নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
উপরের ছবিতে বোরখা-পরা মেয়েদের ভীন্ন দৃষ্টিতে উপস্থাপন করা হয়েছে। এতে, বোরখা পরাকে অনুৎসাহিত করা হচ্ছে বলে মনে হয়। কয়েক বছর আগে, চীন সরকার জিনজিয়াং প্রদেশে চালু করা 'প্রজেক্ট বিউটি'-এর অংশ হিসেবে এই পোস্টার সবার দৃষ্টি কাড়ে। এরকম আরেকটি পোস্টারে দেখা যাচ্ছে, চীনের হান ও উইঘুর গোত্র একই সাথে নাচছে।
চীনে যে সাম্প্রদায়িক অস্থিরতা চলমান, তেমন আরেকটি ছবি হচ্ছে এইটি-
এখানে দেখানো হয়েছে কিভাবে উইঘুর মুসলমান নারীরা ইন্টেরনেটের মাধ্যমে নিষিদ্ধ বস্তু আনিয়ে পুরুষদের মাঝে প্রচার ও বিতরণ করছেন। চীনের ঐ অঞ্চলে বোরখা পরাটা একেবারেই সরকারের পছন্দ নয়, তা নিচের ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে।
এগুলোর পাশাপাশি চীনে মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পরানোর রীতি যে নিষিদ্ধ, তা নিচের পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়াও, চীনের জিনজিয়াং প্রদেশে এমনকি ১৮ বছরের কম বয়সী বাচ্চাদের মসজিদে যাওয়া অনুৎসাহিত করে তাদেরকে স্কুলে ভর্তি করার আহবান জানিয়ে নিচের পোস্টারটি ছাপা হয়েছিলো।
এখানে উল্লেখ্য যে, জিনজিয়াং-এ এখনো মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসা সিস্টেমে পড়া-লেখা করানো হয়।
আর, এভাবেই জিনজিয়াংবাসীদের উপর মানসিক চাপ প্রয়োগের মাধ্যমে আরো জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করা হচ্ছে বলে মনে করা হয়।
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: খোঁচাখুঁচি দুই পক্ষেই চলছে বলে মনে হচ্ছে। এটা আশে-পাশের মানুষগুলোর স্বাস্থ্যের জন্যে ভালো নয় বলে ডাক্তার বলেছেন। ধন্যবাদ।
২| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: ছবি গুলোর বাস্তবতা আপনি ধরতে পারেন নি। আপনি নেগেটিভ ভাবে নিয়েছেন।
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: বাব্বাহ! অনেক বড় কমেন্ট! অনেক ধন্যবাদ।
বোরখা সম্পর্কে ভালো বলেছেন।
আর, ওটার পাশের ছবিটি কি মিন করে?
৩| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা তে বোরখা পড়া মানেই ভালো না। আড়ালে তার মধ্যে শয়তানী থাকতে পারে। আমরা যেন পোশাক দেখে মানুষ বিবেচনা না করি। আড়ালে অন্য কিছু থাকতে পারে।
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আর, অন্য ছবিগুলো!??
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৪
জাহিদ হাসান বলেছেন: খারাপ কিছু দেখি না। নারীদের ঘরে থেকে পর্দা করাই ইসলামে বেশি উৎসাহিত করা হয়েছে। বোরকা পরে বাইরে ঘুরে বেড়ানো নয়। বোরকা পরে তো আজকাল সব কিছুই করতেছে।
চীন সরকার উইঘুরদের শারীরিক অত্যাচার না করলেই হল ।
জাহিদ হাসান শিশির