা তো আগেই বাজেট করা হয়ে গেছে।

২২ শে মার্চ, ২০২০ রাত ১২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হয়ে গেছে!!!! জানতাম না তো!!!

৪| ২১ শে মার্চ, ২০২০ রাত ১১:১৫

নেওয়াজ আলি বলেছেন: ডাক্তারদের সেফটি সরঞ্জাম নাই।

২২ শে মার্চ, ২০২০ রাত ১২:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সত্যিই করুণ ব্যাপার।

ধন্যবাদ।

৫| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৫

অগ্নি সারথি বলেছেন: লেখক বলেছেন: ডলার নয়, টাকা। ২৬৮৮ বিলিয়ন টাকা। গাঁজা খেয়ে আজে-বাজে কমেন্ট করা কি আপনার অভ্যেস? ব্লগে প্রায় পোস্টেই আপনি এরকম করেন। শুনেছি, আপনার বয়স অনেক, আমেরিকায় থাকেন, পিএইচডি করেছেন। তবে, ভদ্রতা আসলে সার্টিফিকেটধারী অনেকেরই নেই।
এর সমস্যা কি? যার তার পোস্টে গিয়ে ল্যাদায় আর ভুল-ভাল তথ্য নিয়ে পোস্ট দেয়। কয়দিন আগে আমার সাথে লাগছিল, উস্টা মারছি।

২৭ শে মার্চ, ২০২০ রাত ১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
:| :| :|

৬| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন:

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সত্যিই দারুণ!!!

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.