নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর পূর্ণ সমর্থন আছে। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি।
ড. ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি তাঁর পাশে থাকব, যা-ই হোক না কেন, যাতে তিনি তাঁর মিশন সম্পন্ন করতে পারেন।’
বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ড. ইউনূস। তিনি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটানো উচিত। তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলো প্র
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৪
শাহ আজিজ বলেছেন: ওয়াকার খুব ভাল রোল প্লে করেছে ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১০
শিশির খান ১৪ বলেছেন: এখনো পুলিশ থানার বাইরে ডিউটি করতে ভয় পায় ,আনসার সদস্যরা সার্কাসের দলে নাম লেখাইছে, আমলারা নির্লজ্জের মতো প্রমোশনের জন্য মিছিল করে ,বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি ইনস্টিটিউট ভেঙে পড়েছে অর্থনীতির খুব খারাপ অবস্থা এর নির্বাচনে দায়িত্ব পালন করবে কে আমার মতে ইউনুস সরকার কে সর্ব নিম্নে তিন বছর সময় দেওয়া প্রয়োজন। সংস্কার কাজ এই বার সম্পন্ন না করে নির্বাচনে যাওয়া ঠিক হবে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
শাহ আজিজ বলেছেন: একটি স্বাভাবিক অবস্থা না এলে নির্বাচন খুব ঝুঁকিপূর্ণ হবে । দরকার হলে সেনাবাহিনিকে আরও বেশি মাত্রায় ব্যাবহার করে পরিস্থিতি অনুকুলে আনতে হবে । কাল কক্সবাজারে ডাকাতরা এজন সেনা অফিসারকে মেরে ফেলেছে । যতদিন দরকার বিকল্প সরকার ব্যাবস্থা চালু থাকবে ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: সেনা প্রধান জন আকাংখার প্রতি লক্ষ্য রেখেছে এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছে বলে মনে হয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭
শাহ আজিজ বলেছেন: হুম , তাকে আমার ক্ষমতালোভী মনে হচ্ছে না ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মন্ত্রব্য করিতে চাই না । ১৮ মাসে নির্বাচন সম্ভব না ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫
শাহ আজিজ বলেছেন: দেরিতে হলেও হোক ।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
কিরকুট বলেছেন: বর্তমান উপদেষ্টা সরকারের মাধ্যমে কোন কিছুর সংস্কার এর কোন সম্ভাবনা দেখছি না । মর্নিং শোজ দ্যা ডে !!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১১
সোনাগাজী বলেছেন:
উনার ড্রেসটা বদলায়ে আমেরিকান মিলিটারীর ড্রেস পরাটা উচিত।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৮
শাহ আজিজ বলেছেন: কেন , আমাদের ড্রেসটা তো ভালই ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৩
সোনাগাজী বলেছেন:
আমাদের মিলিটারীর কমান্ডার হচ্ছে আমেরিকা; তাদের ব্রাদার হচ্ছে পাকি মিলিটারী।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
শাহ আজিজ বলেছেন: ঠিক এই মুহূর্তে মিটিং চলছে বাইডেন - ইউনুস এর মধ্যে । আশা করি সম্পর্কের আরও উন্নতি হবে ।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫১
কামাল১৮ বলেছেন: এই আর্মি দেশ রক্ষার জন্য ঠিক নাই।উশৃঙ্খল লোকদের কাছ থেকে দেশের সম্পদ রক্ষা করতে পারে না।যেখানে তারা মাঠে ছিলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১২
শাহ আজিজ বলেছেন: একমত হতে পারলাম না ।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫২
ঢাবিয়ান বলেছেন: সেনাবাহীনিকে দিয়ে দেশে রক্তগঙ্গা বইয়ে দিতে চেয়েছিল বিগত সরকার। সেনাপ্রধান যে শেষ পর্যন্ত জনগনের পাশে থাকা্র সিদ্ধান্ত নিয়েছিলেন, তার জন্য ইতিহাসে তিনি একজন বীরের সম্মনাই পাবেন।