নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা বললেন ইউনুস সরকার এক মাসও টিকবে না। পরদিনই আবু সাঈদকে সন্ত্রাসী বলা নির্বাহী মেজিস্ট্রেট স্ট্যাটাস দিলেন, কাউন্টডাউন শুরু৷ এই যে গনঅভ্যুত্থানের দুই মাসের মধ্যে, এর বড় গনহত্যার পরেও, লীগ উঁকিঝুঁকি মারতেছে - এটা আমাদের কালেক্টিভ ব্যর্থতা। আমরা দল হিসাবে লীগকে বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হয়েছি।
একটা এন্টিলীগ মুভমেন্ট মাঠে থাকা দরকার যেন দালালরা উঁকিঝুঁকি মারার সাহস না পায়।
কেন লীগকে বিচারের মুখোমুখি করা গেল না?
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কালের বক্তব্য আমাদের আন্দোলন কে জুতাপিটা করার সামিল , মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি পুরো বিএনপির বক্তব্য হয় তবে নিশ্চিত বিএনপির কপালে দুংখ আছে। এই ফখরুলের গান্ধিবাদী আন্দোলের জন্য গত ১৬ বছরে বিএনপি বারবার ব্যর্থ হয়েছে আর অসংখ্য নেতা কর্মীর প্রাণ গিয়েছে। আওয়ামীলিগ যে সাধারন জনগনের জীবনের পিরাপত্তার জন্য হুমকি এটার প্রমান আর কতবার করতে হবে? ফখরুল সাহেবরা আগের মত আওয়ামী স্টাইলে রাজনীতি করার চিন্তা? তাহলে আমরাও তৈরী এদের কে প্রতিহত করার জন্য।
উপদেষ্টা পরিষদের লোকগুলো অকর্মা ,তারা এই বিপ্লবকে ধারণ করেন না। একটা বিপ্লবী সরকার এরকম অথর্ব হয় এটা পৃথিবীর কোথাও নাই। তাদের ফাংশনি যথেষ্ট দুর্বল। প্রশাসনের বিশাল জায়গা জুড়ে আওয়ামীদের বসিয়ে দেওয়া হচ্ছে।
২| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪১
ষহততহ বলেছেন: Thanks for the practical tips. They’re always so useful. URL
৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৩
নদীকান্ত বলেছেন: আপনাদের তথাকথিত ২য় মুক্তিযুদ্ধের ঘোষক কে ?
ফখরুল সাহেবরা আগের মত আওয়ামী স্টাইলে রাজনীতি করার চিন্তা? তাহলে আমরাও তৈরী এদের কে প্রতিহত করার জন্য।
তৈরি থাকেন । যে কোন সময় খেলা শুরু হয়ে যেতে পারে।
৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫০
কামাল১৮ বলেছেন: একটা মামলা ঠুকেদেন।বিচার শুরু হোক।হাসিনা সহ দুই তিনশ আসামী রাখুন।
৫| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০০
লিনডা বলেছেন: I appreciate the depth of knowledge conveyed in your writing, thank you. https://greenssolarsolutions.com
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯
নতুন বলেছেন: শেখ হাসিনা কাতার অথবা আরব আমিরাতে হিজরত করছেন বলে শুনছি।
তখন ঝামেলা কমে যাবে। আফসোসলীগের পেটে লাথি পরেছে, ধান্দা বন্ধ হয়ে গেছে। একাউন্টের টাকা তুলে খেতে হচ্ছে।
তাই এই সরকারের প্রতিটা কাজেই আফসোস তো তারা করবেই।