নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গান আমাদের মনে কোন নতুন অনুভূতির সৃষ্টি করতে পারে না। বরং, যার মনে যা আছে, গান সেটাকেই জাগ্রত করে দেয়। একটু লক্ষ্য করলে দেখা যায়, যখন কোন গান চলে, আমরা ভাবালুতে আচ্ছন্ন হয়ে পড়ি। সেই গান আমাদের মনের মাঝে কোন না কোন আবেশ তৈরী করে।
মধ্যযুগের প্রখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী তাঁর কিমিয়ায়ে সা'দাত গ্রন্থে বলেছেন যে, আমাদের মন ভাবাসক্তি থেকে মুক্ত নয়; বরং, খোদার প্রেম, নারী প্রেম, সংসারের মোহ, প্রভৃতির কোন না কোন পদার্থের প্রতি মানব-মন আসক্ত ও আকৃষ্ট রয়েছে। তাই, কোন সুললিত কন্ঠের সুমধুর সুর শোনা মাত্র যার মন যেদিকে আকৃষ্ট রয়েছে, তা মনকে আলোড়িত করে। অর্থাৎ, কারো মন যদি খোদার প্রতি আকৃষ্ট হয়ে থাকে, চেতনা-জাগানিয়া গান সেই মনের মাঝে খোদার চিন্তাকে আরো প্রখর করে তোলে।
সেই জন্যে বলা যায়, যে অন্তরে খোদা তা'আলার প্রেমানল বিদ্যমান রয়েছে, সেই আগুনকে আরো প্রজ্বলিত করার জন্যে খোদা-প্রেমবর্ধক গান বা 'সামা' শ্রমণ করা প্রয়োজন। পক্ষান্তরে, যে প্রাণে কোন প্রকার কদর্য আসক্তি লুকানো রয়েছে, সেই প্রাণের সামা শোনা উচিৎ নয়, ইসলামে তা নিষিদ্ধ করা হয়েছে।
এখন আপনিই সিদ্ধান্ত নিন, আপনার মনের অবস্থা কোন পর্যায়ে রয়েছে।
২| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাহলে ওনি কি বলেন: -------------------
৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩২
৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ইয়েস। সহমত।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুর যদি হারাম হবে
কোরান কেন সুরে পড়ে
ওরে মৌ লোভী মোল্লারা সব যাও দেখি বলে
চার আলিফ টানের স্থলে
এক আলীফে কি কাজ হবে
মাওলা মালিক দিলেন সুর,
হারাম বলে কোন অসুর.. যাও দেখি বলে।।
বাতাসের মর্মরে সুর
পাখির কুজনে সুর
সুরে ভরা ভুবন দেখি নয়ন মেলে ;
সুরে নাচেনা যার প্রাণ
অসুর সে নিচ্চিত নিগ্গান
তার কথাতে মাত মাতো কথার ছলে।।
হামদে আলা গান
নাতে রাসুল রাসুল শান
কোন বেয়াক্কেল হারাম তারে বলে?
তুমি আশিক তুমি প্রেমিক
অনুভবে তুমিই সঠিক
প্রেমের সুরে গান গেয়ে যাও বাতুল কথা ফেলে।।
৬| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে গানে অশ্লীল বাক্য থাকে
যে গান শুনলে মরণের কথা
স্মরণ থাকেনা সে গান শোনা
অবশ্যই হারাম। আর যে গান
শুনলে স্রষ্টার কথা স্মরণ হয় তা
শ্রবণ করলে মনের ময়লা দূরীভুত
হয় তা শোনায় গুনাহ নাই।
৭| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: চরম বাস্তবতার অনন্য লিখনী।
৮| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩
নতুন বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে গানে অশ্লীল বাক্য থাকে
যে গান শুনলে মরণের কথা
স্মরণ থাকেনা সে গান শোনা
অবশ্যই হারাম। আর যে গান
শুনলে স্রষ্টার কথা স্মরণ হয় তা
শ্রবণ করলে মনের ময়লা দূরীভুত
হয় তা শোনায় গুনাহ নাই।
এখানে আপনি একটা দাবি করেছেন যে গান শুনলে মরনের কথা স্মরন থাকেনা সেটা অবশ্যই হারাম!!!
কোন রেফারেন্স দিতে পারবেন এই দাবীর?
আর উপরে ভাই যেই গানটা দিয়েছে সেটা শ্রবণ করলে মনের ময়লা দূরিভুত হবে, মরনের কথা মনে পরবে, সৃস্টিকতার কথা মনে পড়বে।
তাহলে এই গানটি কি হালাল কিনা একটু বলবেন কি?
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০
নতুন বলেছেন: কট্টরবাদীদের হৃদয়ে সুর গান এসব দাগ কাটে না।
দুনিয়া থেকে চলে যাবার কথা মনে হলে একটা কথা মনে হয় যে মৃত্যুর পরে মিউজিকে খুব মিস হবে।