নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
পৃথিবী কি আবার আদিম অবস্থায় ফিরে যাচ্ছে?...এমন এক অবস্থায় যেখানে বিজ্ঞানীরা থাকবেন না, জ্ঞানী মানুষেরা টিকে থাকবেন না, তাঁরা একে একে মারা যাবেন?
...বিজ্ঞানী/জ্ঞানীরা না থাকলে নতুন 'জ্ঞান' কারা আবিস্কার করবেন? বর্তমান সময়ের 'আবিস্কার'-গুলোকে কারা মানুষের কাজে লাগাবেন?
...'আবিস্কার'-গুলো না থাকলে এতো মানুষ বেঁচে থাকবে কি করে? আর, 'জ্ঞান' না টিকে থাকলে, মানুষ কি তবে অজ্ঞানের আলোয় ডউবে যাবে আবার? আবারো কি 'অন্ধকার যুগ' শুরু হবে?
...আর, সেই 'অন্ধকার যুগে' মানুষের সংখ্যা কি আবারো কমে যাবে?
...মানুষের সংখ্যা কমে গেলে, লোকালয়গুলোর কি হবে? সেগুলো কি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে?
...লোকালয়গুলো ধ্বংস হয়ে গেলে, মানুষ কি আবার পাহাড়ের গুহায় ফিরে যাবে?
মানুষ কি হয়ে পড়বে গুহামানব?
১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত।
ধন্যবাদ নিরন্তর।
২| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: ঘাটে মোর তরি বাঁধানো
ইচ্ছের পালকে ভর করে
গিয়েছি প্রখর রৌদ্দুরে।
১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: খুব সুন্দর।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮
মুহিব্বুল্লাহ মামুন বলেছেন: ‘জন্মিলে মরিতে হবে অমর কে কোথা ভবে’ পৃথিবীর প্রতিটি প্রাণকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ফিরে যাবে আল্লাহর নিকট। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে আল্লাহ ব্যতিত অন্য কারো নিকট বা অন্য কোথাও ফিরে যাবে। আল্লাহ বলেন-সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে।
অবশেষে তোমাদেরকে তারই মহান দরবারে প্রত্যাবর্তন করতে হবে। (সুরা বাক্বারা : আয়াত ২৮)