নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
নিজের সীমানা ছেড়ে তোমাকে বেরিয়ে পড়তে হবে। দূরে কোথাও অজানা পথের ওপারে কোন অচেনা নগরী তোমায় হাতছানি দিয়ে ডাকছে। বেরিয়ে পড়ার এটিই যে উপযুক্ত সময়! তবু কেন তুমি চিন্তার অতল গহ্বরে নিজেকে ঠেলে দিচ্ছো!
আমার কথাই একবার ভেবেই দেখো না! আমাকে এমন একটি পানীয় পাত্র দেওয়া হয়েছে যা থেকে সুরুজের ঝর্ণাধারা বিচ্ছুরিত হচ্ছে। আমি সেই বন্ধু দ্বারা আলিঙ্গনে আবদ্ধ যে আমায় এই জীবন তো বটেই, পরবর্তী জীবনেও কাছে থাকবে। কস্তূরী'র সুগন্ধী'র ভিতর অম্বরের মনকাড়া ঘ্রাণের সাথেই এর একমাত্র তুলনা! তবু কেন যে আমার প্রাণ-ময়না মিষ্টি স্বাদ আস্বাদনে উত্তেজিত। দেহের আবদ্ধ কাঠামো থেকে ডানা ঝাপটে বেরিয়ে সে সূর্যের বন্ধ দ্বার খোলার আপ্রাণ চেষ্টায় মগ্ন! তুমি কি সেই বাজার দেখোনি যেখানে সিদ্ধ করা মাথা বিক্রি হয়? আত্মার এই ছটফটানি অনেকটা সেই রকমই, ভিতর-বাহির সব একই সাথে দেখে ফেলার এই-ই পন্থা!
টরাসের সংকেত দেখে গাধা দিক-হারা হয়ে ঘুরে বেড়ায়। যুদ্ধের সময় বীরেরা খুব বেশি সময় সারিবদ্ধ অবস্থায় থাকেনা। আমি রুমীকে কাছে পাওয়ার উদ্দেশ্যে চেনা পথ ছেড়েছি, যদিও আমার নঙ্গর বাঁধা এপার বাংলাতেই।
২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: মহান রাব্বুল আলামিন আমাদের বোঝার শক্তি দিয়েছেন।
ধন্যবাদ নিরন্তর।
২| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি মানিনা, অন্যকথায় মানা হয়না.
কারন আমাকে খাদ্যের অন্বেষণ করতে হয়
তাই বাজার করতে হয়, অফিস করতে হয়,
তাই আমার পক্ষে মানা হয়ে ওঠেনা।
২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: কয়েক দিন সাবধানতা অবলম্বন করা উচিৎ। চীনের মানুষেরা পেরেছেন, আমরা পারবো না কেন!!!
ধন্যবাদ নিরন্তর।
৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: আজ জুম্মার নামাজ পড়েছেন?
২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: হোম কোয়ারেন্টাইনে সেটা কি সম্ভব?
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৫
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।