নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ভারতে আজ মুসলমানরা কঠিন সময় কাটাচ্ছে। অথচ, আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে এই ভারতেরই কেরালা রাজ্যের রাজা চেরামুন পেরুমল ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ)-এর হাতে মুসলমান হয়েছিলেন। ঘটনাটা অনেকেরই অজানা। সেই চেরামুনের কেরালা রাজ্যে ৬২৮ সালে নির্মিত মসজিদ আজও সেই ঘটনার সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
আমার এক ভারতীয় মুসলমান বন্ধুকে কয়েক সপ্তাহ আগে জিজ্ঞাসা করেছিলাম, তাঁরা কেমন আছে। সে জানিয়েছিলো, অবস্থার পরিবর্তন ঘটেছে, তাঁরা ভালো অবস্থায় নেই। শুনে খুব দুঃখ লেগেছিলো। নিজ ভূমিতে পরাধীন অবস্থায় থাকাটা কতটা যন্ত্রণার সেটা স্বাধীনতার সময় আমার পরিবার বুঝেছে। অথচ, বিশাল ভারতে মুসলমানদের ইতিহাসটা হাজার বছরের। ভারতের স্বাধীনতায় তাঁদের অবদানটা কোনক্রমেই ফেলনা নয়। তবু কেন এমন হবে?
চেরামুন পেরুমলের কাহিনীঃ
বেশির ভাগ মানুষ জানে যে, পনেরোশো শতকের দিকে ভারতে বাইরে থেকে আগত বাবরের মাধ্যমেই মুসলমানদের কর্তৃত্বের শুরু হয়। আসলে কিন্তু তা নয়। ভারতে মুসলমানদের ইতিহাস আরো অনেক পুরোনো, ৬২৮ সালেরও আগে। ভারতেরই সন্তান তৎকালীন কেরালা রাজ্যের রাজা চেরামুন পেরুমল একদিন স্বপ্নে দেখেন যে- চাঁদ দিগন্তে দুই খন্ডিত হয়ে গিয়েছে।
তাঁর সভাসদ জ্যোতির্বিদরা এই স্বপ্নের কোন অর্থ করতে পারলেন না। সেই সময়ে আরব বণিকরা জলপথে ভারতে আসা-যাওয়া করতেন। তেমনই, এক বণিক দলের কাছ থেকে রাজা জানতে পারলেন যে, আরবে একজন নবী'র আগমন ঘটেছে যিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন যা তাঁর উপর আসা স্রষ্টার গ্রন্থ কোরআনেও উল্লেখ আছে।
সব শুনে, রাজা চেরামুন সেই বণিক দলের সাথে আরবে যাত্রা করেন মহানবী (সাঃ)-এর সাথে সাক্ষাত করতে। মক্কাতে শেষ নবী (সাঃ)-এর সাথে দেখা করে মুসলমান হয়ে তাজ-উদ-দীন নাম গ্রহণ করেন। তারপর, হজ্জ করে ভারত ফেরার পথে এখনকার ওমানের জুফার নামক স্থানে তাঁর মৃত্যু হয়।
তাজ-উদ-দীন (রাঃ)-এর সাথী ছিলেন তাবেয়ী মালিক বিন দিনার (রহঃ)। তাঁর সাথে নিজের বংশধরদের কাছে একটি চিঠি পাঠান কেরালার রাজা এবং ভারতের প্রথম মুসলমান হযরত তাজ-উদ-দীন (রাঃ)। সেই চিঠিতে উল্লেখ ছিলো যে- হযরত মালিক বিন দিনার (রহঃ)-দের সাথে যেন ভালো ব্যবহার করা হয়।
কেরালার মৃত রাজা চেরামুন বা হযরত তাজ-উদ-দিন (রাঃ)-এর চিঠি যখন ভারতে তাঁর বংশধরদের হাতে পৌঁছে, তখন তাঁরা চিঠির বাহকদের সমাদরে গ্রহণ করেন। মালিক বিন দিনার (রহঃ) এবং তাঁর সহযাত্রীদের কেরালায় মসজিদ নির্মাণের জন্যে একটি জায়গাও বরাদ্দ করা হয়।
এই ঘটনা থেকেই প্রমাণ হয় যে, ভারতের মাটির সন্তানই প্রথম ইসলামকে এই ভূমিতে প্রতিষ্ঠা করেন আজ থেকে হাজারো বছর আগে। সেই ভূমিতে আজ মুসলমানরা পরাধীনবোধ করবে কেন!!!
তথ্যসূত্রঃ
১) S.N., Sadasivan (January 2000), "Caste Invades Kerala", A Social History of India, APH Publishing, p. 303,304,305, ISBN 817648170X
২) Wentworth, Blake (24 April 2013). Bhakti Demands Biography: Crafting the Life of a Tamil Saint. UC Berkeley. Archived from the original on 8 May 2013.
৩) Ampotti, A. K. (2004). Glimpses of Islam in Kerala. Kerala Historical Society.
৪)Varghese, Theresa (2006). Stark World Kerala. Stark World Pub. ISBN 9788190250511.
৫) Kumar, Satish (27 February 2012). "India's National Security: Annual Review 2009". Routledge.
৬) Panniru Thirumurai Varalaru by Vidvan K Vellai varanan, first edn. 2008, Sarada Publishers
৭) "Mammootty to star in film on Kerala ruler Cheraman Perumal". Bollywoodlife.com. Retrieved 8 May 2015.
৮) উইকিপিডিয়া
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্যে। শুভেচ্ছা নিরন্তর।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬
জাহিদ হাসান বলেছেন: ভারতে এখন মুসলিমদের বাংলাদেশী ও পাকিস্তানী বলে আখ্যা দিয়ে দেশছাড়া করা হচ্ছে।
জ্বলছে ভারত। পশ্চিমবঙ্গ,আসাম ও ত্রিপুরার বাঙালি মুসলিমরাই সবচেয়ে বিপদে আছে। অন্য দিকে বাঙালি হিন্দুদেরও আতংক কম নেই।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এই অবস্থা কাম্য নয়। শুভেচ্ছা।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারতীয় রাজনীতি আমাদের ধর্ম আর শান্তি বিনষ্ট করবে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: তা করছেও। শুভেচ্ছা।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২১
হাবিব ইমরান বলেছেন:
ভণ্ডামিতে ভারত সেরা। গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা তাদের মুখোশ মাত্র। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান কেউ কারো চেয়ে কম না। আকামের দিক থেকে সবাই একই পথের পথিক। যদিও কিছু ক্ষেত্রে মাঝেমধ্যে একে অপরকে ছাড়িয়ে যায়। প্রতিযোগিতার বাজারে এটা ইতিবাচক একটা দিক।
কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতি যথেষ্ট ভীতিকর। এমন পরিস্থিতি কাম্য নয়, দুষ্টুদের হাত থেকে স্রষ্টা সবাইকে হেফাজত করুন।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: কোন দেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার কাম্য নয়। ধন্যবাদ।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
ভারতের এক রাজা স্বপ্নে দেখেন যে, চাঁদ ২ ভাগ হয়ে গেছে? আপনি হয়তো জীবিত বাংগালীদের মাঝে সবচেয়ে আজব বাংগালী। ঐ রাজা ও ঐ এলাকার লোকজন মিথ্যুক ছিলো।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এক জায়গায় লেখা আছে- স্বপ্নে দেখেন, আরেক জায়গায় লেখা আছে তিনি নিজ চোখে এই ঘটনা দেখেন।
আমি স্বপ্নে দেখাটাই গ্রহণ করেছি। তারপরো, মিথ্যুক বলছেন!!!
ধন্যবাদ।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে কম বুদ্ধিমানদের সংখ্যা বাড়ছে
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি কি স্ট্যাটিসস্টিয়ান?
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৬
ইমরান আশফাক বলেছেন: জনাব চাঁদগাজী (চঁন্দ্রগাজী), আপনার মন্তব্যগুলিকে ব্লগের সবাই বিনোদন হিসাবেই দেখে।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: উনি হয়তো বিনোদনের জন্যেই এগুলো লিখেন।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৮
অগ্নিবেশ বলেছেন: সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম৷ অথচ শুরুতে সংবিধানে রাষ্ট্রধর্মের কোনো বিধান ছিল না৷
বরং সংবিধানের চার মূলনীতির অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা৷ কিন্তু ১৯৮৮ সালে এরশাদের শানমালে সংবিধানের চরিত্র পাল্টে দেয়া হয়৷
এতে যাদের আপত্তি নেই, ভারতের রাষ্ট্রধর্ম হিন্দু হলে তাদের তো আপত্তি থাকার কথা না।
বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও হিন্দুরা তো মরে যায় নি। ভারতের মুসলমানরাও বেঁচে থাকবে।
ব্যক্তিগত ভাবে আমি মনে করি, বাংলাদেশের সব হিন্দুগুলোর মুসলমান হয়ে যাওয়া উচিত, আর ভারতের সব মুসলমানদের
হিন্দু হয়ে যাওয়াই ঠিক হবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার পোস্টের সাথে আপনার কমেন্টের সংযোগ খুঁজে পেলাম না!!!
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩২
অগ্নিবেশ বলেছেন: ‘মাইনোরিটি রাইটস গ্রুপ ইন্টারন্যাশনাল’-এর তালিকায় যে দেশগুলোতে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি হুমকির মুখে
১-সিরিয়া
২-সোমালিয়া
৩-সুদান
৪-আফগানিস্তান
৫-ইরাক
৬-ডিআর কঙ্গো
৭-পাকিস্তান
৮-মিয়ানমার
৪১-বাংলাদেশ
৫৪-ভারত
শান্তির ধর্মের দেশগুলিই এক থেকে পাচের মধ্যে আছে। এরা আবার বড় বড় বাতলিং মারে, আর কাফেরদের দেশে আশ্রয় চায়।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: কত সালের পরিসংখ্যান এইটা?
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: আজও মানুষ আধুনিক হতে পারলো না।
ধর্ম মানুষের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করলো।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রমাণ উপস্থাপন করে একটি পোস্ট দিন। আমি পড়বো। ধন্যবাদ।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
রাশিয়া বলেছেন: ভারতে মুসলিমদের এই অবস্থার কারণ হল, ভারতের মানুষ ভোট দিয়ে 'গুজরাটের কসাই' বলে পরিচিত এক দানবকে নিজেদের নেতা বানিয়েছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার পোস্টের বিষয় ছিলো হযরত তাজ-উদ-দীনকে নিয়ে, ধর্মীয় সম্প্রীতি তৈরী করার উদ্দেশ্যে।
কারণ, উনি দুইটি ধর্মের মাঝে যোগসূত্র তৈরী করেছিলেন।
ধন্যবাদ,
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০
টারজান০০০০৭ বলেছেন: ধন্যবাদ ! যতদূর জানি, মালিক বিন দিনার র. তাবেয়ী ছিলেন।
ভারতে এমনই হওয়ার কথা। ভন্ডামিতো বেশিদিন চলে না ! কংগ্রেসের ভণ্ডামি হইতে নরাধম মোদী ভারতকে মুক্তি দিয়াছে !
কংগ্রেস ভারতের সাম্প্রদায়িক, বর্ণবাদী চরিত্রকে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা নামক বস্ত্র দ্বারা ঢাকিয়া রাখিত, মোদী বস্ত্র উন্মোচন করিয়া উহাকে ল্যাংটা বানাইয়া দিয়াছে ! আমরা ভারতের ল্যাংটা চরিত্রই এখন দেখিতেছি !
ব্লগে ছাগু বিতাড়ন হইলেও পাঁঠা ও গোশাবক চড়িয়া বেড়াইতেছে দেখা যায় !!
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: মালিক বিন দিনার (রহঃ)-এর ব্যাপারে আমার লেখাটি ভুল ছিলো। উনি আসলে তাবেয়ী ছিলেন। ধন্যবাদ।
আর, আমার পোস্টের বিষয় ছিলো হযরত তাজ-উদ-দীনকে নিয়ে, ধর্মীয় সম্প্রীতি তৈরী করার উদ্দেশ্যে।
কারণ, উনি দুইটি ধর্মের মাঝে যোগসূত্র তৈরী করেছিলেন।
ধর্মীয় সম্প্রীতি তৈরি করা অনেক কঠিন কাজ, ভাঙ্গা অনেক সহজ।
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: তথ্য বহুল পোস্ট ।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: চেরামান পেরুমল মসজিদ ভারতের কোথায় জানেন?
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, জানি।
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯
পুকু বলেছেন: আপনাদের কথা ঠিক।কিন্তু পাকিস্থান বা বাংলাদেশে সংখালঘুরা নিজ দেশ ছেড়ে পালাচ্ছে কেন? Pakisthan-23% to 3%,Bangladesh-30% to 6%।আসল সত্যিটা নিজের বুকে হাত রেখে বলতে পারবেন কি?বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সেই স্বপ্ন কোথায় গেল যেখানে সবাই নিরাপদে থাকবে?বাংলাদেশ সেকুলার থেকে মুসলিম রাষ্ট্র হল কি করে?আপনাদের মতো দেশগুলোই মোদীর মতো রাজনেতাদের রাস্তা দেখাচ্ছেন।আরএকটি কথা ভুলে যাবেন না মোদীকে ভারতের জনগণ প্রধান মন্ত্রী বানিয়েছে।উনার নীতি majority people এর নীতি,এটা কিন্তু অস্বীকার করলে চলবে না।আর একটা কথা না বললেই নয় সেটা হল ভারতে কিন্তু Muslim population বাড়ছে,কমছে না।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি কি বলতে চাচ্ছি তা আপনি বুঝেননি। উপরের মন্তব্যগুলোতে আমার উত্তর পড়ুন। ধন্যবাদ।
১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ঘটনা প্রথম জানলাম।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: জানাতে পেরে ভালো লাগছে। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭
শের শায়রী বলেছেন: নেক আগে ঘটনাটি কোথায় যেন পড়ছিলাম, আবার ভুলেও গিয়েছিলাম, আপনার লেখাটি পড়ে আবার মনে হল, ধন্যবাদ আপনাকে ঐতিহাসিক একটা গঠনা স্মরনে দেবার জন্য।