নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
২২শে অক্টোবর ব্লগার অপরিচিতা_০০১-কে দিয়ে শুরু। তিনিই প্রথম জানিয়েছিলেন যে, সামুতে সরাসরি ঢুকতে পেরেছেন। এরপর, থেকে যেসব ব্লগার পোস্ট দিয়েছেন, তাঁরা হলেন-
১) হাসান মাহবুব - এ কী! ঢুকে গেলাম দেখি!
২) স্বপ্নবাজ সৌরভ - একুশ দিন পর
৩) পারভীন রহমান - মুক্তির আনন্দ!
৪) সাব্বির আহমেদ ভাষন - অবাক!
৫) সম্রাট ইজ বেস্ট - ব্লগ কি অবশেষে রাহুমুক্ত হল!!! সাময়িক পোস্ট
৬) কামরুননাহার কলি - শুভ হোক সামুর জীবন
৭) এ.টি.এম.মোস্তফা কামাল - আহ কত দিন পর !!!!!!
৮) অনুভব সাহা - মুক্তির স্বাদ: আহা কি আনন্দ!
৯) সেলিম আনোয়ার - অবশেষে মুক্তি
১০) নোবিতা রিফু - ওয়েলকাম ব্যাক সামু
১১) জুন - মুক্তির স্বাদ
১২) ডার্ক ম্যান - মুক্তির জন্য যারা নীরবে কাজ করে গেছেন তাদের ধন্যবাদ
১৩) আলআমিন১২৩ - ভাল লাগছে----
১৪) কাজী ফাতেমা ছবি - =প্রিয় বাড়ীটি আজ রাহুমুক্ত=
১৫) মনির হোসেন মমি - পর্ণ বনাম পন্য
১৬) লর্ড অব ব্লগ - শিরোনামহীন ... !!
১৭) সাইন বোর্ড - মুক্তির দিনে
১৮) সুরঞ্জনা - আহা! কি আনন্দ! আজ আকাশে বাতাসে!
১৯) ইসিয়াক - খুশির আনন্দমেলা
২০) সুলতানা শিরীন সাজি - এ যেনো স্বপ্নলোকের চাবি !
২১) নূর মোহাম্মদ নূরু -
ক) স্বাধীন হল সামু।
খ) রাহু মুক্ত সামু (ছড়া)
২২) খায়রুল আহসান - এ আনন্দধারা বয়ে চলুক আরো কয়েকদিন, তবে সতর্কতারও প্রয়োজন আছে
২৩) রাজীব নুর - আজ অবশ্যই আনন্দের দিন
২৪) শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) - ব্লগে অবাধে লগইন করার পর আপনার অনুভূতি কি?
২৫) ফাহমিদা বারী - ডানাভাঙা সুখ
২৬) শায়মা - আনন্দ ধারা বহিছে ভূবনে
২৭) আব্দুল্লাহ্ আল মামুন - সামুর মুক্তিতে অনেক আনন্দ লাগছে
২৮) আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম - বাঁধ ভাঙার আওয়াজ
২৯) প্রামানিক - ঠুস করে ব্লগে ঢুকে গেলাম
৩০) কাল্পনিক_ভালোবাসা - মুক্তির আনন্দ!
৩১) শাহিন-৯৯ - হে বীর
৩২) নুরুন নাহার লিলিয়ান - ব্লগ মুক্তির আনন্দে আত্মহারা
৩৩) প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন - মুক্তির আনন্দ
৩৪) নতুন নকিব - মুক্তির আনন্দে উদ্ভাসিত আদিগন্ত চরাচর!
৩৫) অসংজ্ঞায়িত নিঝুম - অনেক দিন পর..
৩৬) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - একলাইন
৩৭) বিজন রয় - সামহোয়্যারইন ( সামু ) মুক্ত হলো, এখন আমরা কি করতে পারি?
৩৮) তারেক_মাহমুদ - সামুর পুনর্জন্ম আমার জন্মদিনের উপহার
৩৯) দেশ প্রেমিক বাঙালী - অনেক দিন পর খুব ভালো লাগছে।
৪০) সোমহেপি - ওয়াও
৪১) র ম পারভেজ - অবশেষে মুক্ত হলো বন্ধ দরজা!!!
৪২) ঘুড্ডির পাইলট - সামুর ফিরে আসা আর আমারও ফিরে আসা
৪৩) সুনীল সমুদ্র - তোমার ফিরে আসা ....
৪৪) মোঃমোজাম হক - আমিও একজন ব্লগার ছিলাম।
৪৫) সাইন বোর্ড - ছবি ব্লগ: মুক্তির আনন্দে !
৪৬) অপু দ্যা গ্রেট - মুক্তির আনন্দের স্বাধঃ সত্যের জয় !!!!
৪৭) আর্কিওপটেরিক্স - সামহোয়্যারইন ব্লগঃ বাঁধ ভাঙার আওয়াজ
৪৮) মেসকাত - অবশেষে খুলে দেয়া হল সামহোয়্যার ইন ব্লগ
৪৯) জাহিদ হাসান - মুক্তির আনন্দ
৫০) নাঈম - সামহোয়্যার এর নবযাত্রা ও ব্লগে আমার এক যুগ পূর্তি
৫১) তন্ময় সাগর - অভিনন্দন সামু। শুভ হােক পথচলা।
৫২) Prodipto Delwar - সামহোয়্যার ব্লগটিকে খুলে দেওয়াতে আমরা আনন্দিত । আপনার অনুভূতি কি ?
৫৪) মাকার মাহিতা - অবশেষে মুক্ত হলো প্রিয় সামহোয়্যারইন ব্লগ...
=====================
*আশা করি কেউ বাদ পড়েননি। আমি কোন পোস্ট মিস করে থাকলে কমেন্ট সেকশনে তার লিংক দিলে এড করে নিবো।
**সামু'র পুনর্জন্মে এই উচ্ছাস ধরে রাখার প্রয়োজন-বোধ থেকেই এই পোস্টটি করছি।
=========================================================================
সবাইকে শুভেচ্ছা নিরন্তর।
২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এটা সত্যিই অনেক আনন্দের বিষয়। খুবই অসহায় বোধ করছিলাম। অনেক দুঃখও ছিলো। এখন, পরিস্থিতি পালতে গিয়েছে। মন খুলে লেখালিখি চর্চা করতে পারছি।
ধন্যবাদ সুন্দর একটি কমেন্টের জন্যে।
২| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩
মনির হোসেন মমি বলেছেন: সামুর জন্য রইল শুভ কামনা।খুব ভাল লাগল পোষ্টটি দেখে।খুব ভাল লাগছে এ ইতিহাসে যুক্ত হতে পেরে। ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইতিহাসের সাথী হওয়ার অভিনন্দন। শুভেচ্ছা থাকলো অনেক।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: মনে হচে্ছ মহান ৫২'র ৫২ ইউ আর এ জিনিয়াস । পরিশ্রমি পোস্ট । আমরা করিতে পারি জয় বাঁধার হিমালয় ।
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ৫২ নন। আসলে ৫৪-জন।
অনেক ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই। ভালো থাকুন নিরন্তর।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৭
কামরুননাহার কলি বলেছেন: আমরা করবো জয়!
আমরা করবো জয়!
আমরা করবো জয়!
একদিন...
আহা বুকের গভিরে আছে প্রত্যয়
আমরা করবো জয়!একদিন...
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯
ইসিয়াক বলেছেন: অনেক পরিশ্রমি পোষ্ট । দারুণ ভালো লাগা।।
শুভকামনা রইলো ।
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: যারা লিখেছেন তাঁদের পরিশ্রমকে ধরে রাখতেই এই পোস্ট।
আপনার জন্যেও অনেক শুভকামনা।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আমার লেখাটাও আছে
পোস্টে ভালো লাগা +
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার লেখাটি এখানে ধরে রাখতে পেরে আমি সম্মানিত।
প্লাসের জন্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ আপনাকে। বুঝাই যাচ্ছে, অনেক কষ্ট করেছেন এই পোস্টটির পেছনে। ব্লগ হয়ে উঠুক স্বাধীন মতামত প্রকাশের মুক্ত প্রাঙ্গন। বাংলা ভাষাভাষী চেনা অচেনা সকলের পদচারণায় প্রাণবন্ত। পোস্টে +++
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ভাই। আপনার এই কামনা আমারও।
প্লাসের জন্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন নিরন্তর।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯
শায়মা বলেছেন: ওরা ১০০ জন হলে আরও ভালো হত শিরোনাম হত ওরা শত জন!!!!!!!!!
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সত্যিই ভালো হতো।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪
নূর আলম হিরণ বলেছেন: সামুর মুক্তির আনন্দে ভালো লাগা ছিল অন্যরকম। ব্যস্ততার কারণে পোস্ট না করতে পারলেও অনেকের পোস্টের কমেন্টে আনন্দে শামিল হয়েছি।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার সেই আনন্দে আমিও আজ ভাগীদার হলাম। অনেক শুভেচ্ছা।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: ৫২ জনের মধ্যে ৫১ জনকে শুভেচ্ছা জানাই।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩০
Prodipto Delwar বলেছেন: আমার নাম নেই কেন এখানে ??
আমিও পোস্ট করেছিলাম সামুর মুক্তি উপলক্ষে !
সামহোয়্যার ব্লগটিকে খুলে দেওয়াতে আমরা আনন্দিত । আপনার অনুভূতি কি ?
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনারটাও এড করে নিয়েছি। লিংকের জন্যে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: যাক আমার নামটাও আছে, অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শ্যাইয়ান ভাই।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার নামটা তো থাকবেই। বার্থ ডে বয় বলে কথা।
শুভেচ্ছা নিরন্তর।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগের মুক্তি উপলক্ষে আপনি নিজে কিছু লিখেননি?
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আজকেই এ নিয়ে পোস্ট দিলাম। আশা করি ভালো আছেন।
শুভেচ্ছা।
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩০
জাহিদ হাসান বলেছেন:
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২
জুন বলেছেন:
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
প্রামানিক বলেছেন: অনেক পরিশ্রমের পোষ্ট, খুবই ভালো লাগল। ধন্যবাদ
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব সুখী হলাম, গুরু প্রামানিক ভাই। শুভেচ্ছা নিরন্তর।
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: সবার মত আমিও অনেক আনন্দিত।
২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৪
ল বলেছেন: সাথে আছি।।।
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ কাজ । ধন্যবাদ।
২০| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
২১| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮
কিরমানী লিটন বলেছেন: সবাইকে প্রীতি আর শুভেচ্ছায় অভিনন্দন। আপনাকেও ভালোবাসা, কষ্টকর পোষ্টের জন্য.....
২২| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ৫৪, ৫৮, ৬২, ৬৬, ৬৯, ৭০, ৭১ যাই দেন এটা আন্দোলন বিদ্রোহ আর বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে নিবেদিত দেশ ।
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০
তারেক ফাহিম বলেছেন: আমিও নিয়ম করে ঢুকার জন্য প্রতিদিন ৩-৪ বার করে চেষ্টা চালাতাম।
২৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭
বিজন রয় বলেছেন: যাক, আমার একটি কাজ এগিয়ে দিলেন!!
কিছুদিন পরে জানতে পারবেন।
অনেক ধন্যবাদ।
২৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৫
Sujon Mahmud বলেছেন: আশা করি সামু আবারো জমজমাট হয়ে উঠবে।
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
ব্যাপারটা চমৎকার । সবার মধ্যে আনন্দঘন মূহুর্ত।
২৭| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাথে আছি । পরিশ্রমী পোস্টে ভালো লাগা।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসান মাহবুব ভাইয়ের মাধ্যমে প্রথম জানতে পারি, আমি এত খুশি হয়েছিলাম যে সেই আনন্দ ছিল ঈদের আনন্দের চেয়ে অনেক বেশি। এই আনন্দ ছিল আত্মার গভীর হতে-- সামুকে যে ভালবাসি এটা ছিল তার বহিপ্রকাশ। ঐ দিন যেন মনে হলো ঘরের বন্দি দশা হতে মুক্তি পেয়েছি-- এযেন স্বাধীনতার স্বাদ-- আহা কি আনন্দ !!!!!!!!!!