নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ব্রিটিশরা ব্যবসায়ীর বেসে ভারতীয় উপমহাদেশে ঢুকেছিলো। তারপরে, আমাদের দেশটি দখল করে নেয় তারা। গ্রামীনফোন তথা টেলিনর গং কি তা-ই চাচ্ছে?
সবাই হয়তো জানেন যে, বাংলাদেশের সরকারী মালিকানাধীন টেলিফোন কোম্পানী গ্রামীনফোনের কাছে ১২০০০ কোটি টাকা পায়। কিন্তু, অনেক দিন ধরেই এই টাকা দিতে অস্বীকার করছে গ্রামীনফোন। এজন্যে তারা কোর্টে মামলাও করেছে। উপরন্তু, আজ তারা বাংলাদেশের রাষ্ট্রপতিকে এ নিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে! কত্ত বড় দুঃসাহস!
তাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে যে, তারা বাংলাদেশের যে কোন মানুষকে কিনে ফেলতে পারে। নাহলে, একটি দেশের রাষ্ট্রপতিকে আইনী নোটিশ পাঠায় কোন সাহসে! গ্রামীনফোন বিটিআরসি-কে নোটিশ দিতে পারতো। তা না করে রাষ্ট্রপতিকে আইনী নোটিশ দিয়ে বসাটা অভব্যতা। সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত এরকম নোটিশ পাঠানোটাই নিয়ম। তা না করে রাষ্ট্রপতিকে লিগ্যাল নোটিশ পাঠানোটা বাংলাদেশের সার্বভৌমতার প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করার মতোই।
অথচ, কোন গরীব-কৃষকের কাছে ৫০০০ টাকা পাওনা হলে ক্ষুদ্র ঋণদাতাগোষ্ঠী টেনে হিঁচড়ে সেই পাওনা আদায় করে। আর, তাদেরই মুরুব্বী ১২০০০ কোটি টাকা লোপাট করে দিচ্ছে!
তাদের খুঁটির জোরটা কোথায় জানতে ইচ্ছে করছে বড়।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এমন চিঠি দেওয়া হোক যা অসাধু বেনিয়াদের এমন সাহসকে স্তব্ধ করে দিবে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
উনার কাছে ১২০০০ হাজার কোটী টাকা না পেলে, বাংলার সুপ্রীম নেতা, আপনাকে ধরবে টেলনর!
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি টেলিনরকে তা করতে দিবেন, মাননীয় মুক্তিযোদ্ধা?
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
দুঃসাহসেরও ও একটা সীমা থাকে!
এই সুযোগে গ্রামীনফোনের লাইসেন্স বাতিল করে এর সকল কর্মকর্তাদের লাল দালানে পাঠিয়ে দেয়া উচিৎ।
সত্যিটা হলো, তা হবেনা কারন মনে হয় জায়গা মতো যা যা দেয়ার দরকার তা দেয়া সারা। নইলে বছরের পর বছর ধরে গ্রামীন ফোন এমন আশকারা পেলো কোথায়? লাইসেন্স বাতিল হবে........... লাইসেন্স বাতিল হবে করলেও তা বাতিল হচ্ছেনা কেন?
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শুধু লাইসেন্স বাতিল নয়, এর সাথে জড়িত ব্যক্তিদেরও ধরা প্রয়োজন।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
জাহিদ হাসান বলেছেন: একটু আগে ব্যারিষ্টার সুমন ভাইয়ের লাইভে এই কথাগুলোই হুবুহু শুনলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যে যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, এটাই ছিলো তাঁর আহবান।
আপনি কি সেই আহবানে সাড়া দিবেন না?
শুভেচ্ছা।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আহমেদ জী এস ভাই, চাঁদগাজী ভাই,
এইসব মাল্টি ন্যাশন কোম্পনীগুলো দেশ শুষে নিচ্ছে আমাদের দেশের কিছু অসৎ লোক এই সব প্রতিষ্ঠানে চাকরি করে যারা প্রতিষ্ঠানকে বোঝাতে সক্ষম হয়েছে এই দেশে চুরি করা যায়। - গ্রামীনফোন সহ টেলিনরের নামে ইনকাম ট্যাক্স ও ভ্যাট আইনে মামলা হওয়া উচিত। এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা চাইবে এটি জরুরী।
গ্রামীনফোন ডেষ্টিনি ২০০০ এরা একই বংশধর। গ্রামীনফোন ক্যাসিনোর আরেক খেলোয়ার। গ্রামীনফোন এই দেশের ১২,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে কাগজে পত্রে। এছাড়া এর বাইরে আমি মনে করি মিলিয়ন কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। তাদের ধরে কাশিমপুর জেলে রাখা এখন সরকারের প্রধান দায়িত্ব।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬
একাল-সেকাল বলেছেন: এটা জাতীয়তা বিভাজনের আঁচ, পরে লক লকে অগ্নি শিখা দেখার আগেই সতর্ক না হলে ঠিকানা বার্ন ইউনিট।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২
চাঁদগাজী বলেছেন:
ড: ইউনুসের বেকুবী, কিংবা খারাপ বুদ্ধির কারণে ইহা ঘটেছিলো; টেলনরের সাথে "জয়েন্ট ভেনার" করার দরকার ছিলো না; গ্রসামীণের কছে টাকা ছিলো, উনি টেকনোলজী ও টেকনিক্যাল মানুষ নিয়ে গ্রামীন চালু করলে, বকবক বাংগালীর বকবকির সব টাকা দেশে থাকতো।
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: আইনি নোটিশ যে কেউ যে কাউকে পাঠাতে পারে। এটা কোনো সমস্যা না।
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
টারজান০০০০৭ বলেছেন: লিগাল নোটিস সরকারকে পাঠাইতে পারে , রাষ্ট্রপতিকে পাঠানোর দরকার কি ?
সম্ভবতঃ ইকবাল কাদিরের সাথে বনিবনা না হওয়ায় প্রফেসর ইউনুস গ্রামীণ ফোনের উফরে নিয়ন্ত্রণ হারায়। ইকবাল কাদির তাহার শেয়ার টেলিনরের কাছে বিক্রি করিয়া ইউনূসরে পশ্চাৎদেশ দেখাইয়াছিলো !
অন্য দেশের সরকার লাইসেন্স বিক্রয় করিয়াই বিরাট অংকের টাকা টেলিকম কোম্পানিগুলো হইতে বাগাইয়া থাকে। আমাদের দেশের টেলিকম কোম্পানিগুলোকেও এবিষয়ে ব্যাফক ছাড় দেওয়া হইয়াছে ! তাহার উফরে গ্রামীণ ফোন রেলওয়ের ফাইবার অপটিক প্রথম হইতেই ব্যবহারের সুযোগ পাইয়াছে ! ভিতরে কোন গেম আছে, কমিশনতো আছেই !
ইহাদের পশ্চাৎদেশে কষিয়া লাথি মারার একখানা সুন্দর উফায় আছে ! তাহা হইলো, ডাটা সস্তা করিয়া দেওয়া ! ভারতের রিলায়েন্স গ্রূপ ডাটা সস্তা করিয়া ভোডাফোনের ইয়ে মারিয়া ভারত হইতে ভাগাইয়া দিয়াছে ! ডাটা সস্তা হইলে ম্যাংগোপিপল app ব্যবহার করিবে ! টেলিকম কোম্পানিগুলোর ইয়ে মারা যাইবে ! এর সাথে লাইসেন্স ফি বহুগুনে বাড়াইয়া দিলে ইহাদের পাতলা পায়খানা শুরু হইবে নিশ্চিত ! লিগাল নোটিসতো দূরের কথা, পায়খানা হইতেই বাইরাইতে পারব না !! হে হে হে !
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১২
নুরহোসেন নুর বলেছেন: টেলিনুরের খুটির জোর এদেশের আইনের অপব্যবহার,
ডাকাত ফোন কোম্পানীগুলো বন্ধ করে দিয়ে সরকারের উচিত টেলিটকের দিকে নজর দেওয়া।
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
জাহিদ হাসান বলেছেন: আমার হাতে ক্ষমতা থাকলে আমি টেলিনরকে বলতাম
এই দেশ থেকে-
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি জানতাম গ্রামিণফোন বেসরকারী মালিকানাধীন, আর আপনি বলছেন
সবাই হয়তো জানেন যে, বাংলাদেশের সরকারী মালিকানাধীন টেলিফোন কোম্পানি গ্রামিণফোন!!!!
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪
মানতাশা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++
লাভ নেহি ।বাংলাদেশ মায়াজালে বন্ধি।টেলিনর মার্কিন আদালতে মামলা করিবে । দোষী/নির্দোষী বিচার হইবার আগে বাংলাদেশের ক্ষতি হইয়া যাইবে । টেলিনর বিশ্ব চষে বড়োনো কোম্পানি ।দেশে বিদেশী বিনিয়োগে প্রভাব পড়বে। যাহারা কহিতেছেন ইউনূস টেলিনরের সাথে যুক্তি না করলেও পারতেন । তাাহ আবেগী মনোবাসনা । বাণিজ্য গুলান দিয়া চলিবে নাহ।
++++++++++++++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইনকাম ট্যাক্স সহ ভ্যাট আইনে ২০ টি মামলা হয় গ্রামীনফোনের নামে। গ্রামীনফোন সহ টেলিনর আগামী ১০০ বছর হাইকোর্টের বারান্দায় বসে কাঁদবে। বাংলাদেশে সেই ইনকাম ট্যাক্স অফিসারও আছেন, বাংলাদেশে দ্ক্ষ উকিলও আছেন শুধু আইনী পদক্ষেপ নেওয়ার জন্য আদেশটি জরুরী। - আশা করি বুঝতে পারছেন।
গ্রামীনফোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার দুঃসাহসের উত্তর চিঠি দিয়েই দেওয়া যায় যেই চিঠি তাদের হাইকোর্টে ১০০ বছরের জন্য আটকে দেবে।