নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

শুরু হয়েগেছে। গোপালগঞ্জে সেনাবাহিনী ওপর হামলা, অস্ত্র ছিনতাই।

১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৮

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা করেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ৩ সেনা সদস্য আহত হয়। এছাড়া ৩ টি অস্ত্র ছিনতাই এবং ২ টি গাড়ী ভাংচুর করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়।

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, ‘৩ থেকে ৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুরসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।’নিউজ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২২

কামাল১৮ বলেছেন: কেউ নিহত হয়নি এটাই শুখবর।

২| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এগুলো হবেই। তাদের এহেন কর্ম দিয়ে গোপালী মাতাকে ফিরানো সম্ভব হবে না।

৩| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০১

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ক্ষমতা কুক্ষিগত করতে যা তা!

৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৭

চারাগাছ বলেছেন:
সেনাবাহিনী নাকি গোপালগন্জের দিকে এগুচ্ছে?
ফেসবুকে দেখলাম। গুজব নাকি জানি না।
কয়েকজন কে ধরে এনে টি২০টি ব্যাটিং প্র্যাকটিস করতে দেখলাম ভিডিওতে।

৫| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৪৭

আলামিন১০৪ বলেছেন: বিপরীত প্রতিক্রিয়া না দেখলে গোপালগঞ্জ গিয়ে দেখে আসুন

৬| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৫

কাঁউটাল বলেছেন: বিপথগামী লীগ এবং বন্ধুরাস্ট্রের দালালদের জন্য টি ২০ ট্রিটমেন্ট খারাপ না, মাঝে মাঝে এইরকম ব্যটিং করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.