নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

গনহত্যাকারী, সন্ত্রাসী, গুন্ডা, খুনিদের এই আওয়ামীলিগ নিষিদ্ধ না করলে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হবে। এই গণ বিপ্লব বৃথা যেতে পারে না।

১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৩

আপনারা অনেকে ভাবতেছেন আওয়ামী লীগ কোন গুটি ফুটি চেলে আবার ফিরে আসবে।
দুই চাইরটা বামপন্থী বই পুস্তক পড়া লোকজন এইটার নাম দিচ্ছে প্রতি-বিপ্লব ।
শুনেন , গুন্ডা এবং খুনিরা কোন বিপ্লব করে না।
তারা বড় জোর যেইটা করতে পারে তাকে বলে কাউন্টার এটাক -- সেইটা বিপ্লব না।
বিপ্লব শব্দটার সাথে সাধারণ মানুষের সমর্থন জড়িয়ে থাকে । গুন্ডা , খুনি , কিংবা জঙ্গিদের কাউন্টার এটাককে এই কারণে বিপ্লব বলা যায় না।
এখন আসি আওয়ামী লীগ কি করতে পারবে কাউন্টার এটাকের নামে।
আপনারা যারা এখনো ভাবতেছেন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা বিসিএস ক্যাডার হঠাৎ পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের জন্যে কাজ করবে সেইটা একদম ভুল ধারণা ।
ইতিহাসে এতো তাড়াতাড়ি পতিত স্বৈরাচারের উত্তানের গল্প নাই ।
আওয়ামী দলটার আপাদমস্তক সবাই পলাতক । যদিও পলাতকদের সবার পকেটে প্রচুর টাকা।
এই টাকা দিয়ে তারা বেশ কিছু গুন্ডা ভাড়া করতে পারবে। কিন্তু সমস্যা হলো গত পনেরো বছর আওয়ামী গুন্ডা গুলাও লেইজি কিংবা অলস গুন্ডায় পরিণত হয়েছে।
তাদের গুন্ডামি করতে পুলিশ পাহারা লাগে , এর সাথে লাগে প্রচুর ছাত্রী লীগের মেয়ে, কনডম, এবং বিরিয়ানি।
এতো লাক্সারিয়াস গুন্ডার এখন আর বেইল নাই।
ওদের পাশে পুলিশ নাই , ছাত্রী লীগ নাই , আর বিরিয়ানির প্যাকেটে দোকানদার ভাইটির আগে থেকেই মুতে দেবার সম্ভাবনাও প্রচুর।
প্রতি - বিপ্লব নিয়ে টেনশন কইরেন না। তবে এলার্ট থাইকেন , রাস্তায় থাইকেন ।

অনিক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১০

সোনাগাজী বলেছেন:



"নতুন বাংলাদেশের" অভিনন্দন গ্রহন করুন; আন্দোলনের চাবি এখন আমেরিকার হাতে।

২| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৬

আহলান বলেছেন: ঠিক , আওয়ামিলীগের গুন্ডামি কখনোই বিপ্লব বলে অভিহিত করা ঠিক হবে না। তবে তাদের নুন খাওয়া সচিব বর্গ কোন অঘটন ঘটানোর পায়তারা করছে কিনা সেই ব্যপারে সচেতন থেকে আগেই উপুযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

৩| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৭

আহলান বলেছেন:
"নতুন বাংলাদেশের" অভিনন্দন গ্রহন করুন; আন্দোলনের চাবি এখন আমেরিকার হাতে।

এই দেশই তো এতোকাল বাংলাদেশকে ভারতের কাছে লীজ দিয়ে রাখছিলো ...

৪| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আওমি গুন্ডারা এখন গর্তে ঢুকে আছে। তবে দীর্ঘদিন বসে খেয়ে খেয়ে ওদের পরিশ্রম করার শক্তি গেছে নষ্ট হয়ে। বিষয়টা এমন,মৌমাছি অল্প অল্প মধু সংগ্রহ করার পাশাপাশি নিজের শরীরের অনুশীলন করে উড়বার শক্তি সচল রাখে। কিন্তু একজায়গায় বেশি মধু পেলে ওদের ডানা কিন্তু মধুতে আটকে যায়।তখন ওরা উড়বার শক্তি হারিয়ে মৃত্যুর প্রহর গুনে। আমার ব্যক্তিগত উপলব্ধি আওমি গুন্ডাদের ডানা মধুতে আটকে গেছে। সুতরাং তাদের ভবিষ্যৎ অনুমেয়।

৫| ১৩ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

আদিত্য ০১ বলেছেন: এই সুযোগে আপনিও মাঠে নেমে পড়ুন । এখনই সময় আপনার কোন পদ বাগানো; অনেকেই পদ বাগাচ্ছে; ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবেনা। কিন্তু ছাত্রদল, শিবির আর বাকিরা সবাই মিটিং করছে, ১৫ আগস্ট শোক দিবস পালন করা যাবে না, ছাত্রলীগ কোনভাবেই আসতে দেওয়া যাবে না।
বাহ! কি সার্কাস চলছে! এগুলোর হিসাবে এরা নিজেরাই দিবে একদিন।

৬| ১৩ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

আদিত্য ০১ বলেছেন: এইসব নামধারী ছাত্রনেতৃত্বদের মুখ আর পশ্চাতদেশ একই, এরা বলে যে ক্যাম্পাসে কোন ছাত্র সংগঠন থাকবে না, কিন্তু ছাত্রদল, শিবির নিয়ে এরা ঢাবির অডিটরিয়ামে মিটিং করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা যাবে না, এরা যে ট্রেনিং প্রাপ্ত ছিলো, এদের পিছনে প্রচুর টাকা ফান্ডিং ছিলো আন্দোলনের মাধ্যমে পুলিশকে আক্রমনে সাধারন ছাত্র ছাত্রীদেরকে সামনে নেওয়া, আর এতে কয়েকশ ছাত্র ছাত্রী মারা যাবে

এর ফল পাবে শীগ্রই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.