নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
হুয়াংশান বা হলুদ পর্বত হচ্ছে চীনের পূর্ব অঞ্চলের আনহুই প্রদেশের দক্ষিণ ভাগে অবস্থিত পর্বতমালা। এই পর্বতমালাগুলো মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্যে বিখ্যাত। ক্ষেত্র বিশেষে চীনের সবচেয়ে সুন্দর জায়াগা হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও জায়গাটি 'অমরদের সেতু' বা 'ব্রিজ অব ইমমরটাল'-এর জন্যে প্রসিদ্ধ। অনেকের মতে, এই অমরদের সেতু পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত ব্রিজ।
চীনা ইতিহাস ও সংস্কৃতিতে হুয়াংশানের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। একে ঘিরে প্রায় ১২০০ বছরের পুরনো একটি কিংবদন্তি আছে। ৭৪৭ খ্রিস্টাব্দের সালের দিকে টেং রাজবংশ যখন চীন শাসন করতেন, এই জায়গাতেই অমরত্বের অমৃত আবিস্কার হয়।
শত শত বছর ধরে, অমরত্বের খোঁজে থাকা সন্যাসী ছাড়াও হুয়াংশান চীনের অনেক কবি ও শিল্পীদের আকর্ষন করেছে। এই পর্বতমালার ভূদৃশ্য, শিলা আর গাছের সৌন্দর্যে অমুপ্রাণিত হয়ে ১৬০০ সালের দিকে চীনে 'শান শুই' (পর্বত এবং পানি) নামক একটি স্কুল স্থাপিত হয়।
হুয়াংশানের চার আশ্চর্যঃ
হুয়াংশান তার চার আশ্চর্যের জন্যে বিখ্যাত। সেগুলো হচ্ছে- ১) প্রাচীন পাইন গাছ, ২) শিলার গঠনশৈলী, ৩) পর্বতছোয়া মেঘের সমুদ্র, এবং ৪) খাড়া হয়ে উঠতে না পারা পার্বত্য অঞ্চল। হুয়াংশানের গাছগুলি আঁকাবাঁকা এবং পাকানো হয় যা এখনো দেখতে অসম্ভব সুন্দর।
শিলা গঠনের ক্ষেত্রে, সময়ের সাথে সাথে উপাদানগুলির সংস্পর্শে অনেক উদ্ভট আকারের শিলা তৈরি হয়েছে। সেজন্যে, এই পর্বতমালার দর্শনার্থীরা শিলাগুলোর বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্ন বাস্তব বা পৌরাণিক প্রাণীর অবয়ব আবিষ্কার করে বিভ্রমে পড়েন।
হুয়াংশানের গা-ছোয়া মেঘের সমুদ্র সবচেয়ে ভালো ভাবে দেখা যায় শীত কালে। এই মেঘমালা মাঝে মাঝে যখন পর্বত শৃঙ্গের নিচে দিয়ে ভেসে বেড়ায়, তখন পর্বত শিখরের দিকে তাকালে মনে হবে যেন এটা কুয়াশার সাগরে ভাসমান একটি দ্বীপ।
সবশেষে, পর্বত আরোহীরা যখন পর্বতের উপরে পৌঁছেন, তখন গরম ঝর্ণায় গোসল করে নিজেদের প্রাণ জুড়িয়ে নেন। বলা হয়ে থাকে, হুয়াংডি নামক চীনের এক কিংবদন্তির সম্রাট এরকমই কোন এক ঝর্ণার পানিতে ৪৯ দিন গোসল করে অমর হয়ে স্বর্গে প্রবেশ করেছিলেন।
বিস্ময়কর অমরদের সেতুঃ
হুয়াংশান 'অমরদের সেতু'-এর জন্যেও বিখ্যাত। এই সেতুটি 'রুপকথার সেতু' নামেও পরিচিত। সেতুটি দু'টি জোড়া লাগানো পর্বতের সুড়ঙ্গ'র মাঝের শিলা কেটে বানানো হয়েছে যা একটি সরু প্রবেশপথে এসে শেষ হয়েছে। পাথরের তৈরী ব্রিজটি খোদাই করে অলংকৃত করা। অনেকগুলো খাড়া ধাপ পের হয়ে তবেই সেই সেতুটিতে পৌছা যায়। এই কষ্ট সহ্য করে যারা সেখানে পৌঁছাতে পারেন, তারাই শুধু পর্বতের দুই পাশের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে সক্ষম হোন।
সূত্রঃ
baike.com, 2017. 黄山[风景名胜区. [Online]
Available at: Click This Link
ChinaTourGuide.Com, 2015. Huangshan Mountain | Huangshan City. [Online]
Available at: Click This Link
Starr, B., 2013. Take Death Defying Walks in China's Mountains. [Online]
Available at: Click This Link
Tang Dynasty Tours Ltd., 2017. Huangshan Mountain - Awesome Cloud Sea. [Online]
Available at: Click This Link
UNESCO, 2017. Mount Huangshan. [Online]
Available at: http://whc.unesco.org/en/list/547
www.sacredsteps.co.uk, 2017. Huanshan. [Online]
Available at: http://www.sacredsteps.co.uk/huangshan.htm
www.thebeautyoftravel.com, 2013. Do you have the courage to walk across the Bridge of the Immortals?. [Online]
Available at: Click This Link
www.theenglishgroup.co.uk, 2012. The Bridge of Immortals. [Online]
Available at: Click This Link
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: মন্তব্য ও প্রশংসার জন্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: চীন দেশটা অদ্ভুত।
এই দেশে সবার ভ্রমনে যাওয়া উচিত।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: চীনে অনেক কিছুই ঘুরে দেখার আছে। আছে শিক্ষা নেওয়ার অনেক বস্তু।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮
ঘুটুরি বলেছেন: দারুন সব ছবি আর একই সাথে দারুন পোস্ট
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ ব্লগিং।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ এমন সব দারুন ছবি আর তথ্য শেয়ার করার জন্য- যাবার ইচ্ছে রইল
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্যে। শুভেচ্ছা থাকলো।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: চীনপ্রীতিতে আমি মুগ্ধ। এটা একটা ভাল অসুখ। চিনচিনে ব্যথাটা চলুক।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: চিনচিনে ব্যথাটা চলতে থাকুক!!! ভালো বলেছেন।
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তথ্য আর ছবি সংযোজনে অসাধারণ পোস্ট।