নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

\'তুমি কে আমি কে - রাজাকার রাজাকার\' কে বলেছে, কে বলেছে স্বৈরাচার! স্বৈরাচার! ঢাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয়গুলো।

১৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:২৪

২০১০-১৩ তুই রাজাকার। ২০২৪ আমিই রাজাকার। আমিই রাজাকার।
শেখ হাসিনা প্রকারান্তরে সারা দেশের মানুষকেই রাজাকার বা রাজাকারের নাতিপুতি বললেন। আড়াই লাখের মতো সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা ছিলো, এ বাদে সবাই যেন রাজাকার, যেন আওয়ামীলীগ ছাড়া এ দেশের সবাই ছিলো স্বাধীনতা বিরোধী!!! এর ফলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কি ধরনের স্লোগান উঠেছে!

যার ইশারায় দেশের প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বিমানে তুলে দেশ ছাড়তে বাধ্য করা হয়, যার নির্দেশে দেশের জুডিশিয়ারি দিন'কে রাত আর রাত'কে দিন করে। তিনি যখন বলেন "আদালতের রায় মেনে নিতে হবে" — তখন ক্রনিক কষা পায়খানাও লজ্জায়, লুজমোশনে পরিণত হয়ে যায়। পায়খানাও লজ্জা পায়।

ছবি: প্রধানমন্ত্রীর ৪০০ কোটি টাকার মালিক পিয়ন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৭

নতুন বলেছেন: 'তুমি কে আমি কে - রাজাকার রাজাকার'

এই স্লোগান কখনোই দেশপ্রেমিক জনগনের মাথা থেকে আসতে পারেনা।

পাকিপন্হিরা ঘর পুড়ার ভেতরা আলু পোড়াতে ওস্তাদ, সাধারন ছাত্র ছাত্রীরা এই ষড়যন্তে পা না দিলেই ভালো করতো।

১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৪

তানভির জুমার বলেছেন: ২-৩ লক্ষ লোক ছাড়া ১৮ কোটি মানুষের সবাই তো রাজাকার

২| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২০

নতুন বলেছেন: আয়ামীলীগ না করলে তারা যেমন অন্যকে রাজাকার বলতে পারেনা।

তেমনি কোন দেশপ্রেমিক বাংলাদেশী নিজেকে রাজাকার বলতে পারেনা।
তেমনি ভারতকে অপছন্দ করার কারনে পাকিস্তানকে পছন্দ করতে পারেনা।

আমাদের দরকার সহী বাংলাদেশী দালাল। ভারত বা পাকি দালাল না।

৩| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১২

বিদ্রোহী পুরুষ বলেছেন: আমরা যারা এই দেশে অন্যায়ের শিকার চাকরী ক্ষেত্রে, দ্রব্যমূল্যে, সরকারী সেবার ক্ষেত্রে তারা আমরা সবাই রাজাকার।

৪| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৬

বাউন্ডেলে বলেছেন: কোটা বিরোধীদের সকল সরকারী নিয়োগে নিষিদ্ধ করা হোক। আমরা আমাদের বাপ-দাদার অর্জিত সফলতা রাজাকার ছানা-পুনাদের আর দিতে রাজী না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.