নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো, ডেইলি স্টার এরা কিভাবে দেশ ধ্বংস করার মূখ্য ভূমিকা পালন করেছে?

০৮ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৮

নরসিংদীর কোন এক উপজেলার বাসিন্দা ফোন দিয়ে বলল আজ ১৫ দিন তাদের উপজেলার মানুষ ১৫ ঘন্টাও বিদ্যুৎ পায়নি।

বিএনপি আমলে প্রধানমন্ত্রীর পরিবারের দূর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন করা যেতো। ডেইলী ষ্টার ও প্রথম আলো এমন অনেক রিপোর্ট করেছে। অন্যদিকে, এমন কিছু দুরের কথা আওয়ামী লীগ আমলে পুলিশের আইজি-র দূর্নীতি সম্পর্কে রিপোর্ট করার সাহসও হয়না কারো। ডেইলী ষ্টারের সম্পাদক নিজের মুখেই বলেছেন, ‘বেনজীরের কুকর্ম আমরা জানা পরেও রিপোর্ট করতে সাহস পাইনি।’

তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। আর এখনকার অভিযোগগুলো সবই বাস্তবসম্মত এবং প্রমানিত। এদের মিথ্যা প্রতিবেদনের উপর ভিত্তি করে অনেক ক্রসফায়ার হয়েছে। ভোট চুরির জঘন্য ক্রাইম করার জন্য এরা পথ খুলে দিয়েছে বিরোধী দলের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালিয়ে।

ভূয়া নির্বাচন এমনই দানব করে তুলে ক্ষমতাধর ও অতি ক্ষমতাধরদের। কখন কার দুর্নীতি নিয়ে নিউজ হবে সেই সিদ্ধান্ত ঐখান থেকেই আসে। আসল জায়গায় কেউ হাত দিতে চায় না।এই জন্য স্বৈরাচার আরও দীর্ঘতর হচ্ছে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৪ সকাল ১১:২৭

এস.এম.সাগর বলেছেন: প্রথম আলু (গোল আলু), ডেইলি স্টার, আওয়মীলিগ সকলেই একই!

২| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৪

নতুন বলেছেন: তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। আর এখনকার অভিযোগগুলো সবই বাস্তবসম্মত এবং প্রমানিত। =p~

বলতে পারেন এরা আয়ামীলীগের দূনিতি লুকাতে চায়।

কিন্তু বিএনপির আমলের দূনিতির অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক !!!!!!!!!!! B-))

৩| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:১০

এস.এম.সাগর বলেছেন: নতুন বলেছেন: তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। আর এখনকার অভিযোগগুলো সবই বাস্তবসম্মত এবং প্রমানিত। =p~

বলতে পারেন এরা আয়ামীলীগের দূনিতি লুকাতে চায়।

কিন্তু বিএনপির আমলের দূনিতির অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক !!!!!!!!!!! B-))


বিএনপি দুধে ধোয়া তুলসিপাতা ছিলোনা ঠিকাছে, কিন্তু তখনতো নিউজ করতে পারতো, আর এখন কি করে? বিএনপির নামে ঘটনার চেয়ে রটনা করা হয়েছে বেশি বেশি, আর এই ১৫ বছরের বেশি সময় ধরে মহা ডাকাতি, মাফিয়াগিরী, মানুষের স্বাধীনতা হরন কম হয়নি, সেগুলিতো প্রচার করতে পারেনা হলুদ মিডিয়া!

৪| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪৩

নতুন বলেছেন: আপনি তো লিখেছেন যে তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক ;)

তেমনি এখন আয়ামী সমর্থকরা বলছে এখনার সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক।

কোনটা বিশ্বাস করবো?

৫| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:১০

নাহল তরকারি বলেছেন: আপনার পোস্ট টি ইঙ্গিতপূর্ন। আপনি যদি এরেস্ট হয়ে যান??

৬| ০৮ ই জুন, ২০২৪ রাত ১০:২২

ঢাবিয়ান বলেছেন: তৎকালীণ সময়েরগুলো ছিল ভুয়া, বানোয়াট ও ষঢ়যন্ত্রমুলক =p~ =p~ =p~ আপনাদের মত মিথ্যবাদিদের কারনেই দেশের আজ এই হাল। তিন তিনবার একটা দল বিনা ভোটে ক্ষমতায় যাবার জন্য আপনারাও সমানভাবে দায়ী। যদি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজদের শুধরে নিতে পারতেন তবে একটা শক্তিশালী বিরোধী দলে পরিনত হতে পারতেন।

৭| ০৮ ই জুন, ২০২৪ রাত ১০:৪০

এস.এম.সাগর বলেছেন: নতুন বলেছেন: আপনি তো লিখেছেন যে তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক ;)

তেমনি এখন আয়ামী সমর্থকরা বলছে এখনার সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক।

কোনটা বিশ্বাস করবো?


সত্য বিশ্বাস করবেন।

৮| ০৯ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৩

অপু তানভীর বলেছেন: তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। আর এখনকার অভিযোগগুলো সবই বাস্তবসম্মত এবং প্রমানিত।

=p~ =p~ =p~

৯| ০৯ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৩

নতুন বলেছেন: এস.এম.সাগর বলেছেন: সত্য বিশ্বাস করবেন।

আপনি ( বিএনপি, জামাতের সমর্তক) সত্য বলছেন তো?

আপনারা তো বলছেন;- তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। =p~

১০| ০৯ ই জুন, ২০২৪ বিকাল ৫:৪৬

এস.এম.সাগর বলেছেন: নতুন বলেছেন: এস.এম.সাগর বলেছেন: সত্য বিশ্বাস করবেন।

আপনি ( বিএনপি, জামাতের সমর্তক) সত্য বলছেন তো?


আপনাদের এসমস্ত ধারনা কিভাবে হয় ভাই? আমি বিএনপি জামাতের সমর্থক এটা কেমন কথা ভাই? আমি শুধুই সত্য ও ভালটাকে সমর্থন করি। বিএনপি একটা রাজনৈতিক দল, তার সাথে জামাতের নাম কেন জড়িয়ে দেন? জোটে ছিল তাই? যদি জোটের কারনে বলতে হয়, আওয়ামিলীগও এক সময় জামাতের সাথে জোট করেছিল তাহলে আওয়ামিলীগকে আওয়ামী জামাত কেন বলেননা?
আপনাদের সকলকেই সবিনয়ের সাথে বলতে চাই - সকল কিছুকে সমান চোখে দেখুন, সত্য কখনো দুইরকম হতে পারেনা,

বর্তমান ডামি প্রধান মন্ত্রীর সাবেক (পিএস) বীর মুক্তিযুদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসী চাই বইটি পড়ে দেখবেন, সেখানে তিনি স্বিকারুক্তি দিয়েগেছেন বর্তমান মাননীয় ডামি প্রধান মন্ত্রীর বিষয়ে।

১১| ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যে দেশের মানুষ যে রকম, তাদের নেতারাও তাদের মতো হয়ে থাকে।

পত্রপত্রিকা পড়ে যা জানছি, তাতে দেশের মানুষ খুব কষ্টে আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.