নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
শা,বি,প্র,বি-তে সমাবর্তন চলছে। এরই মাঝে আনন্দদায়ক একটি ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন। ঢাবি-বুয়েটকে টপকে দেশের প্রথম 'ডিজিটাল বিশ্ববিদ্যালয় এওয়ার্ড' পেয়েছে এই স্বনামধন্য বিদ্যাপিঠটি। সত্যিই আনন্দদায়ক ঘটনা।
ঘোষনা শুনে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকতে যাবো, এই সময় কি যেন একটা খটকা লাগলো। বিশ্ববিদ্যালয়ের গেইটে বড় বড় করে লেখা 'শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'। কে যেন একটা মিলছে না! ধরতে পারছি না কেন যেন!
কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল হলো, গেইটে লেখা 'শাহজালাল' নামটি। আরে, ওটা তো 'শাহ জালাল' হবে!!!!!!!!!!!!
তবু, একটু গুগল করলাম। উইকিপিডিয়া নামটি এভাবে লিখেছে-
তাহলে?!!!!
এটা সর্বজনবিদিত সত্য যে, এই বিশ্ববিদ্যালয়ের নামটি হযরত শাহ জালাল (রহঃ)-এর নামে হয়েছে। কিন্তু, নামটি এভাবে লেখা কত দূর সার্থক হলো?
আশা করি, প্রশাসন এদিকে লক্ষ্য দিবেন।
০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্যাপারটি খেয়াল হওয়ার পর থেকে রাগে, দুঃখে, অপমানে আমি আর গেইট দিয়েই ঢুকিনি গত এক বছর!
ধন্যবাদ।
২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ব্যাপারটি খেয়াল হওয়ার পর থেকে রাগে, দুঃখে, অপমানে আমি আর গেইট দিয়েই ঢুকিনি গত এক বছর! "
-গেইট দিয়ে না গিয়ে দেয়াল টপকায়ে যাইয়েন।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: শাবি'র প্রধান ফটকের পাশে উঁচু কোন দেয়াল নেই!!!
শুভেচ্ছা।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিদেশে গেলে ভুলেও হযরত শাহজালাল এয়ারপোর্ট দিয়ে যাবেন না।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কেন নূর মোহাম্মদ নূরু ভাই! এমন বানান কেন দেশে!!!
৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৫
হাবিব বলেছেন: ২ আর ৩ নং মন্তব্য .......
৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: না ভুল না।
৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩
হাফিজ রাহমান বলেছেন: শাইয়্যান ভাই! শাহজালাল লেখাটা ভুল নয়। নামটি এমন করে লেখা যায়। এর অসংখ্য নজির রয়েছে। যদিও শাহ এবং জালাল দুটি স্বতন্ত্র শব্দ। শাহ ফার্সী শব্দ। অর্থ বাদশাহ, সম্রাট। আর জালাল আরবী শব্দ। অর্থ মহিমা, বড়ত্ব। দুটি শব্দকে সংযুক্ত করে লেখার প্রবণতা ব্যাকরণ স্বীকৃত। যদিও ঢালাও স্বীকৃত নয়। উপরন্ত শাহ শব্দ যোগে বাংলা, উর্দু ও ফার্সী ভাষায় অসংখ্য যুগল শব্দ রয়েছে। যেগুলো আলাদা করে লেখা হয় না। যেমন নিচের শব্দগুলো লক্ষ করা যাক :
১। শাহরুখ খান
শাহ এবং রুখ দুটি স্বতন্ত্র শব্দ।
২। শাহজাহান
শাহ এবং জাহান দুটি স্বতন্ত্র শব্দ।
৩।শাহেনশাহ
শাহেন এবং শাহ স্বতন্ত্র দুটি শব্দ।
৪। শাহজালাল ইসলামী ব্যাংক
দুটি শব্দকে মিলিয়েই লেখা হয়।
৫।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
এখানেও শব্দ দুটিকে মিলিত লেখা হয়েছে।
৬। শাহপরান
দুটি স্বতন্ত্র শব্দ যুক্ত হয়েছে।
৭। খানজাহান
খান এবং জাহান দুটি স্বতন্ত্র শব্দ।
৮। শাহজাদা
শাহ এবং জাদা স্বতন্ত্র দুটি শব্দ।
কোনো ভাষার কোনো ভাষা বিজ্ঞানী এসব শব্দের লেখ্যরীতিকে ভুল বলেন নি।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
ইউনিভার্সিটির নাম ভুল? এরপর, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না।