নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করায় আপনার কেন দুঃখিত হওয়া উচিত নয়।

২৪ শে মে, ২০২৪ রাত ১২:০৮

সোহান ছিল ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহাসিন আলীর ছেলে ও স্থানীয় শহিদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র। ২০১৬ সালের ১০ এপ্রিল বিকেল ৫টার দিকে ঈশ্বরবা জামতলা নামক স্থানে তার মায়ের জন্য অপেক্ষা করছিল সোহানুর। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চারজন লোক বাইকে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ। নিখোঁজের ১০ দিন পর চুয়াডাঙ্গার সদর উপজেলার বুলকিয়া চন্দতলা মাঠে সোহানুরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
৩০০ গ্রামবাসী গিয়েছিল এমপি আনোয়ারুলের কাছে। সোহানকে ছেড়ে দিতে অনুরোধ করেছিল তারা। বলেছিল, তারা সামনে আ'লীগ করবে। কিন্তু এমপি বললঃ আ'লীগ করার লোকের নাকি অভাব নেই।

এরপর ২০ এপ্রিল ২০১৬ তারিখে কালীগঞ্জ থেকে প্রায় ৫০ কি.মি. দূরে চুয়াডাঙ্গায় সোহানের গু*লিবিদ্ধ লা*শ পাওয়া যায়। সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙ্গা, বাম চোখ উপড়ানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় শহীদ মহিউদ্দীন সোহানের।
কান্নায় ভেঙে পড়ে সোহানের গ্রামবাসী! তারা তাদের শ্রেষ্ঠ একটি সন্তানকে হারিয়ে ফেললো।

শহীদ সোহানের মা সেদিন আর্তনাদ করে বলেছিলেন "মারবেই যখন আমার বাবুটারে। চোখ দুইটা তুইল্যা নিলো ক্যান বাবুর??"
এই পোস্টটি রইলো! বাংলাদেশে একদিন এমন দিন আসবে যেদিন একজন আওয়ামীলীগার খুজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ।
এই জালিম এম পি আনোয়ারুল ভা*রতে নিজের অবৈধ সিন্ডিকেটের হাতেই খণ্ডবিখণ্ড গলিত মলিত লাশ হয়ে পড়ে আছে।

সোহানের অপরাধ ছিল সে ভিন্ন দল করতো।




মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৪ রাত ১:০৭

ঢাকার লোক বলেছেন: "আওয়ামী লিগে অপরাধীদের কোনো ঠাঁই নেই। " ওবায়দুল কাদের :)
https://dhakamail.com/politics/166807

২| ২৪ শে মে, ২০২৪ রাত ১:১৬

নতুন বলেছেন: উনার মতন চোরাকারবারী সন্ত্রাসী নেতার জন্য মানুষের কস্ট হয় না।

৩| ২৪ শে মে, ২০২৪ রাত ১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার দুঃখ হয়েছে কে বললো? B-)

৪| ২৪ শে মে, ২০২৪ রাত ১:৪১

ভুয়া মফিজ বলেছেন: ৯৯% আওয়ামী নেতা / এমপি'র আমলনামা এমনই। জ্যান্ত অবস্থায় কেউ কিছু বলার সাহস পায় না। মরলে পরে সবকিছু সামনে আসে। এদের সমর্থনে যারা কথা বলে, তারা সবাই এদের হালুয়া-রুটি খাওয়া মুখ। যেই মুখে নুন খাওয়া হয়, সেই মুখ দিয়ে গুনগান করা অবশ্য কর্তব্যের মধ্যেই পড়ে!!! :P

ঢাকার লোক বলেছেন: "আওয়ামী লিগে অপরাধীদের কোনো ঠাঁই নেই। " ওবায়দুল কাদের :) আজকালকার আধুনিক বিশ্বে কমেডিয়ানদের কদর খুবই বেশী। আওয়ামী লীগকে জনগনের মনোরন্জনের জন্য এমনই কিছু কমেডিয়ান পুষতে হয়। ব্লগের এই গোত্রীয় কমেডিয়ানদের কাছ থেকেও মুল্যবান মন্তব্য আশা করছি!!! :-B

৫| ২৪ শে মে, ২০২৪ রাত ৩:৪৬

কামাল১৮ বলেছেন: ক্ষমতায় গেলে সব দল একই রকম কাজ করে।উনিশ আর বিশ।কোন দলের জন্যই দুঃখিত হবার দরকার নাই।কেবল জনগনের কথা ভাবুন, পারলে জনগনের জন্য দুঃখিত হোন।

৬| ২৪ শে মে, ২০২৪ ভোর ৬:১৬

নাহল তরকারি বলেছেন: এটা শুধু ব্যাক্তির দোষ। দলের দোষ না।

৭| ২৪ শে মে, ২০২৪ সকাল ১০:৩১

অগ্নিবেশ বলেছেন: অনেকদিক পরে ভারতে একটা ভালো কাজ ঘটছে তাইলে। কেডা কয় ভারতে কুনু ভালো কাম হয় না?

৮| ২৪ শে মে, ২০২৪ বিকাল ৩:৪৮

নূর আলম হিরণ বলেছেন: সোহানকে কেনো মারা হয়েছে, শুধুমাত্র ভিন্ন দল করার কারণে? তাহলে তো দেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার কথা! সোয়ান শ্রেষ্ঠ সন্তান, এই উপসংহারে কিভাবে আসলেন?

৯| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পাপ গোপন থাকে না,
পাপ বাপকে ও ছাড়ে না

....................................................
মনে হয় আখেরী জামানা এসে গেছে
তাই সব প্রমান হতে শুরু হয়েছে ।

১০| ২৪ শে মে, ২০২৪ রাত ৯:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কেউ দু:খিত নয়।

তবে বিম্পি জামায়াত ইস্যু পেয়ে দেশ বিরোধী বক্তব্য দিয়ে দেশের সুনাম ক্ষুন্ন করলে সেটা দু:খজনক।

১১| ২৫ শে মে, ২০২৪ ভোর ৬:২৫

আরেফিন৩৩৬ বলেছেন: কামাল১৮ বলেছেন: ক্ষমতায় গেলে সব দল একই রকম কাজ করে।উনিশ আর বিশ।কোন দলের জন্যই দুঃখিত হবার দরকার নাই।কেবল জনগনের কথা ভাবুন, পারলে জনগনের জন্য দুঃখিত হোন।[/sb
পঁচা আওয়ামী লীগের ব্যর্থতার সাথে বিএনপিকে মেলাবেন না আপাতত। আপাতত যারা পঁচা তাদের পঁচাগলা বলুন।

১২| ২৫ শে মে, ২০২৪ সকাল ১০:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ বদমাশ মরছে, ভালো হয়েছে। এখন বলুন বিএনপি-জামায়াতের সময় যে আওয়ামী লীগের লোকজন এত এত নিপীড়িত হয়েছিল, আওয়ামী লীগের সময় এদের অনেকে তো ফল ভোগ করেছে। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?

১৩| ৩০ শে মে, ২০২৪ রাত ৮:২০

এস.এম.সাগর বলেছেন: মোহাম্মদ গোফরান এর কাছে প্রশ্ন: বিম্পি এটা কি শব্দ? এর অর্থ কি?
মোহাম্মদ গোফরান এর কথাতে মনে হয় তিনি আওয়ামী দা....লা...ল, নিরপেক্ষ মানুষ নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.